ETV Bharat / entertainment

ওটিটি-তে আসছে বিজয়-ম্রুণালের 'দ্য ফ্যামিলি স্টার', কবে কোথায় জেনে নিন - THE FAMILY STAR

The Family Star on OTT: প্রেক্ষাগৃহে দর্শকদের মন কেড়েছে 'দ্য ফ্যামিলি স্টার' ৷ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ কবে থেকে দেখতে পাবেন এই ছবি, রইল বিস্তারিত ৷

Mrunal Thakur, Vijay Deverakonda
ওটিটি-তে আসছে বিজয়-ম্রুণালের 'দ্য ফ্যামিলি স্টার'
author img

By PTI

Published : Apr 24, 2024, 8:15 PM IST

মুম্বই, 24 এপ্রিল: বিজয় দেবরেকোন্ডা ও ম্রুণাল ঠাকুর অভিনীত তেলুগু ছবি 'দ্য ফ্যামিলি স্টার' বক্সঅফিসে সাফল্যের পর এবার মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 26 এপ্রিল প্রাইম ভিডিয়োতে আসছে এই ছবি ৷ পরশুরাম পরিচালিত এই ছবিতে দর্শক দেখেছে রোমান্স ও ফ্যামিলি ড্রামা ৷ 5 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'দ্য ফ্যামিলি স্টার' ৷

বুধবার প্রাইম ভিডিয়োর তরফে জানানো হয়েছে 'দ্য ফ্যামিলি স্টার' ভারতের পাশাপাশি 240টি দেশে দেখা যাবে ৷ তেলুগু, তামিলের পাশাপাশি মালয়লম ও কন্নড় ভাষাতেও দেখা যাবে এই ছবি ৷ অর্জুন রেড্ডি তারকা দেবরেকোন্ডাকে দেখা গিয়েছে মুখ্য ভূমিকায় ৷ তাঁর চরিত্রের নাম গোবর্ধন, যে তাঁর পরিবারকে ভীষণ ভালোবাসে ৷ পরিবারের কোনও সদস্যের উপরে আঘাত এলে কাউকে ছেড়ে কথা বলেন না গোবর্ধন ৷ কিন্তু একদিন তাঁর জীবনে আসেন ইন্দু ৷ যে চরিত্রে দেখা গিয়েছে ম্রুণাল ঠাকুরকে ৷ এরপরে গোবর্ধন ও ইন্দুর মধ্যে তৈরি হতে থাকে মিষ্টি প্রেমের সম্পর্ক ৷ তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে একাধিক কাঠ-খড় পোড়াতে হয় তাঁকে ৷ পরিবার সামলে কীভাবে ইন্দুকে নিজের করে নেয় গোবর্ধন, তা নিয়েই এগিয়েছে ছবির গল্প ৷

'দ্য ফ্যামিলি স্টার' ছবিটি প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্কাটেশ্বর ক্রিয়েশনস-এর দিল রাজু ও শ্রীরিশ ৷ ওটিটি-তে এই ছবি আসা নিয়ে উচ্ছ্বসিত দেবরেকোন্ডা ৷ তিনি বলেন, "দ্য ফ্যামিলি স্টার ছবিতে গোবর্ধন চরিত্রে অভিনয় করতে গিয়ে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে ৷ একজন রিয়েল হিরোর আইডল বলা যায় তাঁকে ৷ এমন এক ব্যক্তি যে পরিবারের সকল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে ৷ যে কি না, পরিবারের জন্য একাধিক আত্মত্যাগ করার পরেও কোনও স্বীকৃতি পায় না ৷ প্রত্যেক মধ্যবিত্ত পরিবারে ছোট খাটো নানা ঘটনার প্রতিফলন রয়েছে এই ছবিতে ৷ যে সকল দর্শকরা এখনও দেখেননি, আশা করি তাঁদের ভালো লাগবে এই ছবি ৷"

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর জানান, এই ছবিতে দেবরেকোন্ডার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে ৷ এই ছবিতে ভালোবাসার শক্তিকে যেমন তুলে ধরা হয়েছে ৷ পাশাপাশি, পরিবারের সঙ্গে যে অটুট বন্ধন থাকে, তা-ও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে 'দ্য ফ্যামিলি স্টার' ছবিতে ৷ ইন্দুর চরিত্র এখানে অন্যরকম ৷ সে শক্তিশালী ৷ একটুতে ভেঙ্গে পড়ে না ৷ গোবর্ধনের জীবনে ইন্দু পারফেক্ট না হলেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ আশা করি দর্শকদের এই ছবি ভালো লাগবে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 26 এপ্রিল প্রাইম ভিডিয়োতে আসছে 'দ্য ফ্যামিলি স্টার' ৷ এখন দেখার ওটিটি প্ল্যাটফর্মে কত রেট পায় বিজয়-ম্রুণালের রোমান্টিক ছবি ৷

