ETV Bharat / health

শরীরে বাসা বেঁধেছে টাইপ 2 ডায়াবেটিস, অ্যালঝেইমারের আশঙ্কা গবেষকদের - Diabetes link with Alzheimer - DIABETES LINK WITH ALZHEIMER

Type 2 Diabetes and Alzheimer's Connection: আপনার কী টাইপ 2 ডায়াবেটিস রয়েছে? তাহলে আপনাকে সাবধান হতে হবে এখন থেকেই ৷ সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, ডায়াবেটিসের কারণে হতে পারে অ্যালঝেইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগ ৷

Etv Bharat
টাইপ 2 ডায়াবেটিস
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 6:30 AM IST

হায়দরাবাদ, 28 মার্চ: ডায়াবেটিস, শরীরে একবার এই রোগ বাসা বাঁধলে তা ক্রমশ শরীরের একাধিক অঙ্গ-প্রতঙ্গকে বিকল করতে শুরু করে ৷ বিশেষ করে এই রোগের ফলে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক ৷ সম্প্রতি এক গবেষণায় ডায়াবেটিস ও ডিমেনশিয়া বা স্মৃতিভংশের যোগসাজৃশ পেয়েছেন গবেষকরা ৷ যা চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কপালে ৷

সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে টাইপ 2 ডায়াবেটিসের সঙ্গে অ্যালঝাইমার রোগের ঝুঁকি থাকছে ৷ যত তাড়াতাড়ি আপনার শরীরে ডায়বেটিস রোগ দানা বাঁধবে ততই আপনার অ্যালঝাইমার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছেন গবেষকরা ৷ বেশ কিছু সমীক্ষা থেকে জানা গিয়েছে, 81 শতাংশ মানুষ অ্যালঝাইমার রোগে আক্রান্ত ৷ আবার তাঁদের টাইপ টু ডায়াবেটিসও রয়েছে ৷

টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি এবং আমেরিকান সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির বার্ষিক সভায় ডায়াবেটিস ও অ্যালঝাইমার রোগের যোগ নিয়ে গবেষণা সামনে আনা হয়েছে ৷ যেখানে দেখানো হয়েছে, অন্ত্রে থাকা প্রোটিনও এই রোগের কারণ হতে পারে ৷ গবেষকরা একটি ইঁদুরের উপরে এই পরীক্ষা চালিয়েছিল ৷ তবে সেই পর্যালোচনা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিদিন ডায়েটে হাই-প্রোটিন থাকলে তা শরীরে থাকা জ্যাক 3( jak3) প্রোটিন নষ্ট করতে শুরু করে ৷ ইঁদুর উপরে পরীক্ষার সময় অতিরিক্ত প্রোটিন ব্যবহার করায় জ্যাক 3 প্রোটিন নষ্ট হতে দেখা যায় ৷ এরপরেই ইঁদুরের শরীরে প্রদাহ বা জ্বালা শুরু হয় ৷ প্রথমে সেই জ্বালা বা প্রদাহ হতে থাকে অন্ত্রে ৷ পরে ধীরে ধীরে তা ছড়িয়ে যায় লিভারে ৷ পরবর্তী সময়ে তার প্রভাব পড়ে মস্তিষ্কেরও উপরেও ৷ সেখান থেকেই অ্যালজাইমারের লক্ষণগুলি দেখা দিতে শুরু করে ৷ বিজ্ঞানীদের মতে, ডায়েটে যদি স্বাস্থ্যকর খাবার রাখা হয় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব ৷ পাশাপাশি পরিবর্তন আনা দরকার লাইফস্টাইলেও ৷

এই বিষয়ে চিকিৎসক কী বলছেন...

বেসরকারি হাসপাতালের বিশিষ্ট ডায়বেটোলজিস্ট তথা চিকিৎসক অনুপ মিশ্রা জানিয়েছেন, রক্তে অতিরিক্ত সুগার থাকা ভীষণ রকম ক্ষতিকর ৷ আসলে শরীরে নানা অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষয় শুরু হওয়া মানে তা ডায়াবেটিসের বড় লক্ষণ ৷ এর পাশাপাশি ডায়াবেটিস মস্তিষ্কের উপরও বড় প্রভাব ফেলে ৷ তিনি বলেন, " ডায়াবেটিসের কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধার সৃষ্টি হয় ৷ এটা দীর্ঘ সময় ধরে হতে থাকলে, তা ব্রেনে ক্ষতিকর প্রভাব ফেলে ৷ সোজা কথায় রক্তে সুগার থাকার কারণে যত তাড়াতাড়ি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হবে তত তাড়াতাড়ি অ্যালঝাইমার বা ডিমেনশিয়াতে রোগী আক্রান্ত হবেন ৷ তাই রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা উচিত ৷ না হলে, স্মৃতিভ্রংশ, মুড সুইং, ওজন বৃদ্ধি ও হরমোন পরিবর্তনের মতো সমস্যা হতে পারে ৷"

ডায়াবেটিস 2 ট্রিটমেন্ট পদ্ধতি...

