ETV Bharat / entertainment

শাহিদের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার তৃপ্তির, নেপথ্যে বিশাল ভরদ্বাজ - Shahid Kapoor With Triptii Dimri - SHAHID KAPOOR WITH TRIPTII DIMRI

Vishal Bhardwaj teams up with Shahid and Triptii: সাত বছর পর পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ শুরু করছেন অভিনেতা শাহিদ কাপুর ৷ প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্রান্ডসন এন্টারটেইনমেন্ট-এর তরফে প্রকাশ্যে আনা হয়েছে শাহিদের বিপরীতে লিড অভিনেত্রীর নামও ৷

Vishal Bhardwaj teams up with Shahid and Triptii
শাহিদের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার তৃপ্তির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 13, 2024, 3:37 PM IST

মুম্বই, 13 সেপ্টেম্বর: দীর্ঘ সময় পর ফের বিশাল ভরদ্বাজের ছবিতে নাম লিখিয়েছেন শাহিদ কাপুর ৷ শুক্রবার নাদিয়াদওয়ালা গ্রান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে নতুন প্রোজেক্টের ৷ বিশাল ভরদ্বাজের পরিচালনায় শাহিদের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে ৷ ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি ৷ তবে ছবির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ পর্দায় শাহিদের সঙ্গে তৃপ্তির জুটির কথা ঘোষণা হতেই উৎসাহী অনুরাগীরা ৷

ইন্সটাগ্রামে এদিন একটি কোলাজ ছবি শেয়ার করা হয় প্রযোজনা সংস্থার তরফে ৷ ক্যাপশনে লেখা হয়, "ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত যে জিনিয়াস পরিচালক তথা বন্ধু বিশাল ভরদ্বাজের সঙ্গে নতুন কাজ শুরু হচ্ছে ৷ এই পরিবারে একদিকে থাকছেন শাহিদ কাপুর ৷ অন্যদিকে পরিবারে স্বাগত জানাই তৃপ্তি দিমরিকে ৷ অনেক ভালাবোসা ৷" এই পোস্ট সামনে আসার পর হাসির ইমোজি কমেন্ট সেকশনে প্রতিক্রিয়া হিসাবে দেন তৃপ্তি ৷

এর আগে শাহিদকে দেখা গিয়েছে সাইন্স ফিকশন রোমান্টিক-কমেডি ছবি 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' ছবিতে ৷ এরপর তাঁকে দেখা যাবে 'দেবা' ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় ৷ ছবিটি পরিচালনা করেছেন রোশান অ্যান্ড্রুজ ৷ প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর ৷ ছবিতে শাহিদের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে ও পাভেল গুলাটিতে ৷ 2025 সালের 14 নভেম্বর অর্থাৎ ভ্যালেন্টাইস ডে-র দিন প্রেক্ষাগৃহে আসছে এই ছবি ৷

অন্যদিকে, তৃপ্তিকে এর আগে একাধিক ছবিতে দেখা গিয়েছে ৷ তালিকায় রয়েছে 'পোস্টার বয়েস', 'লায়লা মজনু', 'বুলবুল' ও 'কালা' ৷ তবে তিনি রাতারাতি খ্যাতি পান 'অ্যানিম্যাল' ছবিতে জোয়া চরিত্রের মধ্য দিয়ে ৷ সন্দীপ ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুরের বিপরীতে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ভিকি কৌশল ও অ্যামি ভির্ক অভিনীত 'ব্যাড নিউজ' ছবিতে ৷ মুক্তির অপেক্ষায় রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনীত 'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো' ৷ এছাড়াও তালিকায় রয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে 'ভুলভুলাইয়া 2' ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে 'ধড়ক 2' ৷

মুম্বই, 13 সেপ্টেম্বর: দীর্ঘ সময় পর ফের বিশাল ভরদ্বাজের ছবিতে নাম লিখিয়েছেন শাহিদ কাপুর ৷ শুক্রবার নাদিয়াদওয়ালা গ্রান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে নতুন প্রোজেক্টের ৷ বিশাল ভরদ্বাজের পরিচালনায় শাহিদের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে ৷ ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি ৷ তবে ছবির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ পর্দায় শাহিদের সঙ্গে তৃপ্তির জুটির কথা ঘোষণা হতেই উৎসাহী অনুরাগীরা ৷

ইন্সটাগ্রামে এদিন একটি কোলাজ ছবি শেয়ার করা হয় প্রযোজনা সংস্থার তরফে ৷ ক্যাপশনে লেখা হয়, "ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত যে জিনিয়াস পরিচালক তথা বন্ধু বিশাল ভরদ্বাজের সঙ্গে নতুন কাজ শুরু হচ্ছে ৷ এই পরিবারে একদিকে থাকছেন শাহিদ কাপুর ৷ অন্যদিকে পরিবারে স্বাগত জানাই তৃপ্তি দিমরিকে ৷ অনেক ভালাবোসা ৷" এই পোস্ট সামনে আসার পর হাসির ইমোজি কমেন্ট সেকশনে প্রতিক্রিয়া হিসাবে দেন তৃপ্তি ৷

এর আগে শাহিদকে দেখা গিয়েছে সাইন্স ফিকশন রোমান্টিক-কমেডি ছবি 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' ছবিতে ৷ এরপর তাঁকে দেখা যাবে 'দেবা' ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় ৷ ছবিটি পরিচালনা করেছেন রোশান অ্যান্ড্রুজ ৷ প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর ৷ ছবিতে শাহিদের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে ও পাভেল গুলাটিতে ৷ 2025 সালের 14 নভেম্বর অর্থাৎ ভ্যালেন্টাইস ডে-র দিন প্রেক্ষাগৃহে আসছে এই ছবি ৷

অন্যদিকে, তৃপ্তিকে এর আগে একাধিক ছবিতে দেখা গিয়েছে ৷ তালিকায় রয়েছে 'পোস্টার বয়েস', 'লায়লা মজনু', 'বুলবুল' ও 'কালা' ৷ তবে তিনি রাতারাতি খ্যাতি পান 'অ্যানিম্যাল' ছবিতে জোয়া চরিত্রের মধ্য দিয়ে ৷ সন্দীপ ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুরের বিপরীতে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ভিকি কৌশল ও অ্যামি ভির্ক অভিনীত 'ব্যাড নিউজ' ছবিতে ৷ মুক্তির অপেক্ষায় রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনীত 'ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিয়ো' ৷ এছাড়াও তালিকায় রয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে 'ভুলভুলাইয়া 2' ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে 'ধড়ক 2' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.