লন্ডন, 27 ফেব্রুয়ারি: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কোল আলো করে এসেছে পুত্র সন্তান ৷ মেয়ে ভামিকার পর ছেলে অকায়কে নিয়ে ব্যস্ত তারকা দম্পতি ৷ তার মধ্যেই কিছুটা সময় বের করে নিজেদের মতো করে মেয়েকে নিয়ে বিশেষ মুহূর্ত কাটাতে দেখা গেল কিং কোহলিকে ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল ৷
লন্ডনের রাস্তায় বিরাটকে দেখা গেল মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে সময় কাটাতে ৷ তবে শুধু সময় কাটানো হয়, সঙ্গে টেবিলে ছিল পছন্দের খাবারও ৷ ছবিতে দেখা যায়, ক্রিকেটার কোহলি ও তাঁর বড় মেয়ে ভামিকা রেস্টুরেন্টে মন দিয়ে খাবার খাচ্ছেন ৷ বিরাটের মাথায় শীতের টুপি, চোখে চশমা ৷ অন্যদিকে, মেয়ে ভামিকাকে দেখা গিয়েছে নীল-সাদা পোশাকে ৷ তবে এই ছবিতে ভামিকার মুখের জায়গায় লাভ ইমোজি ব্যবহার করা হয়েছে ৷
কোহলি ও অনুষ্কা শর্মার অনুরাগীরা এই ছবি দেখে উচ্ছ্বসিত ৷ এক অনুরাগী লিখেছেন, "কি মিষ্টি ছবি ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "ভামিকার চুল খুব সুন্দর ৷" সোশাল মিডিয়ায় বাবা-মেয়ের ছবি দেখে এমনই মিষ্টি মন্তব্য করেছেন অনুরাগীরা ৷ উল্লেখ্য, 2017 সালের 11 ডিসেম্বর ইতালিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিরাট-অনুষ্কা ৷ এরপর 2021 সালের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান ভামিকা ভূমিষ্ঠ হয় ৷ এরপরে নতুন বছরের শুরুতে ফের অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে ৷ তবে সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল তারকা জুটি ৷ কিন্তু 15 ফেব্রুয়ারি তাঁদের জীবনে আসে অকায় ৷
সোশাল মিডিয়ায় অনুষ্কা-বিরাট পোস্ট করে জানান, "সবার সঙ্গে আমাদের খুশি শেয়ার করে ভালো লাগছে ৷ আমাদের জীবনে এসেছে অকায় ৷ ভামিকার ছোট ভাই ৷ আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই ৷" তারপরেই লন্ডনে বিরাটের এই ছবি ভাইরাল হতে খবরের শিরোনামে চলে আসেন তিনি ৷
আরও পড়ুন
1. বড় হয়ে যাচ্ছে মেয়ে, সময়কে আকড়ে ধরে আবেগী প্রিয়াঙ্কা
2. হলুদ ট্যাক্সি চালালেন বিদ্যুৎ জামাল, ছবির প্রচারে এসে প্রেমে পড়লেন কলকাতার মিষ্টির
3. 'শুনি হো গয়ি শহর কী গলিয়া...' স্নিগ্ধ স্বরের পঙ্কজ উধাস চিরন্তন হয়ে থাকবেন সঙ্গীত দুনিয়ায়