ETV Bharat / health

রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে ক্যানসার, দ্রুত শুরু করা যাবে চিকিৎসা - BLOOD TEST FOR CANCER

Blood Test For Cancer: এক রক্ত পরীক্ষা করেই ক্যানসার শনাক্ত ও নির্মূলের উপায় উদ্ভাবন করলেন চিকিৎসা বিজ্ঞানীরা ৷ এবার একবার রক্ত পরীক্ষা করেই তার থেকে নানা ধরনের ক্যানসার শনাক্ত করে দ্রুত চিকিৎসা করা সম্ভব হবে ৷

Blood Test News
রক্ত পরীক্ষায় ধরা পড়বে ক্যানসার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 2:17 PM IST

হায়দরাবাদ: রক্ত পরীক্ষা রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষিত উপায় । বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকরা রক্ত পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন । রক্ত শরীরে অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের বেঁচে থাকায় মূল ভূমিকা নেয় । এটি আমাদের শরীরের প্রতিটি কোষে পুষ্টি সরবরাহের পাশাপাশি বর্জ্য নিষ্কাশনেও সাহায্য করে । কোষ থেকে প্রচুর বায়োকেমিক্যাল যৌগ রক্তে মিশে যায় । তাই এটি রোগ শনাক্ত করার একটি হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় ৷

রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় । রক্তের কিছু পরীক্ষা হৃদরোগের ঝুঁকি শনাক্ত করতে সাহায্য করে ৷ রক্ত পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস, শরীরে ভিটামিনের ঘাটতি বা কোনও রোগের সংক্রমণ নির্ণয় করতেও সাহায্য করে । পক্ষাঘাতের মতো বিপজ্জনক স্নায়োবিক সমস্যার হদিস পেতেও রক্ত পরীক্ষা করা হয় । বর্তমানে গবেষকরা সাধারণ একটি রক্ত ​​​​পরীক্ষার মাধ্যমেই ডিমেনশিয়া এবং ক্যানসারের মতো স্বাস্থ্য সমস্যা শনাক্ত করার দিকে এগিয়েছেন ৷

শরীরের অন্যান্য সুস্থ কোষের মতো, ক্যানসার আক্রান্ত কোষগুলিও ক্রমাগত রক্তের সংস্পর্শে থাকে । এটি এমন রক্ত পরীক্ষার একটি পদ্ধতি নিয়ে গবেষকরা কাজ করছেন, যার সাহায্যে রক্তে থাকা টিউমারের পরিবর্তিত এর ডিএনএ ও প্রোটিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপস্থিতি শনাক্ত করা যায় । এর মধ্যে ক্যানসার কোষও থাকতে পারে । গবেষকরা রক্ত পরীক্ষার সাহায্যে ক্যানসার শনাক্ত করার জন্য পরীক্ষা করে দেখেছেন । এগুলিকে লিকুইড বায়োপসিও বলা হয় । কিছু ক্যানসার চিকিৎসার পরে টিউমারটি ফের দেখা দেবে কি না, তা নির্ধারণ করতে এই পরীক্ষাগুলি করা হচ্ছে ।

এই পদ্ধতিতে ভবিষ্যতে রক্ত ​​পরীক্ষার মাধ্যমে ক্যানসারের প্রাথমিক লক্ষণ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে । এই পরীক্ষা প্রাথমিক অবস্থাতেই ক্যানসার শনাক্ত করে এর চিকিৎসাকে আরও সহজ করে তোলে । ফলে বাঁচানো যায় রোগীর প্রাণ ৷ স্তন ক্যানসারের জন্য ম্যামোগ্রাম এবং কোলন ক্যানসারের জন্য কোলনোস্কোপির মতো প্রাথমিক পরীক্ষাগুলি ইতিমধ্যেই উপলব্ধ । কিন্তু, এগুলি রক্ত ​​পরীক্ষার মতো সহজ নয় । বেশ কয়েকধরনের ক্যানসারের জন্য এখনও কোনও প্রাথমিক পরীক্ষা উপলব্ধ নেই ৷

লিকুইড বায়োপসির ব্যবহার আমাদের দেশে ক্রমশ বাড়ছে । সম্প্রতি হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির (সিসিএমবি) গবেষকরা তিরুঅনন্তপুরমের ক্যানসার কেন্দ্রের সহযোগিতায় একটি রক্ত ​​পরীক্ষা করেছেন যা বিভিন্ন ধরনের স্তন ক্যানসার শনাক্ত করতে পারে । এর জন্য কয়েকশো ক্যানসার আক্রান্তের রক্তের নমুনার মাইক্রো আরএনএ বিশ্লেষণ করা হয়েছিল । এর মধ্যে স্তন ক্যানসারের 439টি মাইক্রো আরএনএ নমুনা পাওয়া গিয়েছে ৷ স্তন ক্যানসারের বায়োমার্কার হিসাবে 107 মাইক্রো আরএনএ পাওয়া গিয়েছে । দেখা গিয়েছে, রক্ত পরীক্ষায় পাওয়া ফলাফলের উপর ভিত্তি করে ক্যানসারের ধরণ, পর্যায় এবং ঝুঁকি শনাক্ত করা সহজ হচ্ছে । এটি সর্বসাধারণের জন্য উপলব্ধ হলে, রক্ত পরীক্ষার মাধ্যমে সহজেই স্তন ক্যানসার শনাক্ত করা যায় ৷

