ETV Bharat / health

রান্নার চপিং বোর্ড থেকে শুরু করে জুতো পরিষ্কার, এক ফোঁটা এই তেলই সারবে কাজ - Coconut Oil for Home Use

Coconut Oil Uses: নারকেল তেল এক উপকারী উপাদান । চুলে লাগানো থেকে রান্না করা পর্যন্ত নানাভাবে ব্যবহার করা হয় এই তেল । তবে শুধুমাত্র এই ত্বক চুল বা স্বাস্থ্যই নয়, ঘরের বিভিন্ন কাজের জন্য়ও উপকারী নারকেল তেল ৷ কীভাবে ব্যবহার করবেন ৷

Coconut Oil Uses News
নারকেল তেলের ব্যবহারিক দিক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Health Team

Published : Aug 24, 2024, 8:01 PM IST

কলকাতা: স্বাস্থ্যকর এবং সুন্দর চুলের জন্য মাথার ত্বকে নারকেল তেল প্রয়োগ করা একটি সাধারণ অভ্যাস । অনেকে ত্বকেও ব্যবহার করে থাকেন ৷ এটি ত্বককে শুষ্কতা থেকে মুক্তি দিতে সাহায্য করবে ৷ তবে শুধুমাত্র ত্বক বা চুলের জন্যই নয় অনেক বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এটি রান্নার ব্যবহারের ক্ষেত্রেও কার্যকরী উপায় ৷

কিন্তু আপনি কি জানেন নারকেল তেল নানাভাবে ব্যবহার করা যায় ৷ জেনে নিন, ঘরের কিছু কাজকে সহজ করতে নারকেল তেল কীভাবে ব্যবহার করবেন ?

বাড়িতে বাচ্চা থাকলে ঘরের চারিদিকে পেনসিল, পেন, কালি দিয়ে এঁকে দেয় ৷ যা ঘরের দেওয়াল থেকে শুরু করে আসবাবপত্র নষ্ট হয়ে যায় ৷ তবে আর চিন্তা নেই ৷ এই দাগ তোলার কার্যকরী উপায় হতে পারে নারকেল তেল ৷ এই দাগ তোলার জন্য নারকেল তেল লাগিয়ে রাখুন ও বেকিং সোডা দিয়ে নরম ব্রাশ দিয়ে ঘষে নিন ৷ এটি করলে এই দাগ নিমেষে উঠে যাবে ৷

আমরা রান্না করার সময় যে চপিং বোর্ড ব্যবহার করি তা পরিষ্কার করতে ভালো কাজ করে নারকেল তেল । যখন সবজি কাটা হয়, চপিং বোর্ডের স্ক্র্যাচ পরে যায় । এই কারণে চপিং বোর্ডে ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণ হতে পারে । তাই সপ্তাহে একদিন চপিং বোর্ড নারকেল তেল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন ৷ এতে পরিষ্কারও হয়ে যাবে ৷

চামড়ার জুতো ও ব্যাগ সুন্দরভাবে পালিশ রাখতে হয় সবসময় ৷ তাই অনেকে বাজার থেকে পণ্য কিনে থাকেন ৷ তবে এরবদলে আপনি নারকেল তেলেই কাজ সারতে পারেন ৷ নরম কাপড় তেলে ডুবিয়ে পালিশ করলে চকচকে দেখাবে ।

অনেক বাড়ির বাচ্চারা দেওয়ালে চুইংগাম লাগিয়ে দেয় ৷ দেওয়াল থেকে উঠতে চায় না ৷ এরউপর কিছুটা নারকেল দিয়ে কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে তুলে ফেলুন এতে চুইংগাম তাড়াতাড়ি উঠে যাবে ৷

কাঁচি, তালা এবং ড্রয়ারের মতো জিনিস বর্ষা ও শীতে মরচে ধরে যায় । এই জিনিসে কিছুটা নারকেল তেল ব্যবহার করলে সমস্যার সমাধান মিলবে ৷

বাড়িতে ব্যবহৃত পর্দা পরিষ্কার করলেও সেগুলি ততক্ষণ সম্পূর্ণ চকচকে দেখায় না যতক্ষণ না পর্দার রড গুলি পরিষ্কার করা হয় ৷ এগুলি পরিষ্কার করতে নারকেল তেল ব্যবহার করুন ৷ নরম কাপড় নারকেল তেলে ডুবিয়ে ভালো করে মুছে নিন ৷ এরপর শুকনো কাপড় দিয়েও মুছে ফেলুন ৷

নারকেল তেলের উপকারিতা (Benefits Of Coconut Oil):

আপনার ত্বকের ধরন অনুযায়ী নারকেল তেল দিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন । কিন্তু তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার বেশি ব্যবহার করার প্রয়োজন নেই । এটি শুষ্ক ত্বকের জন্য ভীষণভাবে উপকারী ৷ ত্বকের পাশাপাশি চুলে নারকেল তেল ব্যবহার করতে পারেন । স্নানের আগে নারকেল তেল হালকা গরম করে চুলের স্ক্যাল্পে লাগিয়ে শ্যম্পু করে ধুয়ে ফেলুন ৷ এতে চুল থাকবে ঘন কালো ৷ হার্ভাড হেলথ পাবলিশিং (Harvard Health Publishing) এর তথ্য অনুযায়ী, নারকেল তেল বহুগুণে উপকারী ৷

https://www.health.harvard.edu/blog/is-there-a-place-for-coconut-oil-in-a-healthy-diet-2019011415764

