ETV Bharat / health

বেসন ও শশা ত্বকের জন্য ভীষণভাবে উপকারী, কীভাবে ব্যবহার করবেন - Skin Care Tips

Gram flour and Cucumber for Skin Care: ত্বকের বিভিন্ন সমস্যা খুবই সাধারণ ৷ এর জন্য অনেকে বাজারজাত পণ্য ব্যবহার করে থাকেন ৷ এরজন্য ত্বকে ক্ষতি হতে পারে ৷ তাই এরজন্য বেসন ও শশা উপকারী হতে পারে ৷ জেনে নিন, কীভাবে ব্যবহার করবেন ৷

Gram flour and Cucumber for Skin Care News
বেসন ও শশা ত্বকের জন্য ভীষণভাবে উপকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 3:31 PM IST

হায়দরাবাদ: আমরা সবাই প্রতিদিন আমাদের ত্বকের যত্ন নিতে অনেক ধরনের পণ্য ব্যবহার করি । মুখের সঠিক যত্ন নিতে হলে ছিদ্র পরিষ্কার করাও জরুরি । এরজন্য অনেক রান্নাঘরের জিনিস উপকার করতে পারে ৷ বেসন ও শশা মুখে লাগিয়ে ক্লিনজার তৈরি করে মুখ পরিষ্কার ও উজ্জ্বল করতে পারেন ৷ জেনে নিন, বেসন ও শশা ত্বকের জন্য কীভাবে সাহায্য় করবে ৷

বেসনের মধ্যে উপস্থিত গুণাবলী ত্বকের ট্যানিং কমাতে সাহায্য করে । যেকোনও ধরনের ত্বকের ইনফেকশন প্রতিরোধে বেসন খুবই সহায়ক ।

মুখের ছিদ্র গভীরভাবে পরিষ্কার করার জন্য বেসন খুবই উপকারী ।

মুখে শশা লাগালে কী হয় ?

শশাতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে । এতে উপস্থিত উপাদান ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে ব্যবহৃত হয় ৷ শশায় উপস্থিত খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মুখের ছিদ্রের আকার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে ।

মুখের ত্বক পরিষ্কার করার ঘরোয়া উপায় (Home remedies to clean facial skin)

প্রথমে 2 থেকে 3 চামচ বেসন এবং 1 শসা পিষে একটি পাত্রে যোগ করুন । এই দুটি জিনিস ভালো করে মিশিয়ে মুখে লাগান । এরপর এটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন ৷ এরপর জল ও তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন ৷ এটি সপ্তাহে তিনদিন ব্যবহার করতে পারেন ৷ ফলে ত্বক উজ্জ্বল দেখাতে পারে ৷

ত্বকের জন্য বেসন ও শশা লাগানোর উপকারিতা:

অতিরিক্ত তেল শোষণ করে: তৈলাক্ত ত্বক ব্রণ ও অন্যন্য সমস্যা হতে পারে । বেসন আপনার ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে । শশা ত্বককে হাইড্রেট করতে সাহায্য় করে ৷

এক্সফোলিয়েট করতে সাহায্য় করে: সময়ের সঙ্গে সঙ্গে আপনার ত্বকে মৃত কোষ, অতিরিক্ত তেল এবং ময়লা জমতে শুরু করে । ত্বকের এই মৃত স্তরগুলি থেকে মুক্তি পেতে ত্বককে মাঝে মাঝে এক্সফোলিয়েট করা গুরুত্বপূর্ণ । বেসন একটি দুর্দান্ত এক্সফোলিয়েটরের মতো কাজ করে । এটি ত্বকে উপস্থিত সমস্ত ময়লা, ধুলো এবং মৃত ত্বকের স্তরগুলিকে পরিষ্কার করে ।

মুখের ট্যান কমাতে সাহায্য় করে: রোদে বের হলে ত্বকে ট্য়ানের সমস্য়া দেখা যায় ৷ এই ট্যানের সমস্যা দূর করতে বেসন ও শশা কার্যকরী উপায় ৷ এরজন্য আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন ৷