আরও পড়ুন

1. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই

2. উপস্থিত 'গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা', 'কালকি' ছবিতে অমিতাভকে দেখে চেনা দায়

3. সলমন অনুরাগীদের জন্য সুখবর, 'বজরঙ্গি ভাইজান 2' নিয়ে নির্মাতাদের বড় ঘোষণা

মুম্বই, 24 এপ্রিল: বিজয় দেবরেকোন্ডা ও ম্রুণাল ঠাকুর অভিনীত তেলুগু ছবি 'দ্য ফ্যামিলি স্টার' বক্সঅফিসে সাফল্যের পর এবার মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 26 এপ্রিল প্রাইম ভিডিয়োতে আসছে এই ছবি ৷ পরশুরাম পরিচালিত এই ছবিতে দর্শক দেখেছে রোমান্স ও ফ্যামিলি ড্রামা ৷ 5 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'দ্য ফ্যামিলি স্টার' ৷

বুধবার প্রাইম ভিডিয়োর তরফে জানানো হয়েছে 'দ্য ফ্যামিলি স্টার' ভারতের পাশাপাশি 240টি দেশে দেখা যাবে ৷ তেলুগু, তামিলের পাশাপাশি মালয়লম ও কন্নড় ভাষাতেও দেখা যাবে এই ছবি ৷ অর্জুন রেড্ডি তারকা দেবরেকোন্ডাকে দেখা গিয়েছে মুখ্য ভূমিকায় ৷ তাঁর চরিত্রের নাম গোবর্ধন, যে তাঁর পরিবারকে ভীষণ ভালোবাসে ৷ পরিবারের কোনও সদস্যের উপরে আঘাত এলে কাউকে ছেড়ে কথা বলেন না গোবর্ধন ৷ কিন্তু একদিন তাঁর জীবনে আসেন ইন্দু ৷ যে চরিত্রে দেখা গিয়েছে ম্রুণাল ঠাকুরকে ৷ এরপরে গোবর্ধন ও ইন্দুর মধ্যে তৈরি হতে থাকে মিষ্টি প্রেমের সম্পর্ক ৷ তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে একাধিক কাঠ-খড় পোড়াতে হয় তাঁকে ৷ পরিবার সামলে কীভাবে ইন্দুকে নিজের করে নেয় গোবর্ধন, তা নিয়েই এগিয়েছে ছবির গল্প ৷

'দ্য ফ্যামিলি স্টার' ছবিটি প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্কাটেশ্বর ক্রিয়েশনস-এর দিল রাজু ও শ্রীরিশ ৷ ওটিটি-তে এই ছবি আসা নিয়ে উচ্ছ্বসিত দেবরেকোন্ডা ৷ তিনি বলেন, "দ্য ফ্যামিলি স্টার ছবিতে গোবর্ধন চরিত্রে অভিনয় করতে গিয়ে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে ৷ একজন রিয়েল হিরোর আইডল বলা যায় তাঁকে ৷ এমন এক ব্যক্তি যে পরিবারের সকল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে ৷ যে কি না, পরিবারের জন্য একাধিক আত্মত্যাগ করার পরেও কোনও স্বীকৃতি পায় না ৷ প্রত্যেক মধ্যবিত্ত পরিবারে ছোট খাটো নানা ঘটনার প্রতিফলন রয়েছে এই ছবিতে ৷ যে সকল দর্শকরা এখনও দেখেননি, আশা করি তাঁদের ভালো লাগবে এই ছবি ৷"

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর জানান, এই ছবিতে দেবরেকোন্ডার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে ৷ এই ছবিতে ভালোবাসার শক্তিকে যেমন তুলে ধরা হয়েছে ৷ পাশাপাশি, পরিবারের সঙ্গে যে অটুট বন্ধন থাকে, তা-ও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে 'দ্য ফ্যামিলি স্টার' ছবিতে ৷ ইন্দুর চরিত্র এখানে অন্যরকম ৷ সে শক্তিশালী ৷ একটুতে ভেঙ্গে পড়ে না ৷ গোবর্ধনের জীবনে ইন্দু পারফেক্ট না হলেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ আশা করি দর্শকদের এই ছবি ভালো লাগবে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 26 এপ্রিল প্রাইম ভিডিয়োতে আসছে 'দ্য ফ্যামিলি স্টার' ৷ এখন দেখার ওটিটি প্ল্যাটফর্মে কত রেট পায় বিজয়-ম্রুণালের রোমান্টিক ছবি ৷

আরও পড়ুন

1. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই

2. উপস্থিত 'গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা', 'কালকি' ছবিতে অমিতাভকে দেখে চেনা দায়

3. সলমন অনুরাগীদের জন্য সুখবর, 'বজরঙ্গি ভাইজান 2' নিয়ে নির্মাতাদের বড় ঘোষণা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.