কলকাতা: পরিশ্রমই নিয়ে আসে ভাগ্যের ফল । সাফল্যের রঙ কেমন হবে, তা ঠিক করে আপনার পরিশ্রমের ফল । তবে বহু ক্ষেত্রেই এমন ঘটে যে পরিশ্রম করেও কাঙ্খিত সাফল্য মেলে না । ফলে আর্থাভাব, অর্থকষ্ট লেগেই থাকে মানুষের জীবনে । এর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যেরও দিকও খারাপ হয় ৷ জ্যোতিষ শাস্ত্র মতে, অর্থকষ্ট কেটে যেতে পারে কয়েকটি নিয়ম পালন করলেই । এক্ষেত্রে কোন গ্লাসে একজন ব্যক্তি জল খাবেন, তার ওপর নির্ভর করে অনেক বিষয় । তা অর্থসম্পত্তি থেকে স্বাস্থ্যও ভালো রাখে ।
অর্থভাগ্য তুঙ্গে রাখতে কী কী করণীয় ? মনে করা হয় যে, রুপো সবচেয়ে শুদ্ধ ধাতু । ঘরে যদি রুপোর বাসন থাকে তাহলে তা সৌভাগ্য দ্বিগুণ করে বলে মনে করা হয় । সেই জায়গা থেকে রুপোর গ্লাসে জল খাওয়া খুবই ভালো বিষয় । রাহুল দের মতে, এরসঙ্গে স্টিলের বাসনও জ্যোতীষ শাস্ত্রে গুরুত্বপূর্ণ বিষয় ৷
দাবি করছেন বহু শাস্ত্র বিশেষজ্ঞ । জ্যোতিষী রাহুল দে বলেন, "রুপো ও স্টিলের গ্লাসে জল পান করলে নিজের ও বাড়ির সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে । গৃহস্থের অর্থ সম্পত্তির ভাগ্যও সুফল হয় । এই দু'টি ধাতুর গ্লাসে জল পান করলে চন্দ্র ও শুক্র ভালো হবে ৷"
বহু বিশেষজ্ঞ জানান, তামার গ্লাসে জল পান করলে শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে । তামার পাত্রে জল ঠান্ডা থাকে । এতে জল খেলে পাচন থেকে পরিপাক ভালো হয় । জ্যোতিষীর মতে, এই ধাতুর গ্লাসে জল খেলে মঙ্গল ও রবি ভালো হয় ৷ ফলে আপনার সৌভাগ্য ফিরে আসে ৷
বিশেষজ্ঞরা জানান, পিতলের গ্লাসে জল পানের প্রভাব ভালো মনে করা হয় ৷ পিতল একটি ভালো ধাতু । তাই পিতলের গ্লাসে জল পান করতে তা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয় । এতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে । জ্যোতিষীর মতে, বৃহস্পতি যাঁদের নিচস্থ, মান প্রতিপত্তি, যশ পেতে সমস্যা হচ্ছে, তাঁদের ক্ষেত্রে পিতলের গ্লাসে জল খাওয়া ভালো বিষয় । তাই এই ধাতুর গ্লাসে জল খেলে বৃহস্পতি ভালো হয় ৷
এছাড়াও মাটির গ্লাসে জল খেলে, শনি ভালো থাকবে ৷