ETV Bharat / entertainment

বিজয়-ম্রুণালের ছবির নেতিবাচক প্রচার সামাজিক মাধ্যমে, পুলিশের দ্বারস্থ নির্মাতারা - FAMILY STAR Negetive CAMPAIGN - FAMILY STAR NEGETIVE CAMPAIGN

Negative Online Campaign for Vijay Movie: সোশাল মিডিয়ায় নেতিবাচক প্রচার বিজয় দেবরেকোন্ডা ও ম্রুণাল ঠাকুর অভিনীত 'ফ্যামিলি স্টার' ছবির ৷ হায়দরাবাদের মাধাপুরে সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন নির্মাতারা ৷

Etv Bharat
বিজয়-ম্রুণালের ছবির নেতিবাচক প্রচার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 7:01 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল: বিজয় দেবরেকোন্ডা ও ম্রুণাল ঠাকুর অভিনীত 'ফ্যামিলি স্টার' মুক্তি পেয়েছে 5 এপ্রিল ৷ তবে খুশি যেই রকম হিট হয়েছিল সেইভাবে নজর কাড়েনি ফ্যামিলি স্টার ৷ এর পিছনে ছবির গল্প বা অভিনয় কারণ নয় ৷ সোশাল মিডিয়ায় অনবরত ফ্যামিলি স্টার ছবির নেতিবাচক প্রচার প্রভাব ফেলেছে বক্স অফিসে ৷ বিষয়টি সামনে আসতেই হায়দরাবাদের মাধাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

সূত্রের খবর, অভিযোগে জানানো হয়েছে বিজয়ের 'ফ্যামিলি স্টার' মুক্তির পর ভুল খবর ও নেতিবাচক প্রচার শুরু হয় সোশাল মিডিয়ায় ৷ তা বন্ধ করার জন্য পুলিশ ট্র্যাকিং শুরু করে কোথা থেকে এই ধরনের প্রচার করা হচ্ছে ৷ ইতিমধ্যেই পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে যাঁরা রয়েছেন তাঁদের খুঁজে বের করা হবে এবং যথাযথ পদক্ষেপ করা হবে ৷

তবে এটাই প্রথমবার নয় ৷ এর আগেও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের নেতিবাচক প্রচার সামনে এসেছে ৷ অভিনেতা বিশ্বক সেন সম্প্রতি তাঁর ছবি 'গামি'কে ঘিরে একই ধরনের সমস্যা নিয়ে কথা বলেছেন । এমনকি পরিচালক প্রশান্ত ভার্মা তাঁর 'হনুমান' ছবির সাফল্যের পরও সোশাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হয়েছেন ৷

তেলুগু ছবি 'ফ্যামিল স্টার'-এ বিজয়ের পাশাপাশি প্রধান ভূমিকায় দেখা গিয়েছে ম্রুণাল ঠাকুরকে ৷ ছবিটি পরিচালনা করেছেন পরশুরাম পেটলা ৷ প্রযোজনা করেছেন দিল রাজু, দিব্যাংশ কৌশিক, রোহিনী হট্টাঙ্গদী, অজয় ঘোষ ছাড়াও আরও অনেকে ৷ ছবিতে গানের দায়িত্ব সামলেছেন গোপি সুন্দর ৷ মূলত, গল্প এগিয়েছে গোবর্ধনকে ঘিরে যে চরিত্রে দেখা গিয়েছে বিজয়কে ৷ তিনি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে ৷ তাঁর জীবন বদলে যায়, যখন দেখা হয় ইন্দুর (ম্রুণাল ঠাকুর) সঙ্গে ৷ তারপর কী হয়, তা জানার জন্য দেখতে হবে ছবিটি ৷

