ETV Bharat / health

ডায়পার ব্যবহারে করলে শিশুর কী কী সমস্য়া হতে পারে ? জানালেন চিকিৎসক - Side Effects of Disposable Diapers

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 2:34 PM IST

Side Effects of Using Disposable Diapers: সদ্যোজাত শিশুকে এখনকার বাবা-মা ডায়পার পরিয়ে রাখেন ৷ কিন্তু মনে রাখতে হবে শিশুর ডায়পার ব্যবহার শিশুর জন্য ক্ষতিকর হতে পারে । সব সময় শিশুকে ডায়পার পরিয়ে রাখা উচিত নয় । এতে শিশুর নরম ত্বকের ক্ষতি হতে পারে ৷ এ বিষয়ে সবিস্তারে জানালেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কুমারেস দাশগুপ্ত ।

Side Effects of Using Disposable Diapers
শিশুদের ডায়পার ব্যবহারের ক্ষতিকারক দিক (নিজস্ব চিত্র)

হায়দরাবাদ: বর্তমান সময় বাচ্চাদের জন্য ডায়পারের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । ডায়পারের ব্যবহারের সুবিধা একাধিক । এই সুবিধাগুলিই সমস্ত নতুন বাবা মার প্রতি আকৃষ্ট করছে । একবার ডায়পার পরালে অনেকক্ষণ পর্যন্ত তাতে প্রস্রাব করতে পারে শিশুরা । ফলে বার বার কাপড় ভিজে যাওয়ার ও তা পরিবর্তন করতে সময় যায় না । ফলে এতে অভিভাবকের সুবিধা হয় ৷ কিন্তু এরফলে নানান সমস্য়া হতে পারে বলে জানান শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কুমারেস দাশগুপ্ত ৷

ডাঃ দাশগুপ্ত বলেন, "ডায়পার অনেক রকম পাওয়া যায় ৷ ডিসপোজেবল বা ইউজ অ্যান্ড থ্রো এবং কাপড়ের তৈরি ডায়পার ৷ কিন্তু অনেকেই শিশুর জন্য ডিসপোজেবল ডায়পার ব্যবহার করে থাকেন । আপনি যদি কাপড়ের তৈরি ডায়পার শিশুকে পরান, তাহলে সেটি পুনরায় ব্যবহার করা যাবে ৷ কিন্তু সে ক্ষেত্রে এগুলি গরম জলে ধুয়ে ফেলতে হবে । কিন্তু এখন সেই সময় অনেকের কাছেই নেই । তাইয় এখন ইউজ অ্যান্ড থ্রো ডায়পার কেনেন করেন অধিকাংশ বাবা-মা ।"

ডাঃ দাশগুপ্ত জানান, ডিসপোজেবল ডায়পার ব্যবহার ও নিক্ষেপের ডায়পারে মানের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা জরুরি । এটি শিশুদের মধ্যে অ্যালার্জি হওয়ার মতো সমস্যা দেখা যায় । ডায়পার তৈরির সময় এতে নানা ধরনের রসায়নিক ব্যবহার করা হয় । এর ফলে শিশুর নরম ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দিত পারে । তাই নরম ও স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি ডায়পার কেনা উচিত ।

তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, শিশুদের জন্য কাপড়ের তৈরি ডায়পার ব্যবহার করা ভালো । এগুলিকে শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় । অন্যথায়, এটি সতর্ক করা হয় যে আপনি যদি এটি প্রতিদিন ব্যবহার করেন তবে এটি আপনার সন্তানের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ।

হায়দরাবাদ: বর্তমান সময় বাচ্চাদের জন্য ডায়পারের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । ডায়পারের ব্যবহারের সুবিধা একাধিক । এই সুবিধাগুলিই সমস্ত নতুন বাবা মার প্রতি আকৃষ্ট করছে । একবার ডায়পার পরালে অনেকক্ষণ পর্যন্ত তাতে প্রস্রাব করতে পারে শিশুরা । ফলে বার বার কাপড় ভিজে যাওয়ার ও তা পরিবর্তন করতে সময় যায় না । ফলে এতে অভিভাবকের সুবিধা হয় ৷ কিন্তু এরফলে নানান সমস্য়া হতে পারে বলে জানান শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কুমারেস দাশগুপ্ত ৷

ডাঃ দাশগুপ্ত বলেন, "ডায়পার অনেক রকম পাওয়া যায় ৷ ডিসপোজেবল বা ইউজ অ্যান্ড থ্রো এবং কাপড়ের তৈরি ডায়পার ৷ কিন্তু অনেকেই শিশুর জন্য ডিসপোজেবল ডায়পার ব্যবহার করে থাকেন । আপনি যদি কাপড়ের তৈরি ডায়পার শিশুকে পরান, তাহলে সেটি পুনরায় ব্যবহার করা যাবে ৷ কিন্তু সে ক্ষেত্রে এগুলি গরম জলে ধুয়ে ফেলতে হবে । কিন্তু এখন সেই সময় অনেকের কাছেই নেই । তাইয় এখন ইউজ অ্যান্ড থ্রো ডায়পার কেনেন করেন অধিকাংশ বাবা-মা ।"

ডাঃ দাশগুপ্ত জানান, ডিসপোজেবল ডায়পার ব্যবহার ও নিক্ষেপের ডায়পারে মানের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা জরুরি । এটি শিশুদের মধ্যে অ্যালার্জি হওয়ার মতো সমস্যা দেখা যায় । ডায়পার তৈরির সময় এতে নানা ধরনের রসায়নিক ব্যবহার করা হয় । এর ফলে শিশুর নরম ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দিত পারে । তাই নরম ও স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি ডায়পার কেনা উচিত ।

তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, শিশুদের জন্য কাপড়ের তৈরি ডায়পার ব্যবহার করা ভালো । এগুলিকে শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় । অন্যথায়, এটি সতর্ক করা হয় যে আপনি যদি এটি প্রতিদিন ব্যবহার করেন তবে এটি আপনার সন্তানের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.