শ্রীনগর, 8 ফেব্রুয়ারি: অস্ত্রোপচারের রোগীদের জন্য অ্যানাস্থেসিয়া কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে মানুষের জ্ঞান খুবই কম ৷ অস্ত্রোপচার সফল হওয়ার জন্য অ্যানেস্থেসিয়ার ভূমিকা সম্পর্কে লোকেরা খুব কমই জানে । ইটিভি ভারতের সঙ্গে একটি বিশেষ কথোপকথনে, জিএমসি শ্রীনগরের অ্যানাস্থেসিয়া, ক্রিটিক্যাল কেয়ার এবং পেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক তথা বিভাগীয় প্রধান ডাঃ রুখসানা নজীব বলেছেন যে কোনও অস্ত্রোপচারে একজন অ্যানেস্থেসিওলজিস্ট বা অ্যানাস্থেটিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তিনি জানান, তাঁদের হাসপাতালে প্রতিদিন 180 থেকে 200টি অস্ত্রোপচার করা হয় ৷ যেখানে অ্যানেস্থেসিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার বিভাগ একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷
তাঁর কথায়, "অ্যানাস্থেসিয়া না-করে ছোট-বড় কোনও অস্ত্রোপচারই করা যায় না ৷ সঠিকভাবে রোগীকে অজ্ঞান করার পরই একটি অস্ত্রোপচার সফল হয় ৷ অস্ত্রোপচারের জন্য ভর্তি হওয়ার পর অ্যানাস্থেটিস্টকে বেশ কয়েকটি বিষয়ের দিকে বিশেষ মনোযোগ দিতে হয় ৷ যাতে রোগী কোনও ধরনের ব্যথা অনুভব না-করেন এবং বুঝতে না পারেন যে তাঁর অস্ত্রোপচার চলছে ৷ তবে শুধু আগেই নয়, অস্ত্রোপচারের পরবর্তী পর্যায়ে রোগীর জ্ঞান ফেরাতেও অ্যানাস্থেটিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।"
বিমান চালানোর ক্ষেত্রে পাইলটের যেমন গুরুত্ব, অস্ত্রোপচারের ক্ষেত্রে অ্যানাস্থেটিস্টও ততটাই গুরুত্বপূর্ণ বলে জানালেন চিকিৎসক ৷ রোগী যেমন অস্ত্রোপচারের আগে কোন চিকিৎসক তা করবেন সেটা জানতে আগ্রহী থাকেন, তেমনই অ্যানাস্থেটিস্টেরও রোগীর বিষয়ে আগ্রহী হওয়া প্রয়োজন । রোগীর ওজনের ভিত্তিতে চেতনানাশক ও ওষুধের পরিমাণ নির্ধারণ করা হয় ৷ আর তা মনিটরের মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় ।
ক্যানসার বা যেকোনও জটিল সার্জারির ক্ষেত্রে অ্যানাস্থেটিস্টকে আরও সংবেদনশীল হতে হয় ৷ কারণ এই সার্জারির জন্য অনেকটা সময় লাগে ৷ অভিজ্ঞ অ্যানাস্থেটিস্ট ছাড়া কখনওই এইসব অস্ত্রোপচার করা উচিত নয় ৷ তাতে রোগীর জীবনের ঝুঁকি বেড়ে যায় ৷
আরও পড়ুন :