আরও পড়ুন

1. কথামতো ভক্তদের বার্থডে গিফট আল্লুর, 'পুষ্পা 2' টিজারে উচ্ছ্বসিত অনুরাগীরা

2. ভোট প্রচারে প্রয়াত রশিদ খান! ইনস্টাগ্রামে নির্বাচনী পোস্ট ঘিরে ধোঁয়াশা

3. প্রথম কোনও ভারতীয় ছবির প্রধান চরিত্রে ট্রান্সজেন্ডার অভিনেত্রী, চিনুন বনিতাকে

হায়দরাবাদ, 8 এপ্রিল: বিজয় দেবরেকোন্ডা ও ম্রুণাল ঠাকুর অভিনীত 'ফ্যামিলি স্টার' মুক্তি পেয়েছে 5 এপ্রিল ৷ তবে খুশি যেই রকম হিট হয়েছিল সেইভাবে নজর কাড়েনি ফ্যামিলি স্টার ৷ এর পিছনে ছবির গল্প বা অভিনয় কারণ নয় ৷ সোশাল মিডিয়ায় অনবরত ফ্যামিলি স্টার ছবির নেতিবাচক প্রচার প্রভাব ফেলেছে বক্স অফিসে ৷ বিষয়টি সামনে আসতেই হায়দরাবাদের মাধাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

সূত্রের খবর, অভিযোগে জানানো হয়েছে বিজয়ের 'ফ্যামিলি স্টার' মুক্তির পর ভুল খবর ও নেতিবাচক প্রচার শুরু হয় সোশাল মিডিয়ায় ৷ তা বন্ধ করার জন্য পুলিশ ট্র্যাকিং শুরু করে কোথা থেকে এই ধরনের প্রচার করা হচ্ছে ৷ ইতিমধ্যেই পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে যাঁরা রয়েছেন তাঁদের খুঁজে বের করা হবে এবং যথাযথ পদক্ষেপ করা হবে ৷

তবে এটাই প্রথমবার নয় ৷ এর আগেও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের নেতিবাচক প্রচার সামনে এসেছে ৷ অভিনেতা বিশ্বক সেন সম্প্রতি তাঁর ছবি 'গামি'কে ঘিরে একই ধরনের সমস্যা নিয়ে কথা বলেছেন । এমনকি পরিচালক প্রশান্ত ভার্মা তাঁর 'হনুমান' ছবির সাফল্যের পরও সোশাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হয়েছেন ৷

তেলুগু ছবি 'ফ্যামিল স্টার'-এ বিজয়ের পাশাপাশি প্রধান ভূমিকায় দেখা গিয়েছে ম্রুণাল ঠাকুরকে ৷ ছবিটি পরিচালনা করেছেন পরশুরাম পেটলা ৷ প্রযোজনা করেছেন দিল রাজু, দিব্যাংশ কৌশিক, রোহিনী হট্টাঙ্গদী, অজয় ঘোষ ছাড়াও আরও অনেকে ৷ ছবিতে গানের দায়িত্ব সামলেছেন গোপি সুন্দর ৷ মূলত, গল্প এগিয়েছে গোবর্ধনকে ঘিরে যে চরিত্রে দেখা গিয়েছে বিজয়কে ৷ তিনি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে ৷ তাঁর জীবন বদলে যায়, যখন দেখা হয় ইন্দুর (ম্রুণাল ঠাকুর) সঙ্গে ৷ তারপর কী হয়, তা জানার জন্য দেখতে হবে ছবিটি ৷

আরও পড়ুন

1. কথামতো ভক্তদের বার্থডে গিফট আল্লুর, 'পুষ্পা 2' টিজারে উচ্ছ্বসিত অনুরাগীরা

2. ভোট প্রচারে প্রয়াত রশিদ খান! ইনস্টাগ্রামে নির্বাচনী পোস্ট ঘিরে ধোঁয়াশা

3. প্রথম কোনও ভারতীয় ছবির প্রধান চরিত্রে ট্রান্সজেন্ডার অভিনেত্রী, চিনুন বনিতাকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.