প্রাথমিকভাবে চিকিৎসকদের মতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করলেই ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া সম্ভব ৷ পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে না পারলে শরীরে অনান্য রোগও দ্রুত বাসা বাঁধবে ৷

ওষুধ ও ইনসুলিন থেরাপি...

  • ডায়েট ও এক্সারসাইজ- ডায়াবেটিস থেকে রক্ষা পেতে দরকার সঠিক ডায়েট ও নিয়মিত শরীর চর্চা
  • মনিটরিং- প্রতিদিন পরীক্ষা করা, রক্তে শর্করার পরিমাণ কীরকম রয়েছে ৷

পাশাপাশি দরকার হেলদি লাইফস্টাই ও চিকিৎসকের সঠিক পরামর্শ মেনে চলা ৷

ডায়াবেটিক ডায়েট কেয়ার...খাদ্যতালিকা কী কী রাখতে পারেন, রইল প্রাথমিক ধারণা ৷

আপেল- আপেলের গ্লাইসেমিক সূচক কম থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ৷ এই ফল ফ্যাট-ফ্রি ৷ তারই রাখুন ডায়েটে ৷

আমন্ড- তালিকায় রাখুন আমন্ড ৷ কারণ এতে থাকা ম্যাগনেসিয়ামের কারণে শরীরকে তার নিজস্ব ইনসুলিন আরও কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে ৷

চিয়া সিডস- ক্যালসিয়াম ও প্রোটিনে ভরপুর চিয়া সিডস ৷ প্রতিদিন ডায়েটে চিয়া সিডস রাখলে তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ৷

হলুদ- অনেকেই জানেন না, হলুদের ব্যবহারে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে ৷

এছাড়াও খাদ্যতালিকায় রাখুন বিনস, ক্যামোমাইল চা, ওটমিল, ব্লু-বেরিজ, ডিম, নারকেল তেল, অলিভ তেল ও সরষের তেল ৷ এছাড়াও খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দেবেন কার্বোহাইড্রেটেড জাতীয় খাবার ৷

আরও পড়ুন

1. খিঁচুনি বা মৃগী আক্রান্তের মুখে চামচ নয়, সচেতনতার পথ দেখালেন বিশিষ্ট নিউরোলজিস্ট

2. কোভিড আক্রান্তদের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি, গুজব না সত্যি ? উত্তর দিলেন চিকিৎসক

3. যদি বন্ধু হও... বয়ঃসন্ধিতে সন্তানের সঙ্গে দূরত্ব নয়, আসুন মনের কাছাকাছি

হায়দরাবাদ, 28 মার্চ: ডায়াবেটিস, শরীরে একবার এই রোগ বাসা বাঁধলে তা ক্রমশ শরীরের একাধিক অঙ্গ-প্রতঙ্গকে বিকল করতে শুরু করে ৷ বিশেষ করে এই রোগের ফলে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক ৷ সম্প্রতি এক গবেষণায় ডায়াবেটিস ও ডিমেনশিয়া বা স্মৃতিভংশের যোগসাজৃশ পেয়েছেন গবেষকরা ৷ যা চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কপালে ৷

সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে টাইপ 2 ডায়াবেটিসের সঙ্গে অ্যালঝাইমার রোগের ঝুঁকি থাকছে ৷ যত তাড়াতাড়ি আপনার শরীরে ডায়বেটিস রোগ দানা বাঁধবে ততই আপনার অ্যালঝাইমার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছেন গবেষকরা ৷ বেশ কিছু সমীক্ষা থেকে জানা গিয়েছে, 81 শতাংশ মানুষ অ্যালঝাইমার রোগে আক্রান্ত ৷ আবার তাঁদের টাইপ টু ডায়াবেটিসও রয়েছে ৷

টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি এবং আমেরিকান সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির বার্ষিক সভায় ডায়াবেটিস ও অ্যালঝাইমার রোগের যোগ নিয়ে গবেষণা সামনে আনা হয়েছে ৷ যেখানে দেখানো হয়েছে, অন্ত্রে থাকা প্রোটিনও এই রোগের কারণ হতে পারে ৷ গবেষকরা একটি ইঁদুরের উপরে এই পরীক্ষা চালিয়েছিল ৷ তবে সেই পর্যালোচনা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিদিন ডায়েটে হাই-প্রোটিন থাকলে তা শরীরে থাকা জ্যাক 3( jak3) প্রোটিন নষ্ট করতে শুরু করে ৷ ইঁদুর উপরে পরীক্ষার সময় অতিরিক্ত প্রোটিন ব্যবহার করায় জ্যাক 3 প্রোটিন নষ্ট হতে দেখা যায় ৷ এরপরেই ইঁদুরের শরীরে প্রদাহ বা জ্বালা শুরু হয় ৷ প্রথমে সেই জ্বালা বা প্রদাহ হতে থাকে অন্ত্রে ৷ পরে ধীরে ধীরে তা ছড়িয়ে যায় লিভারে ৷ পরবর্তী সময়ে তার প্রভাব পড়ে মস্তিষ্কেরও উপরেও ৷ সেখান থেকেই অ্যালজাইমারের লক্ষণগুলি দেখা দিতে শুরু করে ৷ বিজ্ঞানীদের মতে, ডায়েটে যদি স্বাস্থ্যকর খাবার রাখা হয় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব ৷ পাশাপাশি পরিবর্তন আনা দরকার লাইফস্টাইলেও ৷

