ETV Bharat / entertainment

'আরজি করের কাণ্ডে মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছে পুলিশ রাস্তায় নেমে চোরের বিরুদ্ধে প্রতিবাদ করছে!'- বিবেক অগ্নিহোত্রী - Vivek Agnihotri on RG kar - VIVEK AGNIHOTRI ON RG KAR

Vivek Agnihotri on RG Kar Doctor Murder Case: বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ বাংলার বুকে আরজি করের মতো ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখে হতাশ তিনি ৷

Vivek Agnihotri on Doctor Murder Case
বিবেক অগ্নিহোত্রী (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 23, 2024, 12:19 PM IST

কলকাতা, 23 অগস্ট: আরজি কর ঘটনায় তিলোত্তমার বিচার চেয়ে উত্তাল দেশ ৷ 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীও সেই প্রতিবাদে সামিল ৷ তিনি কলকাতায় এসে প্রতিবাদ মিছিলে পা মেলান ৷ পাশাপাশি, যে বাংলায় নারী শক্তির নানা উত্থান হয়েছে সেখানে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বলিউড পরিচালক ৷

মুখ্যমন্ত্রী মমতাকে তোপ পরিচালক বিবেকের (ইটিভি ভারত)

বৃহস্পতিবার পরিচালক একটি সাংবাদিক সম্মেলনে আরজি কর ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, "সতীদাহ প্রথা যেখানে উচ্ছেদ হয়, যেখানে মা কালীকে শক্তির রূপ হিসেবে ধরা হয়, এই সেই জায়গা যেখানে নারী স্বাধীনতার কথা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ সেথা শির'- সেখানে এরকম ঘটনা ঘটে কীভাবে? যে মাটিতে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ ছিলেন সেখানে এরকম ঘটনা ঘটে কীভাবে?"

তিনি আরও বলেন, "আরজি করের অধ্যক্ষকে যখন অপসারিত করানো হল চুপ ছিলাম ৷ মেয়েটির বাবা মাকে বলা হল এটা আত্মহত্যা, তখনও চুপ ছিলাম ৷ অনেক দেরিতে এফআইআর করা হল, তখনও চুপ ছিলাম ৷ কিন্তু যখন দেখলাম মুখ্যমন্ত্রী নিজেই নিজের বিরোধিতা করতে পথে নেমে পড়েছেন তখনমনে হল আর আশা নেই। আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছে পুলিশ রাস্তায় নেমে চোরের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।"

বাংলাপ্রেমী বিবেক অগ্নিহোত্রী আরও বলেন, "বাংলা বাঁচানোর সময় এসে গিয়েছে। অবিলম্বে বাংলার পলিটিক্যাল সিস্টেম বদলানো উচিত।" পাশাপাশি এদিন বিবেক অগ্নিহোত্রী জানান, তাঁর পরবর্তী ছবি দ্য দিল্লি ফাইলস বাংলার নানা ঘটনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ৷ ছবিটি মুক্তি পাবে আগামী বছর ৷ ছবির নাম বাংলা ফাইলস হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে বাংলায় ঢুকতে দেবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন বলিউড পরিচালক ৷

কলকাতা, 23 অগস্ট: আরজি কর ঘটনায় তিলোত্তমার বিচার চেয়ে উত্তাল দেশ ৷ 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীও সেই প্রতিবাদে সামিল ৷ তিনি কলকাতায় এসে প্রতিবাদ মিছিলে পা মেলান ৷ পাশাপাশি, যে বাংলায় নারী শক্তির নানা উত্থান হয়েছে সেখানে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বলিউড পরিচালক ৷

মুখ্যমন্ত্রী মমতাকে তোপ পরিচালক বিবেকের (ইটিভি ভারত)

বৃহস্পতিবার পরিচালক একটি সাংবাদিক সম্মেলনে আরজি কর ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, "সতীদাহ প্রথা যেখানে উচ্ছেদ হয়, যেখানে মা কালীকে শক্তির রূপ হিসেবে ধরা হয়, এই সেই জায়গা যেখানে নারী স্বাধীনতার কথা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ সেথা শির'- সেখানে এরকম ঘটনা ঘটে কীভাবে? যে মাটিতে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ ছিলেন সেখানে এরকম ঘটনা ঘটে কীভাবে?"

তিনি আরও বলেন, "আরজি করের অধ্যক্ষকে যখন অপসারিত করানো হল চুপ ছিলাম ৷ মেয়েটির বাবা মাকে বলা হল এটা আত্মহত্যা, তখনও চুপ ছিলাম ৷ অনেক দেরিতে এফআইআর করা হল, তখনও চুপ ছিলাম ৷ কিন্তু যখন দেখলাম মুখ্যমন্ত্রী নিজেই নিজের বিরোধিতা করতে পথে নেমে পড়েছেন তখনমনে হল আর আশা নেই। আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছে পুলিশ রাস্তায় নেমে চোরের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।"

বাংলাপ্রেমী বিবেক অগ্নিহোত্রী আরও বলেন, "বাংলা বাঁচানোর সময় এসে গিয়েছে। অবিলম্বে বাংলার পলিটিক্যাল সিস্টেম বদলানো উচিত।" পাশাপাশি এদিন বিবেক অগ্নিহোত্রী জানান, তাঁর পরবর্তী ছবি দ্য দিল্লি ফাইলস বাংলার নানা ঘটনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ৷ ছবিটি মুক্তি পাবে আগামী বছর ৷ ছবির নাম বাংলা ফাইলস হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে বাংলায় ঢুকতে দেবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন বলিউড পরিচালক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.