ETV Bharat / entertainment

'বাংলায় নিরাপত্তাহীনতায় ভুগি, যে কেউ রাস্তায় পাথর ছুঁড়ে মারতেই পারে...' বিস্ফোরক পরিচালক বিবেক অগ্নিহোত্রী - Vivek Ranjan Agnihotri

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 22, 2024, 7:03 PM IST

Vivek Ranjan Agnihotri on Bengal Situation: বাংলার অশান্ত পরিবেশ এবার ছবির পর্দায় তুলে ধরতে প্রস্তুত বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ এই বাংলাতে নিজেকে সুরক্ষিত বলে মনে করেন না পরিচালক ৷

Vivek Ranjan Agnihotri
পরিচালক বিবেক অগ্নিহোত্রী (সোশাল মিডিয়া)

কলকাতা, 22 অগস্ট: আরজি কর ঘটনার প্রতিবাদে কলকাতায় হাজির বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বুধবার শহরের রাস্তায় হাঁটেন তিনি ৷ নতুন ছবি 'দ্য দিল্লি ফাইলস'-এর শুটিং শুরু করে দিয়েছেন পরিচালক ৷ যার প্রেক্ষাপট বাংলার রাজনীতি, স্বাধীনতা, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার ৷ এই প্রসঙ্গে ইটিভি ভারতকে পরিচালক জানিয়েছেন, বাংলার যা পরিস্থিতি সেখানে তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন ৷

বিস্ফোরক পরিচালক বিবেক অগ্নিহোত্রী (ইটিভি ভারত)

তিনি বলেন, "এখানে সব কিছুর সঙ্গে রাজনীতি জুড়ে দেওয়া হয় ৷ আমি এখানে একজন পরিচালক হিসাবে শুটিং করতে আসব এরপর তার সঙ্গে রাজনীতি জুড়ে দেওয়া হবে ৷ আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার ছবি দেখাতে এসেছিলাম ৷ সেখানে আমার উপর আক্রমণ হয়েছে ৷ আর সেই আক্রমণ কারা করেছিলেন সকলেই জানেন ৷ এই ঘটনায় কোনও পুলিশ বা নেতা-মন্ত্রীরা অ্যাকশন নেননি ৷ তাই বাংলায় আমি নিরাপদ অনুভব করি না ৷"

এরপর ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "10-12 বছর আগে আমি ঘোষণা করেছিলাম, এমন তিনটি ছবি বানাব যা ভারতের গণতন্ত্রের তিনটে অধিকারের উপর ৷ রাইট টু ট্রুথ, রাইট টু জাস্টিস অ্যান্ড রাইট টু লাইফ-এই তিনটে বিষয় ছাড়া গণতন্ত্রের কোনও মানে থাকে না ৷ তাই প্রথমটা 'দ্য তাসখন্দ ফাইলস' যা ছিল সত্যের উপর ৷ দ্বিতীয়টি রাইট টু জাস্টিসের উপরে বানিয়েছিলাম 'দ্য কাশ্মীর ফাইলস' আর তৃতীয়টি আসবে 'দ্য দিল্লি ফাইলস'।

তিনি আরও বলেন, "স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে বাংলার অবদান অনস্বীকার্য ৷ স্বাধীনতার আগে রাইট টু লাইফ অর্থাৎ বেঁচে থাকার অধিকার ছিল না ৷ তাহলে কি স্বাধীনতার পর বেঁচে থাকার অধিকার রয়েছে? এই প্রশ্নই পরবর্তী ছবিতে তুলে ধরা হবে ৷ চিত্রনাট্য তৈরি হয়েছে বাংলার প্রেক্ষাপটে ৷" যদিও ছবিটিকে 'দ্য বেঙ্গল ফাইলস' বলতে চাইছেন না পরিচালক। তাঁর কথায়, "এখানকার মুখ্যমন্ত্রী তাহলে আমাকে আর ঢুকতে দেবেন না এখানে ।"