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

কলকাতা: স্বাস্থ্যকর এবং সুন্দর চুলের জন্য মাথার ত্বকে নারকেল তেল প্রয়োগ করা একটি সাধারণ অভ্যাস । অনেকে ত্বকেও ব্যবহার করে থাকেন ৷ এটি ত্বককে শুষ্কতা থেকে মুক্তি দিতে সাহায্য করবে ৷ তবে শুধুমাত্র ত্বক বা চুলের জন্যই নয় অনেক বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এটি রান্নার ব্যবহারের ক্ষেত্রেও কার্যকরী উপায় ৷

কিন্তু আপনি কি জানেন নারকেল তেল নানাভাবে ব্যবহার করা যায় ৷ জেনে নিন, ঘরের কিছু কাজকে সহজ করতে নারকেল তেল কীভাবে ব্যবহার করবেন ?

বাড়িতে বাচ্চা থাকলে ঘরের চারিদিকে পেনসিল, পেন, কালি দিয়ে এঁকে দেয় ৷ যা ঘরের দেওয়াল থেকে শুরু করে আসবাবপত্র নষ্ট হয়ে যায় ৷ তবে আর চিন্তা নেই ৷ এই দাগ তোলার কার্যকরী উপায় হতে পারে নারকেল তেল ৷ এই দাগ তোলার জন্য নারকেল তেল লাগিয়ে রাখুন ও বেকিং সোডা দিয়ে নরম ব্রাশ দিয়ে ঘষে নিন ৷ এটি করলে এই দাগ নিমেষে উঠে যাবে ৷

আমরা রান্না করার সময় যে চপিং বোর্ড ব্যবহার করি তা পরিষ্কার করতে ভালো কাজ করে নারকেল তেল । যখন সবজি কাটা হয়, চপিং বোর্ডের স্ক্র্যাচ পরে যায় । এই কারণে চপিং বোর্ডে ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণ হতে পারে । তাই সপ্তাহে একদিন চপিং বোর্ড নারকেল তেল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন ৷ এতে পরিষ্কারও হয়ে যাবে ৷

চামড়ার জুতো ও ব্যাগ সুন্দরভাবে পালিশ রাখতে হয় সবসময় ৷ তাই অনেকে বাজার থেকে পণ্য কিনে থাকেন ৷ তবে এরবদলে আপনি নারকেল তেলেই কাজ সারতে পারেন ৷ নরম কাপড় তেলে ডুবিয়ে পালিশ করলে চকচকে দেখাবে ।

অনেক বাড়ির বাচ্চারা দেওয়ালে চুইংগাম লাগিয়ে দেয় ৷ দেওয়াল থেকে উঠতে চায় না ৷ এরউপর কিছুটা নারকেল দিয়ে কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে তুলে ফেলুন এতে চুইংগাম তাড়াতাড়ি উঠে যাবে ৷

কাঁচি, তালা এবং ড্রয়ারের মতো জিনিস বর্ষা ও শীতে মরচে ধরে যায় । এই জিনিসে কিছুটা নারকেল তেল ব্যবহার করলে সমস্যার সমাধান মিলবে ৷

বাড়িতে ব্যবহৃত পর্দা পরিষ্কার করলেও সেগুলি ততক্ষণ সম্পূর্ণ চকচকে দেখায় না যতক্ষণ না পর্দার রড গুলি পরিষ্কার করা হয় ৷ এগুলি পরিষ্কার করতে নারকেল তেল ব্যবহার করুন ৷ নরম কাপড় নারকেল তেলে ডুবিয়ে ভালো করে মুছে নিন ৷ এরপর শুকনো কাপড় দিয়েও মুছে ফেলুন ৷

নারকেল তেলের উপকারিতা (Benefits Of Coconut Oil):

আপনার ত্বকের ধরন অনুযায়ী নারকেল তেল দিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন । কিন্তু তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার বেশি ব্যবহার করার প্রয়োজন নেই । এটি শুষ্ক ত্বকের জন্য ভীষণভাবে উপকারী ৷ ত্বকের পাশাপাশি চুলে নারকেল তেল ব্যবহার করতে পারেন । স্নানের আগে নারকেল তেল হালকা গরম করে চুলের স্ক্যাল্পে লাগিয়ে শ্যম্পু করে ধুয়ে ফেলুন ৷ এতে চুল থাকবে ঘন কালো ৷ হার্ভাড হেলথ পাবলিশিং (Harvard Health Publishing) এর তথ্য অনুযায়ী, নারকেল তেল বহুগুণে উপকারী ৷

https://www.health.harvard.edu/blog/is-there-a-place-for-coconut-oil-in-a-healthy-diet-2019011415764

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.