অ্যালঝেইমার্স রোগ বয়স্কদের মধ্যে ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ রূপ । বর্তমানে এর জন্য দায়ী প্রোটিনগুলিকে মস্তিষ্কের স্ক্যান এবং মেরুদণ্ডের পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় । কিন্তু, এই সব পরীক্ষার খরচ অনেকটাই বেশি । তাই কম খরচে রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা অনেক সহজ হয়ে যায় । এছাড়াও, সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, রক্ত ​​পরীক্ষার মাধ্যমে অ্যালঝেইমার্স রোগের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করা যায় ।

হায়দরাবাদ: রক্ত পরীক্ষা রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষিত উপায় । বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকরা রক্ত পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন । রক্ত শরীরে অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের বেঁচে থাকায় মূল ভূমিকা নেয় । এটি আমাদের শরীরের প্রতিটি কোষে পুষ্টি সরবরাহের পাশাপাশি বর্জ্য নিষ্কাশনেও সাহায্য করে । কোষ থেকে প্রচুর বায়োকেমিক্যাল যৌগ রক্তে মিশে যায় । তাই এটি রোগ শনাক্ত করার একটি হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় ৷

রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় । রক্তের কিছু পরীক্ষা হৃদরোগের ঝুঁকি শনাক্ত করতে সাহায্য করে ৷ রক্ত পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস, শরীরে ভিটামিনের ঘাটতি বা কোনও রোগের সংক্রমণ নির্ণয় করতেও সাহায্য করে । পক্ষাঘাতের মতো বিপজ্জনক স্নায়োবিক সমস্যার হদিস পেতেও রক্ত পরীক্ষা করা হয় । বর্তমানে গবেষকরা সাধারণ একটি রক্ত ​​​​পরীক্ষার মাধ্যমেই ডিমেনশিয়া এবং ক্যানসারের মতো স্বাস্থ্য সমস্যা শনাক্ত করার দিকে এগিয়েছেন ৷

শরীরের অন্যান্য সুস্থ কোষের মতো, ক্যানসার আক্রান্ত কোষগুলিও ক্রমাগত রক্তের সংস্পর্শে থাকে । এটি এমন রক্ত পরীক্ষার একটি পদ্ধতি নিয়ে গবেষকরা কাজ করছেন, যার সাহায্যে রক্তে থাকা টিউমারের পরিবর্তিত এর ডিএনএ ও প্রোটিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপস্থিতি শনাক্ত করা যায় । এর মধ্যে ক্যানসার কোষও থাকতে পারে । গবেষকরা রক্ত পরীক্ষার সাহায্যে ক্যানসার শনাক্ত করার জন্য পরীক্ষা করে দেখেছেন । এগুলিকে লিকুইড বায়োপসিও বলা হয় । কিছু ক্যানসার চিকিৎসার পরে টিউমারটি ফের দেখা দেবে কি না, তা নির্ধারণ করতে এই পরীক্ষাগুলি করা হচ্ছে ।

এই পদ্ধতিতে ভবিষ্যতে রক্ত ​​পরীক্ষার মাধ্যমে ক্যানসারের প্রাথমিক লক্ষণ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে । এই পরীক্ষা প্রাথমিক অবস্থাতেই ক্যানসার শনাক্ত করে এর চিকিৎসাকে আরও সহজ করে তোলে । ফলে বাঁচানো যায় রোগীর প্রাণ ৷ স্তন ক্যানসারের জন্য ম্যামোগ্রাম এবং কোলন ক্যানসারের জন্য কোলনোস্কোপির মতো প্রাথমিক পরীক্ষাগুলি ইতিমধ্যেই উপলব্ধ । কিন্তু, এগুলি রক্ত ​​পরীক্ষার মতো সহজ নয় । বেশ কয়েকধরনের ক্যানসারের জন্য এখনও কোনও প্রাথমিক পরীক্ষা উপলব্ধ নেই ৷

লিকুইড বায়োপসির ব্যবহার আমাদের দেশে ক্রমশ বাড়ছে । সম্প্রতি হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির (সিসিএমবি) গবেষকরা তিরুঅনন্তপুরমের ক্যানসার কেন্দ্রের সহযোগিতায় একটি রক্ত ​​পরীক্ষা করেছেন যা বিভিন্ন ধরনের স্তন ক্যানসার শনাক্ত করতে পারে । এর জন্য কয়েকশো ক্যানসার আক্রান্তের রক্তের নমুনার মাইক্রো আরএনএ বিশ্লেষণ করা হয়েছিল । এর মধ্যে স্তন ক্যানসারের 439টি মাইক্রো আরএনএ নমুনা পাওয়া গিয়েছে ৷ স্তন ক্যানসারের বায়োমার্কার হিসাবে 107 মাইক্রো আরএনএ পাওয়া গিয়েছে । দেখা গিয়েছে, রক্ত পরীক্ষায় পাওয়া ফলাফলের উপর ভিত্তি করে ক্যানসারের ধরণ, পর্যায় এবং ঝুঁকি শনাক্ত করা সহজ হচ্ছে । এটি সর্বসাধারণের জন্য উপলব্ধ হলে, রক্ত পরীক্ষার মাধ্যমে সহজেই স্তন ক্যানসার শনাক্ত করা যায় ৷

অ্যালঝেইমার্স রোগ বয়স্কদের মধ্যে ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ রূপ । বর্তমানে এর জন্য দায়ী প্রোটিনগুলিকে মস্তিষ্কের স্ক্যান এবং মেরুদণ্ডের পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় । কিন্তু, এই সব পরীক্ষার খরচ অনেকটাই বেশি । তাই কম খরচে রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা অনেক সহজ হয়ে যায় । এছাড়াও, সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, রক্ত ​​পরীক্ষার মাধ্যমে অ্যালঝেইমার্স রোগের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.