ETV Bharat / health

আপনার জীবনের লাকি নম্বর জানেন তো ? জন্ম তারিখেই লুকিয়ে আছে রহস্য - Lucky Number Your Life - LUCKY NUMBER YOUR LIFE

Lucky Number: আপনার লাকি নম্বর কোনটা জানা আছে কি ? আপনার জন্মের তারিখেই লুকিয়ে আছে সেই রহস্য ৷ আপনি যদি জানতে পারেন জীবনের লাকি নম্বর তাহলেই পাবেন জীবনের সাফল্য় ৷ জন্ম তারিখ অনুযায়ী জীবনের লাকি নম্বর জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Lucky Number News
জন্ম বার অনুযায়ী আপনার লাকি নম্বর কত ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 1:56 PM IST

হায়দারাবাদ: কোন নম্বর নিজের জন্য লাকি সেটা সবাই জানতে চায় ৷ কোন নম্বরে লুকিয়ে আছে নিজের জীবনের সাফল্যের চাবিকাঠি তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ যে কোনও জিনিস করার আগেই মানুষ শুভ বা লাকি নম্বরেই জানতে চান ৷ জ্যোতিষী জানাচ্ছেন, কোন নম্বরের জন্য কোন কাজ আটকে গিয়েছে, সেটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ ৷

জীবনের সাফল্য আনতে লাকি নম্বরটাও জেনে রাখা জরুরি ৷ জ্যোতিষী জানান, একটা নম্বরই বদলে দিতে পারে আপনার জীবনের আসন্ন সময় ৷ জেনে নিন জন্ম তারিখ অনুযায়ী আপনার জীবনের লাকি নম্বর কী হতে পারে ?

লাকি নম্বর 1: যাদের জন্ম মাসের তারিখ 1, 10, 19, 28 তাদের লাকি নম্বর 1 ৷ এই প্রতিটি সংখ্যা যোগ করলে হয় ফলাফল হয় 1 ৷ এছড়াও 10, 19, 28 এরও যোগফল শেষ হয় 1 দিয়ে ৷ এই 1 লাকি নম্বরের অধিপতি সূর্য ৷ তাই তারা সূর্যকে তুষ্ট করুন ও প্রতিদিন সূর্য প্রণাম করুন ৷ জীবনে পাবেন সাফল্যের চাবিকাঠি ৷ এই তারিখের জন্ম জাতক-জাতিকারা লাল বা অরেঞ্জ রঙের পোশাক পড়তে পারেন ৷ এটি তাদের জন্য শুভ ৷

লাকি নম্বর 2: যাদের জন্ম তারিখ 2, 11, 20, 29 তাদের লাকি নম্বর 2 ৷ এই 2 লাকি নম্বরের অধিপতি চন্দ্র ৷ তাই এই তারিখে জন্ম যাদের, তাদের চন্দ্রকে তুষ্ট রাখার উপায় করতে হবে ৷ এছাড়াও এদের শুভ রং সিলভার বা সাদা ৷ তাই এদের এই রঙের পোশাক ব্যবহার করা ভালো ৷

লাকি নম্বর 3: যাদের জন্ম তারিখ 3, 12, 21, 30 তাদের লাকি নম্বর 3 ৷ এই 3 লাকি নম্বরের অধিপতি বৃহস্পতি ৷ ফলে এই তারিখের জন্ম ব্যক্তিদের বৃহস্পতিকে তুষ্ট রাখা প্রয়োজন ৷ এই তারিখের জন্ম যাদের লাকি রং হলুদ ৷

লাকি নম্বর 4: যাদের জন্ম তারিখ 4, 13, 22, 31 তাদের লাকি নম্বর 4 ৷ এই 4 লাকি নম্বরের অধিপতি রাহু ৷ তাই আপনাকে চেষ্টা করা দরকার রাহু যাতে সন্তুষ্ট থাকে ৷ এই তারিখের জন্মের লাকি রং ব্রাউন বা গ্রে ৷

লাকি নম্বর 5: যাদের জন্ম তারিখ 5, 14, 23 তাদের লাকি নম্বর 5 ৷ এই 5 লাকি নম্বরের অধিপতি বুধ ৷ এই তারিখের জন্মের লাকি রং সবুজ ৷ তাই এই জাতক জাতিকাদের কোনও শুভ কাজে বেরোনোর আগে সবুজ রঙের পোশাক বা সবুজ কোনও উপহার দেওয়া ভালো হবে ৷

লাকি নম্বর 6: যাদের জন্ম তারিখ 6, 15, 24 তাদের লাকি নম্বর 6 ৷ এই 6 লাকি নম্বরের অধিপতি শুক্র ৷ এই তারিখের জন্মের লাকি রং সাদা ৷

লাকি নম্বর 7: যাদের জন্ম তারিখ 7, 16, 25 তাদের লাকি নম্বর 7 ৷ এই 7 লাকি নম্বরের অধিপতি কেতু ৷ আপনার জীবনে কেতু যাতে ডাউন না হয় সেদিকে নজর দেওয়া জরুরি ৷ এই তারিখের জন্মের লাকি রং ব্রাউন ৷

লাকি নম্বর 8: যাদের জন্ম তারিখ 8, 17, 26 তাদের লাকি নম্বর 8 ৷ এই 8 লাকি নম্বরের অধিপতি শনি ৷ এই তারিখের জন্মের লাকি রং নীল ৷

