ETV Bharat / entertainment

জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহবাসরে হাজির অমিতাভ-রজনীকান্ত - অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট

Anant-Radhika's Pre-Wedding Festivities: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের তিনদিনের উদযাপনে রবিবার সেখানে হাজির হলেন অমিতাভ বচ্চন ও রজনীকান্ত ৷ দুই মেগাস্টারকেই এ দিন সেখানে সপরিবার দেখা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 4:56 PM IST

হায়দরাবাদ, 3 মার্চ: মুকেশ আম্বানির পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠান ঘিরে তারকার হাট আগেই বসেছে ৷ সেই ছবি ও ভিডিয়ো ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ এ বার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের এই বিশেষ উৎসবে যোগ দিতে হাজির হলেন গ্ল্যামার জগতের দুই সবচেয়ে বড় মেগাস্টার - অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত ৷ রবিবার তাঁরা পৌঁছেছেন গুজরাতের জামনগরে ।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট আগামী জুলাই মাসে বিয়ে করতে চলেছেন ৷ তবে তার আগেই এই দম্পতির প্রাক-বিবাহের উৎসব ঘিরে ইতিমধ্যে জমজমাট জামনগর ৷ ফিল্ম ইন্ডাস্ট্রি, রাজনীতি এবং খেলাধুলার সবচেয়ে বড় তারকারা যোগ দিয়েছেন সেই অনুষ্ঠানে । উৎসবের তৃতীয় দিনে বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে যেতে দেখা গেল বিগ বি এবং থালাইভাকে ।

তিন দিনের এই সেলিব্রেশন পর্বে অতিথিদের তালিকায় রয়েছেন এক সে বড়কর এক তারকা ৷ শাহরুখ খান, সলমান খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং আলিয়া ভাট, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্র্যাভো, ট্রেন্ট বোল্ট - কে নেই সেখানে ৷ তবে বচ্চনদের মিস করছিল অনেকেই !

আম্বানির ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু বচ্চনরা কেন সেই অনুষ্ঠানে অনুপস্থিত এই নিয়ে যখন চর্চা চলছে, তখনই রবিবার জামগনরে দেখা গেল বচ্চন পরিবারকে ৷ অমিতাভ, শ্বেতা নন্দা এবং তাঁর নাতি অগস্ত্য নন্দাকে আজ বিমানবন্দরে দেখা গিয়েছে ৷ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যকেও কালিনার ব্যক্তিগত বিমানবন্দর থেকে একই জেটে উঠতে দেখা গিয়েছে ।

পাপারাৎজিদের আরেকটি ভিডিয়োতে, রজনীকান্তকে একটি গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থলের দিকে যেতে দেখা যায় । দক্ষিণী সুপারস্টারের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লতা এবং মেয়ে ঐশ্বর্য । শুক্রবার রাতে বলিউডের খানরা ডান্স ফ্লোর মাতিয়ে দিয়েছেন ৷ শাহরুখ খান, সলমান, এবং আমির অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রাম চরণ এবং এনটিআর জুনিয়রের আরআরআর খ্যাত গান নাটু নাটুর হুক স্টেপ করেন । এসআরকে, সলমান, এবং আমির বহু বছর পর আবার একত্রিত হলেন ৷

শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিবাহের উৎসবে তিন খান ছাড়াও ছিলেন আরও বেশ কয়েকজন বলিউড তারকা । তাঁদের মধ্যে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, সইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পাণ্ডে এবং আদিত্য রয় কাপুর ।

আরও পড়ুন:

  1. উদ্ধার ত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া সিনেমা, দেখানো হবে এসআরএফটিআই-তে
  2. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো
  3. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির

হায়দরাবাদ, 3 মার্চ: মুকেশ আম্বানির পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠান ঘিরে তারকার হাট আগেই বসেছে ৷ সেই ছবি ও ভিডিয়ো ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ এ বার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের এই বিশেষ উৎসবে যোগ দিতে হাজির হলেন গ্ল্যামার জগতের দুই সবচেয়ে বড় মেগাস্টার - অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত ৷ রবিবার তাঁরা পৌঁছেছেন গুজরাতের জামনগরে ।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট আগামী জুলাই মাসে বিয়ে করতে চলেছেন ৷ তবে তার আগেই এই দম্পতির প্রাক-বিবাহের উৎসব ঘিরে ইতিমধ্যে জমজমাট জামনগর ৷ ফিল্ম ইন্ডাস্ট্রি, রাজনীতি এবং খেলাধুলার সবচেয়ে বড় তারকারা যোগ দিয়েছেন সেই অনুষ্ঠানে । উৎসবের তৃতীয় দিনে বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে যেতে দেখা গেল বিগ বি এবং থালাইভাকে ।

তিন দিনের এই সেলিব্রেশন পর্বে অতিথিদের তালিকায় রয়েছেন এক সে বড়কর এক তারকা ৷ শাহরুখ খান, সলমান খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং আলিয়া ভাট, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্র্যাভো, ট্রেন্ট বোল্ট - কে নেই সেখানে ৷ তবে বচ্চনদের মিস করছিল অনেকেই !

আম্বানির ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু বচ্চনরা কেন সেই অনুষ্ঠানে অনুপস্থিত এই নিয়ে যখন চর্চা চলছে, তখনই রবিবার জামগনরে দেখা গেল বচ্চন পরিবারকে ৷ অমিতাভ, শ্বেতা নন্দা এবং তাঁর নাতি অগস্ত্য নন্দাকে আজ বিমানবন্দরে দেখা গিয়েছে ৷ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যকেও কালিনার ব্যক্তিগত বিমানবন্দর থেকে একই জেটে উঠতে দেখা গিয়েছে ।

পাপারাৎজিদের আরেকটি ভিডিয়োতে, রজনীকান্তকে একটি গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থলের দিকে যেতে দেখা যায় । দক্ষিণী সুপারস্টারের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লতা এবং মেয়ে ঐশ্বর্য । শুক্রবার রাতে বলিউডের খানরা ডান্স ফ্লোর মাতিয়ে দিয়েছেন ৷ শাহরুখ খান, সলমান, এবং আমির অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রাম চরণ এবং এনটিআর জুনিয়রের আরআরআর খ্যাত গান নাটু নাটুর হুক স্টেপ করেন । এসআরকে, সলমান, এবং আমির বহু বছর পর আবার একত্রিত হলেন ৷

শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিবাহের উৎসবে তিন খান ছাড়াও ছিলেন আরও বেশ কয়েকজন বলিউড তারকা । তাঁদের মধ্যে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, সইফ আলি খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পাণ্ডে এবং আদিত্য রয় কাপুর ।

আরও পড়ুন:

  1. উদ্ধার ত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া সিনেমা, দেখানো হবে এসআরএফটিআই-তে
  2. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো
  3. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.