ETV Bharat / entertainment

পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি - Chiranjeevi

Padma Awards: 2024 সালের পদ্ম সম্মানে সম্মানিত কাদের করা হচ্ছে বৃহস্পতিবার তার তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ ৷ পদ্মবিভূষণ সম্মানের তালিকায় রয়েছেন অভিনেত্রী বৈজন্তীমালা, অভিনেতা চিরঞ্জীবী ৷

Etv Bharat
পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 10:57 AM IST

Updated : Jan 27, 2024, 10:43 AM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে 2024 সালে পদ্ম সম্মানে সম্মানিত কাদের করা হচ্ছে বৃহস্পতিবার তার তালিকা প্রকাশ করলে কেন্দ্রীয় সরকার ৷ পদ্মভূষণ সম্মানে সম্মানিত বাংলার মিঠুন চক্রবর্তী, পপ সম্রাজ্ঞী ঊষা উত্থুপ ৷ পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত প্রবাদপ্রতীম অভিনেত্রী বৈজন্তীমালা, দক্ষিণের তারকা চিরঞ্জীবী ৷ মরণোত্তর পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায় ৷

পদ্মভূষণ সম্মানে সম্মানিতদের তালিকায় রয়েছেন কেরলের এম ফতিমা বিভী (মরণোত্তর), মহারাষ্ট্রের সাহিত্য সাংবাদিক হরমুসজি এন কামা, কর্নাটকের শিল্পপতি সীতারাম জিন্দল, মহারাষ্ট্রের চিকিৎসক অশ্বিনী বালচাঁদ মেহতা, মহারাষ্ট্রের রাম নায়েক, গুজরাতের চিকিৎসক তেজস মধুসূদন পটেল, কেরলের ওলানচেরি রাজাগোপাল, মহারাষ্ট্রের দত্তত্রয় অম্বদাস মায়ালু ওরফে রাজদূত, লাদাখের তোগদান রিনপোচে (মরণোত্তর), মহারাষ্ট্রের পেয়ারেলাল শর্মা, বিহারের চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, তামিলনাড়ুর বিজয়কান্ত (মরণোত্তর) এবং মহারাষ্ট্রের কুন্দন ব্যাস। এ বছর এক বিদেশিকেও পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে ফক্সকনের সিইও তাইওয়ানের বাসিন্দা ইয়ুং লিউ এই সম্মানে সম্মানিত হয়েছেন ৷ 'পদ্মবিভূষণ' পেয়েছেন বেঙ্কাইয়া নাইডু, দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী এবং অন্যান্য ব্যক্তিত্বরা।

110 জনকে 'পদ্মশ্রী' সম্মানে সম্মানিত করা হয়েছে এই বছর ৷ এঁদের মধ্যে রয়েছেন বাংলার আট জন গুণী ব্যক্তিত্ব। তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী প্রয়াত নেপালচন্দ্র সূত্রধর। তিনি পাবেন মরণোত্তর সম্মান। এ ছাড়াও বাংলার পদ্মশ্রীদের তালিকায় রয়েছেন কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার। বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পদ্মশ্রী পেয়েছেন একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী। শিল্পে পদ্মশ্রী পেলেন তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মণ।

এ বছর মোট পাঁচ জনকে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে। চিরঞ্জীবী, বেঙ্কাইয়া নাইডু ছাড়াও এই সম্মান পেয়েছেন অভিনেত্রী বৈজন্তীমালা, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর), তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম। উল্লেখ্য, পাঁচ ও ছয়ের দশকে ভারতীয় সিনেমায় অভিনেত্রী বৈজন্তীমালার অবদান অনস্বীকার্য ৷ 'দেবদাস', 'নয়া দৌড়', 'আশা', 'সাধনা', 'গঙ্গা যমুনা', 'সঙ্গম', 'জুয়েল থিফ'-এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি ৷ 1968 সালে বৈজন্তীমালা সম্মানিত হন পদ্মশ্রী সম্মানে ৷

অন্যদিকে, দক্ষিণী তারকা চিরঞ্জীবী তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল ও কন্নড় ভাষা মিলিয়ে 150টির বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ তার মধ্যে উল্লেখ্যযোগ্য ছবিগুলি হল 'রুদ্র বীণা', 'ইন্দ্র', 'ট্যাগোর', 'স্ট্যালিন', 'গ্যাং লিডার' ৷ এর আগে 2006 সালে অভিনেতা সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷

আরও পড়ুন:

1. ওটিটিতে রণবীরের 'অ্যানিম্যাল', বাড়ি বসেই দেখুন বছরের অন্যতম সেরা ছবি

2. কালো জাদু থেকে সাবধান থাকার বার্তা অজয়ের, এসে গিয়েছে 'শয়তান'

3. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'

নয়াদিল্লি, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে 2024 সালে পদ্ম সম্মানে সম্মানিত কাদের করা হচ্ছে বৃহস্পতিবার তার তালিকা প্রকাশ করলে কেন্দ্রীয় সরকার ৷ পদ্মভূষণ সম্মানে সম্মানিত বাংলার মিঠুন চক্রবর্তী, পপ সম্রাজ্ঞী ঊষা উত্থুপ ৷ পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত প্রবাদপ্রতীম অভিনেত্রী বৈজন্তীমালা, দক্ষিণের তারকা চিরঞ্জীবী ৷ মরণোত্তর পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায় ৷

পদ্মভূষণ সম্মানে সম্মানিতদের তালিকায় রয়েছেন কেরলের এম ফতিমা বিভী (মরণোত্তর), মহারাষ্ট্রের সাহিত্য সাংবাদিক হরমুসজি এন কামা, কর্নাটকের শিল্পপতি সীতারাম জিন্দল, মহারাষ্ট্রের চিকিৎসক অশ্বিনী বালচাঁদ মেহতা, মহারাষ্ট্রের রাম নায়েক, গুজরাতের চিকিৎসক তেজস মধুসূদন পটেল, কেরলের ওলানচেরি রাজাগোপাল, মহারাষ্ট্রের দত্তত্রয় অম্বদাস মায়ালু ওরফে রাজদূত, লাদাখের তোগদান রিনপোচে (মরণোত্তর), মহারাষ্ট্রের পেয়ারেলাল শর্মা, বিহারের চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, তামিলনাড়ুর বিজয়কান্ত (মরণোত্তর) এবং মহারাষ্ট্রের কুন্দন ব্যাস। এ বছর এক বিদেশিকেও পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে ফক্সকনের সিইও তাইওয়ানের বাসিন্দা ইয়ুং লিউ এই সম্মানে সম্মানিত হয়েছেন ৷ 'পদ্মবিভূষণ' পেয়েছেন বেঙ্কাইয়া নাইডু, দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী এবং অন্যান্য ব্যক্তিত্বরা।

110 জনকে 'পদ্মশ্রী' সম্মানে সম্মানিত করা হয়েছে এই বছর ৷ এঁদের মধ্যে রয়েছেন বাংলার আট জন গুণী ব্যক্তিত্ব। তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী প্রয়াত নেপালচন্দ্র সূত্রধর। তিনি পাবেন মরণোত্তর সম্মান। এ ছাড়াও বাংলার পদ্মশ্রীদের তালিকায় রয়েছেন কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার। বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পদ্মশ্রী পেয়েছেন একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী। শিল্পে পদ্মশ্রী পেলেন তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মণ।

এ বছর মোট পাঁচ জনকে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে। চিরঞ্জীবী, বেঙ্কাইয়া নাইডু ছাড়াও এই সম্মান পেয়েছেন অভিনেত্রী বৈজন্তীমালা, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর), তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম। উল্লেখ্য, পাঁচ ও ছয়ের দশকে ভারতীয় সিনেমায় অভিনেত্রী বৈজন্তীমালার অবদান অনস্বীকার্য ৷ 'দেবদাস', 'নয়া দৌড়', 'আশা', 'সাধনা', 'গঙ্গা যমুনা', 'সঙ্গম', 'জুয়েল থিফ'-এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি ৷ 1968 সালে বৈজন্তীমালা সম্মানিত হন পদ্মশ্রী সম্মানে ৷

অন্যদিকে, দক্ষিণী তারকা চিরঞ্জীবী তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল ও কন্নড় ভাষা মিলিয়ে 150টির বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ তার মধ্যে উল্লেখ্যযোগ্য ছবিগুলি হল 'রুদ্র বীণা', 'ইন্দ্র', 'ট্যাগোর', 'স্ট্যালিন', 'গ্যাং লিডার' ৷ এর আগে 2006 সালে অভিনেতা সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷

আরও পড়ুন:

1. ওটিটিতে রণবীরের 'অ্যানিম্যাল', বাড়ি বসেই দেখুন বছরের অন্যতম সেরা ছবি

2. কালো জাদু থেকে সাবধান থাকার বার্তা অজয়ের, এসে গিয়েছে 'শয়তান'

3. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'

Last Updated : Jan 27, 2024, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.