এই বিষয়ে চিকিৎসক কী বলছেন...

বেসরকারি হাসপাতালের বিশিষ্ট ডায়বেটোলজিস্ট তথা চিকিৎসক অনুপ মিশ্রা জানিয়েছেন, রক্তে অতিরিক্ত সুগার থাকা ভীষণ রকম ক্ষতিকর ৷ আসলে শরীরে নানা অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষয় শুরু হওয়া মানে তা ডায়াবেটিসের বড় লক্ষণ ৷ এর পাশাপাশি ডায়াবেটিস মস্তিষ্কের উপরও বড় প্রভাব ফেলে ৷ তিনি বলেন, " ডায়াবেটিসের কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধার সৃষ্টি হয় ৷ এটা দীর্ঘ সময় ধরে হতে থাকলে, তা ব্রেনে ক্ষতিকর প্রভাব ফেলে ৷ সোজা কথায় রক্তে সুগার থাকার কারণে যত তাড়াতাড়ি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হবে তত তাড়াতাড়ি অ্যালঝাইমার বা ডিমেনশিয়াতে রোগী আক্রান্ত হবেন ৷ তাই রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা উচিত ৷ না হলে, স্মৃতিভ্রংশ, মুড সুইং, ওজন বৃদ্ধি ও হরমোন পরিবর্তনের মতো সমস্যা হতে পারে ৷"

ডায়াবেটিস 2 ট্রিটমেন্ট পদ্ধতি...

প্রাথমিকভাবে চিকিৎসকদের মতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করলেই ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া সম্ভব ৷ পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে না পারলে শরীরে অনান্য রোগও দ্রুত বাসা বাঁধবে ৷

ওষুধ ও ইনসুলিন থেরাপি...

  • ডায়েট ও এক্সারসাইজ- ডায়াবেটিস থেকে রক্ষা পেতে দরকার সঠিক ডায়েট ও নিয়মিত শরীর চর্চা
  • মনিটরিং- প্রতিদিন পরীক্ষা করা, রক্তে শর্করার পরিমাণ কীরকম রয়েছে ৷

পাশাপাশি দরকার হেলদি লাইফস্টাই ও চিকিৎসকের সঠিক পরামর্শ মেনে চলা ৷

ডায়াবেটিক ডায়েট কেয়ার...খাদ্যতালিকা কী কী রাখতে পারেন, রইল প্রাথমিক ধারণা ৷

আপেল- আপেলের গ্লাইসেমিক সূচক কম থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ৷ এই ফল ফ্যাট-ফ্রি ৷ তারই রাখুন ডায়েটে ৷

আমন্ড- তালিকায় রাখুন আমন্ড ৷ কারণ এতে থাকা ম্যাগনেসিয়ামের কারণে শরীরকে তার নিজস্ব ইনসুলিন আরও কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে ৷

চিয়া সিডস- ক্যালসিয়াম ও প্রোটিনে ভরপুর চিয়া সিডস ৷ প্রতিদিন ডায়েটে চিয়া সিডস রাখলে তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ৷

হলুদ- অনেকেই জানেন না, হলুদের ব্যবহারে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে ৷

এছাড়াও খাদ্যতালিকায় রাখুন বিনস, ক্যামোমাইল চা, ওটমিল, ব্লু-বেরিজ, ডিম, নারকেল তেল, অলিভ তেল ও সরষের তেল ৷ এছাড়াও খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দেবেন কার্বোহাইড্রেটেড জাতীয় খাবার ৷

আরও পড়ুন

1. খিঁচুনি বা মৃগী আক্রান্তের মুখে চামচ নয়, সচেতনতার পথ দেখালেন বিশিষ্ট নিউরোলজিস্ট

2. কোভিড আক্রান্তদের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি, গুজব না সত্যি ? উত্তর দিলেন চিকিৎসক

3. যদি বন্ধু হও... বয়ঃসন্ধিতে সন্তানের সঙ্গে দূরত্ব নয়, আসুন মনের কাছাকাছি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.