হায়দরাবাদ: গরম বাড়তেই ঘরে আরশোলার উপদ্রব বাড়তে শুরু করেছে ৷ ফ্লোরক্লিলিনার থেকে শুরু করে কেরোসিন, সবকিছু ব্যবহার করেও অনেক সময় আরশোলার উপদ্রব কমানো যায় না ৷ কখনও বাথরুমে, কখনও রান্নাঘরে আরশোলার উৎপাতে টেকা দায় হয়ে দাঁড়ায় ৷ বিশেষজ্ঞদের মতে, ঘরে আরশোলার আনাগোনা বাড়লে অনেক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায় । অনেকেই বাজারে উপলব্ধ বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করে ঘর-বাড়ি আরশোলা-মুক্ত করার চেষ্টা করেন । এতে উপস্থিত ক্ষতিকর রাসায়নিকের কারণে স্বাস্থ্য সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে ৷ জেনে নিন, আরশোলা থেকে মুক্তির নিরাপদ ঘরোয়া উপায় (Tips To Avoid Cockroaches At Home) ৷
আরশোলার উপদ্রব কমাতে টিপস:
- প্রায়শই অব্যবহৃত স্যাঁতসেঁতে জায়গায় এবং সিঙ্কের নীচে আরশোলা লুকিয়ে থাকে । তাই এই সব জায়গা পরিষ্কার রাখা জরুরি ।
- যেখানে আরশোলা থাকে বা থাকতে পারে, সেখানে শুকনো তেজপাতা পাতা ছিটিয়ে দিন । দেখা গিয়েছে, এই তেজপাতার গুঁড়ো ঘরের কোণে কোণে ছিটিয়ে রাখলে আরশোলা তার ধারেকাছে ঘেঁষে না ৷
- যেখানে আরশোলা দেখতে পাবেন, সেখানে পেপারমিন্ট অয়েল এবং লেমনগ্রাস অয়েল ছিটিয়ে দিতে পারেন । ঘর-বাড়ি আরশোলা-মুক্ত হবে ৷
- রান্নাঘরে থাকা বেকিং সোডা আর চিনি ঘরের কোণায় কোণায় ছিটিয়ে দিয়ে দেখতে পারেন ৷ আরশোলা মারা যাবে ।
- আমরা বেশিরভাগই বোরিক পাউডার ব্যবহার করি ৷ এই পাউডার পোকার উপদ্রব কমাতে সাহায্য করে । ঘর থেকেও আরশোলা তাড়াতে বোরিক পাউডার ব্যবহার বাড়ির চারিদিক ছিটিয়ে দিলে আরশোলার উপদ্রব কমে যাবে ৷
- একটি স্প্রে বোতলে সমান পরিমাণে জল ও ভিনিগার মিশিয়ে নিন । তারপর আরশোলা আছে বা থাকতে পারে, এমন জায়গায় এই মিশ্রণ স্প্রে করুন । আরশোলা ধারেকাছে ঘেঁষবে না ৷
- যে সব জায়গায় আরশোলা রয়েছে বা থাকতে পারে, সেই সব জায়গায় লবঙ্গ রাখুন । আরশোলা এই গন্ধ পছন্দ করে না ৷ ঘরের চারপাশে লবঙ্গ রাখলে, ঘরে আরশোলার উপদ্রোপ কমে যায় ৷
- নিম পাতা পেষ্ট করে একটি স্পে বোতলে জলের সঙ্গে মিশিয়ে ঢেলে রাখুন । এই মিশ্রণ ঘরের চারপাশে স্প্রে করলে আরশোলা ধারেকাছে ঘেঁষবে না ৷
- গোলমরিচ, পেঁয়াজ ও রসুন মিশিয়ে পেস্ট তৈরি করুন । এই মিশ্রণ ঘরের চারপাশে ছড়িয়ে দিন ৷ এই মিশ্রনের গন্ধেও আরশোলা ধারেকাছে আসে না ৷ এছাড়াও, সপ্তাহে একদিন কেরোসিন তেল স্প্রে করতে পারেন ৷
আরও পড়ুন: