ETV Bharat / health

গ্রীষ্মে গ্রিন টি পান করা কি স্বাস্থ্যকর না বিপজ্জনক ? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা - Can We Drink Green Tea In Summer - CAN WE DRINK GREEN TEA IN SUMMER

Health Benefits Of Green Tea: ওজন কমানো থেকে, ফিট থাকা, ত্বকের তারুণ্য় ধরে রাখা থেকে শুরু করে মন শান্ত রাখা, গ্রিন টি পানের একাধিক উপকারিতা রয়েছে । এটি গ্রীষ্মকালে পান করা যায় কিনা জানেন ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত ৷

Health Benefits Of Green Tea News
গ্রিন টি কেন খাবেন ? (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 10:46 PM IST

হায়দারাবাদ: আজকাল অনেকেই ওজন কমানোর জন্য ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে গ্রিন টি পান করে থাকেন ৷ প্রতিদিন এই চা পান করলে ওজন কমানোর পাশাপাশি অনেক উপকার পাওয়া যায় । তবে গ্রীষ্মকালে গ্রিন টি পান করা ভালো কিনা অনেকে ধোঁয়াসার মধ্যে থাকেন ৷ এখন দেখা যাক এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলেন ।

গ্রিন টি পুষ্টির পাওয়ার হাউস হিসাবে কাজ করে ৷ এটি অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, খনিজ, ক্যাটেচিন এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ । এই চা পান করলে অনেক উপকার পাওয়া যায় । তবে বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালে গ্রিন টি পান করলে স্বাস্থ্যের ওপর কোনও নেতিবাচক প্রভাব পড়ে না । গরমে এই চা পান করলে একাধিক স্বাস্থ্য উপকার হয় বলে জানা যায় ।

জেনে নেওয়া যাক গ্রিন টি পানের উপকারিতা (Know The Health Benefits Of Green Tea):

ওজন কমাতে সাহায্য় করে: গ্রিন টি-তে পলিফেনলের পরিমাণ অনেক বেশি রয়েছে । এটি আমাদের শরীরের চর্বি দ্রুত গলতে সাহায্য় করে । বিশেষজ্ঞরা বলেন, এটি শরীরের খারাপ কোলেস্টেরলও কমায় । সে জন্য যারা ওজন কমাতে চান, তাদের এই গ্রিন টি পান করার পরামর্শ দেওয়া হয় । 2018 সালে অ্যাপেটাইট জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, গ্রিন টি পান করলে ওজন হ্রাসের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় । এই গবেষণায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ আকিরা ইমামুরা অংশ নেন ৷ তিনি বলেন, "অতিরিক্ত ওজনের সমস্যায় যাঁরা ভুগছেন, এমন মানুষ প্রতিদিন গ্রিন টি পান করে ওজন কমাতে পারেন ।"

সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে: বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে । কিন্তু যাঁরা ডায়াবেটিসে ভুগছেন তাঁদের মতে, প্রতিদিন সকালে গ্রিন টি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ।

হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য় করে: বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি আমাদের রক্তনালীর আস্তরণ শিথিল রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে । উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এই পানীয় । তবে আপনার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই পান করতে পারেন গ্রন টি ৷

আরও পড়ুন:

  1. অনেক চেষ্টাতেও রাতে ঘুম আসছে না ? শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি নেই তো!
  2. সুগারেও রোজ খেতে পারেন এই ভাত, জেনে নিন কী বলছেন পুষ্টিবিদ
  3. প্রতিদিন বাদাম খেলে একমাসেই আসবে শরীরের পরিবর্তন, বলছে গবেষণা

হায়দারাবাদ: আজকাল অনেকেই ওজন কমানোর জন্য ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে গ্রিন টি পান করে থাকেন ৷ প্রতিদিন এই চা পান করলে ওজন কমানোর পাশাপাশি অনেক উপকার পাওয়া যায় । তবে গ্রীষ্মকালে গ্রিন টি পান করা ভালো কিনা অনেকে ধোঁয়াসার মধ্যে থাকেন ৷ এখন দেখা যাক এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলেন ।

গ্রিন টি পুষ্টির পাওয়ার হাউস হিসাবে কাজ করে ৷ এটি অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, খনিজ, ক্যাটেচিন এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ । এই চা পান করলে অনেক উপকার পাওয়া যায় । তবে বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালে গ্রিন টি পান করলে স্বাস্থ্যের ওপর কোনও নেতিবাচক প্রভাব পড়ে না । গরমে এই চা পান করলে একাধিক স্বাস্থ্য উপকার হয় বলে জানা যায় ।

জেনে নেওয়া যাক গ্রিন টি পানের উপকারিতা (Know The Health Benefits Of Green Tea):

ওজন কমাতে সাহায্য় করে: গ্রিন টি-তে পলিফেনলের পরিমাণ অনেক বেশি রয়েছে । এটি আমাদের শরীরের চর্বি দ্রুত গলতে সাহায্য় করে । বিশেষজ্ঞরা বলেন, এটি শরীরের খারাপ কোলেস্টেরলও কমায় । সে জন্য যারা ওজন কমাতে চান, তাদের এই গ্রিন টি পান করার পরামর্শ দেওয়া হয় । 2018 সালে অ্যাপেটাইট জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, গ্রিন টি পান করলে ওজন হ্রাসের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় । এই গবেষণায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ আকিরা ইমামুরা অংশ নেন ৷ তিনি বলেন, "অতিরিক্ত ওজনের সমস্যায় যাঁরা ভুগছেন, এমন মানুষ প্রতিদিন গ্রিন টি পান করে ওজন কমাতে পারেন ।"

সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে: বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে । কিন্তু যাঁরা ডায়াবেটিসে ভুগছেন তাঁদের মতে, প্রতিদিন সকালে গ্রিন টি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ।

হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য় করে: বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি আমাদের রক্তনালীর আস্তরণ শিথিল রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে । উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এই পানীয় । তবে আপনার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই পান করতে পারেন গ্রন টি ৷

আরও পড়ুন:

  1. অনেক চেষ্টাতেও রাতে ঘুম আসছে না ? শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি নেই তো!
  2. সুগারেও রোজ খেতে পারেন এই ভাত, জেনে নিন কী বলছেন পুষ্টিবিদ
  3. প্রতিদিন বাদাম খেলে একমাসেই আসবে শরীরের পরিবর্তন, বলছে গবেষণা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.