আরও পড়ুন:

  1. রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়েছে ? তালিকায় রাখতে পারেন এই ফলগুলি
  2. রোজ ডায়েটে রাখুন ডুমুর, উপকারিতা জানলে অবাক হবেন
  3. খুশকির সমস্য়ায় ভুগছেন ? উপকার মিলতে পারে ঘরোয়া এই উপায়ে

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: আমরা সবাই প্রতিদিন আমাদের ত্বকের যত্ন নিতে অনেক ধরনের পণ্য ব্যবহার করি । মুখের সঠিক যত্ন নিতে হলে ছিদ্র পরিষ্কার করাও জরুরি । এরজন্য অনেক রান্নাঘরের জিনিস উপকার করতে পারে ৷ বেসন ও শশা মুখে লাগিয়ে ক্লিনজার তৈরি করে মুখ পরিষ্কার ও উজ্জ্বল করতে পারেন ৷ জেনে নিন, বেসন ও শশা ত্বকের জন্য কীভাবে সাহায্য় করবে ৷

বেসনের মধ্যে উপস্থিত গুণাবলী ত্বকের ট্যানিং কমাতে সাহায্য করে । যেকোনও ধরনের ত্বকের ইনফেকশন প্রতিরোধে বেসন খুবই সহায়ক ।

মুখের ছিদ্র গভীরভাবে পরিষ্কার করার জন্য বেসন খুবই উপকারী ।

মুখে শশা লাগালে কী হয় ?

শশাতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে । এতে উপস্থিত উপাদান ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে ব্যবহৃত হয় ৷ শশায় উপস্থিত খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মুখের ছিদ্রের আকার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে ।

মুখের ত্বক পরিষ্কার করার ঘরোয়া উপায় (Home remedies to clean facial skin)

প্রথমে 2 থেকে 3 চামচ বেসন এবং 1 শসা পিষে একটি পাত্রে যোগ করুন । এই দুটি জিনিস ভালো করে মিশিয়ে মুখে লাগান । এরপর এটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন ৷ এরপর জল ও তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন ৷ এটি সপ্তাহে তিনদিন ব্যবহার করতে পারেন ৷ ফলে ত্বক উজ্জ্বল দেখাতে পারে ৷

ত্বকের জন্য বেসন ও শশা লাগানোর উপকারিতা:

অতিরিক্ত তেল শোষণ করে: তৈলাক্ত ত্বক ব্রণ ও অন্যন্য সমস্যা হতে পারে । বেসন আপনার ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে । শশা ত্বককে হাইড্রেট করতে সাহায্য় করে ৷

এক্সফোলিয়েট করতে সাহায্য় করে: সময়ের সঙ্গে সঙ্গে আপনার ত্বকে মৃত কোষ, অতিরিক্ত তেল এবং ময়লা জমতে শুরু করে । ত্বকের এই মৃত স্তরগুলি থেকে মুক্তি পেতে ত্বককে মাঝে মাঝে এক্সফোলিয়েট করা গুরুত্বপূর্ণ । বেসন একটি দুর্দান্ত এক্সফোলিয়েটরের মতো কাজ করে । এটি ত্বকে উপস্থিত সমস্ত ময়লা, ধুলো এবং মৃত ত্বকের স্তরগুলিকে পরিষ্কার করে ।

মুখের ট্যান কমাতে সাহায্য় করে: রোদে বের হলে ত্বকে ট্য়ানের সমস্য়া দেখা যায় ৷ এই ট্যানের সমস্যা দূর করতে বেসন ও শশা কার্যকরী উপায় ৷ এরজন্য আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন ৷

আরও পড়ুন:

  1. রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়েছে ? তালিকায় রাখতে পারেন এই ফলগুলি
  2. রোজ ডায়েটে রাখুন ডুমুর, উপকারিতা জানলে অবাক হবেন
  3. খুশকির সমস্য়ায় ভুগছেন ? উপকার মিলতে পারে ঘরোয়া এই উপায়ে

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.