হায়দরাবাদ: যে কোনও রান্নায় পায়েস কিংবা বিরিয়ানি তেজপাতার সুগন্ধি রান্নায় আলাদা মাত্রা আনে ৷ তেজপাতা না দিলে রান্নার সুগন্ধ ঠিক আসে না ৷ এই তেজপাতা চুলের যত্নেও জুরি মেলা ভার ৷ খুশকি চুলের একটি সমস্যা যা অনেককেই বিরক্ত করে ৷ খুশকি বেশি হলে চুল পড়ার সমস্যা বাড়বে ৷ আপনিও কি এই সমস্যায় ভুগছেন ? আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে তেজপাতা ব্যবহার করতে পারেন ৷
তেজপাতার হেয়ার মাস্ক: এরজন্য প্রথমে একটি পাত্রে কিছু জল নিয়ে তাতে কিছু তেজপাতা ও নিমপাতা মিশিয়ে গ্য়াসে ভালো করে ফুটিয়ে নিন । তারপর সেদ্ধ করার পর ঠান্ডা করে পাতাগুলি একটি মিক্সিং জারে রেখে পেস্ট তৈরি করুন । তারপর এটি একটি পাত্রে নিয়ে তাতে এক টেবিল চামচ নিমের তেল, অ্যালোভেরা জেল এবং আমলা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন । এর পরে মিশ্রণটি ত্বকে লাগান ও আপনার আঙুল দিয়ে আলতো করে মাসাজ করুন । এটি 15 থেকে 20 মিনিটের জন্য রাখুন এবং তারপরে শ্যাম্পু দিয়ে আপনার মাথা ধুয়ে ফেলুন । বিশেষজ্ঞদের মতে, এতে খুশকির সমস্যা অনেকাংশে কমে যাবে ।
এছাড়াও তেজপাতা জলে সেদ্ধ করে পেষ্ট করে নিন ৷ তারপর এতে নারকেল তেল দিয়ে ফেটিয়ে নিন । বিশেষজ্ঞদের মতে, এটি করলে চুলের জন্য অনেক উপকার হবে ।
তেজপাতার ক্বাথ: এর জন্য প্রথমে একটি পাত্রে এক লিটার জল নিয়ে তাতে কিছু তেজপাতা রেখে ফুটিয়ে নিন যতক্ষণ না জল অর্ধেক হয়ে যায় । ঠান্ডা হয়ে গেলে সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন । এটি করলে খুশকির সমস্যা কমে যাবে ও চুল হবে ঝলমলে । বিশেষজ্ঞদের মতে, এটি ব্যবহার করলে চুলের খুশকি কমে যায় ৷
2019 সালে 'জার্নাল অফ ডার্মাটোলজি'-এ প্রকাশিত একটি সমীক্ষায় জানা যায়, তেজপাতার ক্বাথ খুশকির সমস্যা কমাতে খুব কার্যকর বলে প্রমাণিত হয় । নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ডেভিড লি এই গবেষণায় অংশ নিয়েছিলেন । তিনি বলেন, "তেজপাতার অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি প্রতিরোধে খুব ভালো কাজ করে ।"