ETV Bharat / entertainment

দুই থেকে তিন হচ্ছেন বরুণ-নাতাশা, অনুরাগীদের খুশির খবর শোনালেন অভিনেতা - Varun Dhawans Wife Pregnant

Varun Dhawans Wife Pregnant: বিয়ের তিন বছর পর সন্তানসুখ পেতে চলেছেন বরুণ-নাতাশা ৷ সোশাল মিডিয়ায় আনন্দের খবর জানাতেই শুভেচ্ছা বন্যা অনুরাগীদের ৷

Etv Bharat
বরুণ-নাতাশার জীবনে আসছে খুদে সদস্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 7:08 PM IST

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: রবিবার খুশির খবর শোনালেন অভিনেতা বরুণ ধাওয়ান ৷ সোশাল মিডিয়ায় জানালেন তাঁর ও নাতাশার জীবনে আসতে চলেছে খুদে সদস্য ৷ স্ত্রী নাতাশা দালালকে নিয়ে মিষ্টি একটি ছবি শেয়ার করেছেন বরুণ ৷ সস্ত্রীক বরুণ জানালেন, প্রথম সন্তানের অপেক্ষায় তাঁরা ৷

ইন্সটাগ্রামে 'ভেড়িয়া' অভিনেতা একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "আমরা প্রেগন্যান্ট ৷ আপনাদের সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই ৷ #আমার পরিবার আমার শক্তি ৷" তিনি যে ছবি শেয়ার করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে ঘরে তোলা ৷ যেখানে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা নাতাশার স্ফীত পেটে আদরের চুম্বন দিচ্ছেন বরুণ ৷ পাশে মিষ্টিভাবে চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছে আদরের পোষ্য জয়ী ৷

বরুণের এই পোস্ট সামনে আসার পরেই তারকা থেকে অনুরাগীরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নেটপাড়ায় ৷ 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে যার হাত ধরে বিটাউনে পা রাখেন বরুণ, সেই করণ জোহর লিখেছেন, " দুজনকেই অনেক ভালোবাসা ৷ তোমাদের জন্য আমি ভীষণ ভীষণ খুশি ৷ বিশ্বের সবচেয়ে সুন্দর অনুভূতিকে স্বাগত ৷" অর্জুন কাপুর লিখেছেন, "ড্যাডি ও মাম্মি নম্বর ওয়ান ৷" প্রসঙ্গত, বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন টাইটেলে 'নম্বর ওয়ান' জুড়েই ৷

2021 সালের 24 জানুয়ারি দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বরুণ ৷ তাঁদের বিয়ে হয়েছে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে ৷ আসলে ক্লাস সিক্স থেকে নাতাশা-বরুণ একে অপরের বন্ধু ৷ জানা যায়, এর আগে চারবার নাতাশাকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন বরুণ ৷ তবে সেই প্রস্তাব প্রত্যাখান করেন নাতাশা ৷ তাও হার মানেননি বরুণ ৷ অবশেষে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷

কাজের কথা বললে 'ভেড়িয়া' পরবর্তী বরুণকে দেখা যায় 'বাওয়াল' ছবিতে ৷ বর্তমানে তাঁর 'বেবি জন' সিনেমা মুক্তির অপেক্ষায় ৷ এছাড়াও রয়েছে 'সিটাডেল'-এর মতো সিরিজ ৷ সুতরাং, বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছেন অভিনেতা ৷ এবার সেই ব্যস্ততা দ্বিগুণ করতে বাড়িতে আসতে চলেছে খুদে সদস্য ৷

আরও পড়ুন:

1. বনবাস কাটিয়ে পরিচালকের আসনে কিরণ রাও, মুক্তির অপেক্ষায় 'লাপাতা লেডিস'

2. বিটাউনে পার 55 বছর, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলিউড শাহেনশার

3. অনেকটাই পিছিয়ে গেল 'দেবারা'র মুক্তি, কবে আসছে জুনিয়র এনটিআরের ফিল্ম ?

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: রবিবার খুশির খবর শোনালেন অভিনেতা বরুণ ধাওয়ান ৷ সোশাল মিডিয়ায় জানালেন তাঁর ও নাতাশার জীবনে আসতে চলেছে খুদে সদস্য ৷ স্ত্রী নাতাশা দালালকে নিয়ে মিষ্টি একটি ছবি শেয়ার করেছেন বরুণ ৷ সস্ত্রীক বরুণ জানালেন, প্রথম সন্তানের অপেক্ষায় তাঁরা ৷

ইন্সটাগ্রামে 'ভেড়িয়া' অভিনেতা একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "আমরা প্রেগন্যান্ট ৷ আপনাদের সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই ৷ #আমার পরিবার আমার শক্তি ৷" তিনি যে ছবি শেয়ার করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে ঘরে তোলা ৷ যেখানে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা নাতাশার স্ফীত পেটে আদরের চুম্বন দিচ্ছেন বরুণ ৷ পাশে মিষ্টিভাবে চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছে আদরের পোষ্য জয়ী ৷

বরুণের এই পোস্ট সামনে আসার পরেই তারকা থেকে অনুরাগীরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নেটপাড়ায় ৷ 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে যার হাত ধরে বিটাউনে পা রাখেন বরুণ, সেই করণ জোহর লিখেছেন, " দুজনকেই অনেক ভালোবাসা ৷ তোমাদের জন্য আমি ভীষণ ভীষণ খুশি ৷ বিশ্বের সবচেয়ে সুন্দর অনুভূতিকে স্বাগত ৷" অর্জুন কাপুর লিখেছেন, "ড্যাডি ও মাম্মি নম্বর ওয়ান ৷" প্রসঙ্গত, বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন টাইটেলে 'নম্বর ওয়ান' জুড়েই ৷

2021 সালের 24 জানুয়ারি দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বরুণ ৷ তাঁদের বিয়ে হয়েছে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে ৷ আসলে ক্লাস সিক্স থেকে নাতাশা-বরুণ একে অপরের বন্ধু ৷ জানা যায়, এর আগে চারবার নাতাশাকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন বরুণ ৷ তবে সেই প্রস্তাব প্রত্যাখান করেন নাতাশা ৷ তাও হার মানেননি বরুণ ৷ অবশেষে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷

কাজের কথা বললে 'ভেড়িয়া' পরবর্তী বরুণকে দেখা যায় 'বাওয়াল' ছবিতে ৷ বর্তমানে তাঁর 'বেবি জন' সিনেমা মুক্তির অপেক্ষায় ৷ এছাড়াও রয়েছে 'সিটাডেল'-এর মতো সিরিজ ৷ সুতরাং, বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছেন অভিনেতা ৷ এবার সেই ব্যস্ততা দ্বিগুণ করতে বাড়িতে আসতে চলেছে খুদে সদস্য ৷

আরও পড়ুন:

1. বনবাস কাটিয়ে পরিচালকের আসনে কিরণ রাও, মুক্তির অপেক্ষায় 'লাপাতা লেডিস'

2. বিটাউনে পার 55 বছর, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলিউড শাহেনশার

3. অনেকটাই পিছিয়ে গেল 'দেবারা'র মুক্তি, কবে আসছে জুনিয়র এনটিআরের ফিল্ম ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.