ETV Bharat / health

ইমারশন হিটারের গরম জলে রোজ স্নান করলে হতে পারে নানা সমস্যা - Immersion heater Disadvantage

Immersion heater for Health: ইমারশন হিটারে জল গরম করেন ? কিন্তু আপনি কি জানেন, এইভাবে জল গরম করে রোজ স্নান করলে নানা শারীরিক সমস্যা হতে পারে ! ইমারশন হিটারের জলে প্রতিনিয়ত স্নান করলে কী ক্ষতি হতে পারে জেনে নিন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 9:49 AM IST

Immersion heater for Health News
ইমারশন হিটারে গরম করা জল (নিজস্ব চিত্র)

কলকাতা: বর্ষা কিংবা শীত, ঠান্ডা আবহাওয়ায় গরম জলে স্নান করলে বেশ আরাম পাওয়া যায় ৷ গ্যাসের খরচ কমানোর জন্য অনেকেই ইমারশন হিটার ব্যবহার করে থাকেন ৷ এটির সহায্যে চটজলদি জলও গরম হয়ে যায় ৷ কিন্তু অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনছেন না তো ? বিশেষজ্ঞরা জানান, প্রতিনিয়ত ইমারশন হিটারের জল ব্যবহার করলে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে ৷

ইমারশন হিটার ব্যবহার করার সময় কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস নির্গত হয় । এর কারণে মাথাব্যথা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট হতে পারে । ইমারশন হিটারের জলে স্নান করলে হার্টের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

2020 সালে 'The Journal of Headache and Pain'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গিয়েছে, যারা হিটারের জলে স্নান করেন তাদের মাথাব্যথা হওয়ার সম্ভাবনা বেশি ছিল। নিউইয়র্ক সিটির এক হাসপাতালের নিউরোলজিস্ট ডাঃ জেন স্মিথ এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, "হিটার দিয়ে জল গরম করার সময় কার্বন মনোক্সাইডের মতো গ্যাস নির্গত হয় যা মাথাব্যথার কারণ হয়ে ওঠে ৷"

ইমারশন হিটার ব্যবহারে শুধু স্বাস্থ্য সমস্যাই নয়, আর্থিক সমস্যাও হয়। ইমারশান হিটার রডের ক্রমাগত ব্যবহারে এর উপর সাদা আবরণ হতে পারে । এরফলে রড দ্রুত গরম হয় না । বিদ্যুৎ খরচও বেড়ে যায় । তাই স্ক্রাবার বা ব্রাশ দিয়ে জং ধরা রডটি পরিষ্কার করতে হয় ৷

জল গরম করার সময়ে লোহার বালতিতে ইমারশান ওয়াটার হিটার রড ব্যবহার করা উচিত নয়। এর জন্য মোটা প্লাস্টিকের বালতি ব্যবহার করা উচিত । এছাড়াও সুইচ অফ অনের ক্ষেত্রেও সর্বদা খেয়াল রাখা প্রয়োজন ৷

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷

কলকাতা: বর্ষা কিংবা শীত, ঠান্ডা আবহাওয়ায় গরম জলে স্নান করলে বেশ আরাম পাওয়া যায় ৷ গ্যাসের খরচ কমানোর জন্য অনেকেই ইমারশন হিটার ব্যবহার করে থাকেন ৷ এটির সহায্যে চটজলদি জলও গরম হয়ে যায় ৷ কিন্তু অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনছেন না তো ? বিশেষজ্ঞরা জানান, প্রতিনিয়ত ইমারশন হিটারের জল ব্যবহার করলে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে ৷

ইমারশন হিটার ব্যবহার করার সময় কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস নির্গত হয় । এর কারণে মাথাব্যথা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট হতে পারে । ইমারশন হিটারের জলে স্নান করলে হার্টের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

2020 সালে 'The Journal of Headache and Pain'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গিয়েছে, যারা হিটারের জলে স্নান করেন তাদের মাথাব্যথা হওয়ার সম্ভাবনা বেশি ছিল। নিউইয়র্ক সিটির এক হাসপাতালের নিউরোলজিস্ট ডাঃ জেন স্মিথ এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, "হিটার দিয়ে জল গরম করার সময় কার্বন মনোক্সাইডের মতো গ্যাস নির্গত হয় যা মাথাব্যথার কারণ হয়ে ওঠে ৷"

ইমারশন হিটার ব্যবহারে শুধু স্বাস্থ্য সমস্যাই নয়, আর্থিক সমস্যাও হয়। ইমারশান হিটার রডের ক্রমাগত ব্যবহারে এর উপর সাদা আবরণ হতে পারে । এরফলে রড দ্রুত গরম হয় না । বিদ্যুৎ খরচও বেড়ে যায় । তাই স্ক্রাবার বা ব্রাশ দিয়ে জং ধরা রডটি পরিষ্কার করতে হয় ৷

জল গরম করার সময়ে লোহার বালতিতে ইমারশান ওয়াটার হিটার রড ব্যবহার করা উচিত নয়। এর জন্য মোটা প্লাস্টিকের বালতি ব্যবহার করা উচিত । এছাড়াও সুইচ অফ অনের ক্ষেত্রেও সর্বদা খেয়াল রাখা প্রয়োজন ৷

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.