লাকি নম্বর 9: যাদের জন্ম তারিখ 9, 18, 27 তাদের লাকি নম্বর 9 ৷ এই 9 লাকি নম্বরের অধিপতি মঙ্গল ৷ এই তারিখের জন্মের লাকি রং লাল ৷

হায়দারাবাদ: কোন নম্বর নিজের জন্য লাকি সেটা সবাই জানতে চায় ৷ কোন নম্বরে লুকিয়ে আছে নিজের জীবনের সাফল্যের চাবিকাঠি তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ যে কোনও জিনিস করার আগেই মানুষ শুভ বা লাকি নম্বরেই জানতে চান ৷ জ্যোতিষী জানাচ্ছেন, কোন নম্বরের জন্য কোন কাজ আটকে গিয়েছে, সেটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ ৷

জীবনের সাফল্য আনতে লাকি নম্বরটাও জেনে রাখা জরুরি ৷ জ্যোতিষী জানান, একটা নম্বরই বদলে দিতে পারে আপনার জীবনের আসন্ন সময় ৷ জেনে নিন জন্ম তারিখ অনুযায়ী আপনার জীবনের লাকি নম্বর কী হতে পারে ?

লাকি নম্বর 1: যাদের জন্ম মাসের তারিখ 1, 10, 19, 28 তাদের লাকি নম্বর 1 ৷ এই প্রতিটি সংখ্যা যোগ করলে হয় ফলাফল হয় 1 ৷ এছড়াও 10, 19, 28 এরও যোগফল শেষ হয় 1 দিয়ে ৷ এই 1 লাকি নম্বরের অধিপতি সূর্য ৷ তাই তারা সূর্যকে তুষ্ট করুন ও প্রতিদিন সূর্য প্রণাম করুন ৷ জীবনে পাবেন সাফল্যের চাবিকাঠি ৷ এই তারিখের জন্ম জাতক-জাতিকারা লাল বা অরেঞ্জ রঙের পোশাক পড়তে পারেন ৷ এটি তাদের জন্য শুভ ৷

লাকি নম্বর 2: যাদের জন্ম তারিখ 2, 11, 20, 29 তাদের লাকি নম্বর 2 ৷ এই 2 লাকি নম্বরের অধিপতি চন্দ্র ৷ তাই এই তারিখে জন্ম যাদের, তাদের চন্দ্রকে তুষ্ট রাখার উপায় করতে হবে ৷ এছাড়াও এদের শুভ রং সিলভার বা সাদা ৷ তাই এদের এই রঙের পোশাক ব্যবহার করা ভালো ৷

লাকি নম্বর 3: যাদের জন্ম তারিখ 3, 12, 21, 30 তাদের লাকি নম্বর 3 ৷ এই 3 লাকি নম্বরের অধিপতি বৃহস্পতি ৷ ফলে এই তারিখের জন্ম ব্যক্তিদের বৃহস্পতিকে তুষ্ট রাখা প্রয়োজন ৷ এই তারিখের জন্ম যাদের লাকি রং হলুদ ৷

লাকি নম্বর 4: যাদের জন্ম তারিখ 4, 13, 22, 31 তাদের লাকি নম্বর 4 ৷ এই 4 লাকি নম্বরের অধিপতি রাহু ৷ তাই আপনাকে চেষ্টা করা দরকার রাহু যাতে সন্তুষ্ট থাকে ৷ এই তারিখের জন্মের লাকি রং ব্রাউন বা গ্রে ৷

লাকি নম্বর 5: যাদের জন্ম তারিখ 5, 14, 23 তাদের লাকি নম্বর 5 ৷ এই 5 লাকি নম্বরের অধিপতি বুধ ৷ এই তারিখের জন্মের লাকি রং সবুজ ৷ তাই এই জাতক জাতিকাদের কোনও শুভ কাজে বেরোনোর আগে সবুজ রঙের পোশাক বা সবুজ কোনও উপহার দেওয়া ভালো হবে ৷

লাকি নম্বর 6: যাদের জন্ম তারিখ 6, 15, 24 তাদের লাকি নম্বর 6 ৷ এই 6 লাকি নম্বরের অধিপতি শুক্র ৷ এই তারিখের জন্মের লাকি রং সাদা ৷

লাকি নম্বর 7: যাদের জন্ম তারিখ 7, 16, 25 তাদের লাকি নম্বর 7 ৷ এই 7 লাকি নম্বরের অধিপতি কেতু ৷ আপনার জীবনে কেতু যাতে ডাউন না হয় সেদিকে নজর দেওয়া জরুরি ৷ এই তারিখের জন্মের লাকি রং ব্রাউন ৷

লাকি নম্বর 8: যাদের জন্ম তারিখ 8, 17, 26 তাদের লাকি নম্বর 8 ৷ এই 8 লাকি নম্বরের অধিপতি শনি ৷ এই তারিখের জন্মের লাকি রং নীল ৷

লাকি নম্বর 9: যাদের জন্ম তারিখ 9, 18, 27 তাদের লাকি নম্বর 9 ৷ এই 9 লাকি নম্বরের অধিপতি মঙ্গল ৷ এই তারিখের জন্মের লাকি রং লাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.