পাশাপাশি এদিনের আলোচনায় উঠে আসে নোয়াখালি প্রসঙ্গ ৷ হিন্দুদের খুন, মহিলাদের ধর্ষণ, জমি দুর্নীতি ইত্যাদি সমস্যার কথা যা বাংলায় চলে আসছে দীর্ঘদিন ধরে ৷ পরিচালকের মতে, এখানে এক গম্ভীর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেই সব কিছু তুলে ধরা হয়েছে দ্য দিল্লি ফাইলস ছবিতে যা মুক্তি পাবে আগামী বছর ৷

কলকাতা, 22 অগস্ট: আরজি কর ঘটনার প্রতিবাদে কলকাতায় হাজির বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বুধবার শহরের রাস্তায় হাঁটেন তিনি ৷ নতুন ছবি 'দ্য দিল্লি ফাইলস'-এর শুটিং শুরু করে দিয়েছেন পরিচালক ৷ যার প্রেক্ষাপট বাংলার রাজনীতি, স্বাধীনতা, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার ৷ এই প্রসঙ্গে ইটিভি ভারতকে পরিচালক জানিয়েছেন, বাংলার যা পরিস্থিতি সেখানে তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন ৷

বিস্ফোরক পরিচালক বিবেক অগ্নিহোত্রী (ইটিভি ভারত)

তিনি বলেন, "এখানে সব কিছুর সঙ্গে রাজনীতি জুড়ে দেওয়া হয় ৷ আমি এখানে একজন পরিচালক হিসাবে শুটিং করতে আসব এরপর তার সঙ্গে রাজনীতি জুড়ে দেওয়া হবে ৷ আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার ছবি দেখাতে এসেছিলাম ৷ সেখানে আমার উপর আক্রমণ হয়েছে ৷ আর সেই আক্রমণ কারা করেছিলেন সকলেই জানেন ৷ এই ঘটনায় কোনও পুলিশ বা নেতা-মন্ত্রীরা অ্যাকশন নেননি ৷ তাই বাংলায় আমি নিরাপদ অনুভব করি না ৷"

এরপর ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "10-12 বছর আগে আমি ঘোষণা করেছিলাম, এমন তিনটি ছবি বানাব যা ভারতের গণতন্ত্রের তিনটে অধিকারের উপর ৷ রাইট টু ট্রুথ, রাইট টু জাস্টিস অ্যান্ড রাইট টু লাইফ-এই তিনটে বিষয় ছাড়া গণতন্ত্রের কোনও মানে থাকে না ৷ তাই প্রথমটা 'দ্য তাসখন্দ ফাইলস' যা ছিল সত্যের উপর ৷ দ্বিতীয়টি রাইট টু জাস্টিসের উপরে বানিয়েছিলাম 'দ্য কাশ্মীর ফাইলস' আর তৃতীয়টি আসবে 'দ্য দিল্লি ফাইলস'।

তিনি আরও বলেন, "স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে বাংলার অবদান অনস্বীকার্য ৷ স্বাধীনতার আগে রাইট টু লাইফ অর্থাৎ বেঁচে থাকার অধিকার ছিল না ৷ তাহলে কি স্বাধীনতার পর বেঁচে থাকার অধিকার রয়েছে? এই প্রশ্নই পরবর্তী ছবিতে তুলে ধরা হবে ৷ চিত্রনাট্য তৈরি হয়েছে বাংলার প্রেক্ষাপটে ৷" যদিও ছবিটিকে 'দ্য বেঙ্গল ফাইলস' বলতে চাইছেন না পরিচালক। তাঁর কথায়, "এখানকার মুখ্যমন্ত্রী তাহলে আমাকে আর ঢুকতে দেবেন না এখানে ।"

পাশাপাশি এদিনের আলোচনায় উঠে আসে নোয়াখালি প্রসঙ্গ ৷ হিন্দুদের খুন, মহিলাদের ধর্ষণ, জমি দুর্নীতি ইত্যাদি সমস্যার কথা যা বাংলায় চলে আসছে দীর্ঘদিন ধরে ৷ পরিচালকের মতে, এখানে এক গম্ভীর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সেই সব কিছু তুলে ধরা হয়েছে দ্য দিল্লি ফাইলস ছবিতে যা মুক্তি পাবে আগামী বছর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.