ETV Bharat / entertainment

প্রকাশ্যে 'ফ্যামিলি স্টার' ট্রেলার, বিজয়-ম্রুণালের কেমিষ্টি দেখতে আগ্রহী অনুরাগীরা - Family Star Trailer Out - FAMILY STAR TRAILER OUT

Vijay-Mrunal New Movie: প্রকাশ্যে এসেছে বিজয় দেবরেকোন্ডা ও ম্রুণাল ঠাকুর অভিনীত 'ফ্যামিলি স্টার' ছবির ট্রেলার ৷ অনুরাগীরা অপেক্ষায় পরশুরাম পেটলা পরিচালিত ছবির হিন্দি ট্রেলার দেখার জন্য ৷

Vijay-Mrunal New Movie
'ফ্যামিলি স্টার' ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 2:06 PM IST

হায়দরাবাদ, 28 মার্চ: ছবির প্রোমোশন থেকে গান মুক্তি 'ফ্যামিলি স্টার' বিগত কয়েকদিন ধরেই সিনেপ্রেমীদের উত্তেজনার পারদ বাড়াচ্ছিল ৷ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবির তেলুগু ট্রেলার ৷ খুব শীঘ্রই আসছে 'ফ্যামিলি স্টার' হিন্দি ট্রেলারও ৷ পরশুরাম পেটলা পরিচালিত এই ছবি মুক্তি পাবে 5 এপ্রিল ৷

পরিবারের প্রতি অতিরিক্ত ভালোবাসা বা পরিবারকে বাঁচানোর লড়াইয়ের প্রেক্ষাপটে দর্শক আগেও অনেক ছবি দেখেছেন ৷ তবে ফ্যামিলি স্টার ছবিতে একদিকে যেমন বিজয় দেবরেকোণ্ডার অ্যাকশন দেখতে পাবে তেমনই ম্রুণাল ঠাকুরের সঙ্গে মিষ্টি ভালোবাসার সম্পর্কেরও সাক্ষী থাকবে দর্শক ৷ ছবির ট্রেলারে বিশেষত্ব এখানেই ৷ ট্রেলারে দেখানো হয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলে বিজয় ৷ যে কি না, হিংসাত্মক হয়ে ওঠেন, পরিবারের উপরে কোনও আঘাত এলে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2 মিনিট 26 সেকেন্ডের ভিডিয়োয় পাশাপাশি উঠে এসেছে ভালোবাসার মানুষ ম্রুণালকে 'ইমপ্রেস' করার চেষ্টাও ৷ সব মিলিয়ে নতুন একটা জুটির ভালোবাসা ও তাঁদের নানা বাধার সম্মুখীন নিয়ে তৈরি এই ট্রেলার ভিউ বাড়িয়েছে সোশাল মিডিয়ায় ৷ এককথায় এই ছবিতে দর্শকরা যেমন অ্যাকশন-রোমান্স দেখতে চলেছেন তেমনই রয়েছে কমেডি-ড্রামা ৷

পরিচালক পরশুরামের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় ছবি ৷ এর আগে এই জুটিকে দেখা গিয়েছিল 2018 সালে 'গীতা গোবিন্দম' ছবিতে ৷ সেই ছবিতে বিজয়ের বিপরীতে দেখা গিয়েছিল রশ্মিকা মন্দানাকে ৷ অন্যদিকে, পরিচালকের শেষ ছবি ছিল 2022 সালে মুক্তি পাওয়া মহেশ বাবু অভিনীত 'সরকারু ভারি পাট্টা' ৷ বিজয়কে শেষবার দেখা গিয়েছে 'খুশি' ছবিতে এবং ম্রুণাল ঠাকুরকে শেষ দেখা গিয়েছে 'হাই নান্না' ছবিতে ৷ দু'টি ছবিই বক্সঅফিসে ভালো সাফল্য পায় ৷

আরও পড়ুন

1. শ্রেয়স তলপড়ে-বিজয় রাজের করতম ভুগতাম মুক্তি পাচ্ছে এই তারিখে

2. 'হীরামাণ্ডি'র অনুষ্ঠানে অনুপস্থিত অদিতি, অবশেষে বিয়ের খবরে সিলমোহর

3. অক্ষয়-টাইগারের দুরন্ত অ্যাকশন, ট্রেলারেই বাজিমাৎ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর

হায়দরাবাদ, 28 মার্চ: ছবির প্রোমোশন থেকে গান মুক্তি 'ফ্যামিলি স্টার' বিগত কয়েকদিন ধরেই সিনেপ্রেমীদের উত্তেজনার পারদ বাড়াচ্ছিল ৷ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবির তেলুগু ট্রেলার ৷ খুব শীঘ্রই আসছে 'ফ্যামিলি স্টার' হিন্দি ট্রেলারও ৷ পরশুরাম পেটলা পরিচালিত এই ছবি মুক্তি পাবে 5 এপ্রিল ৷

পরিবারের প্রতি অতিরিক্ত ভালোবাসা বা পরিবারকে বাঁচানোর লড়াইয়ের প্রেক্ষাপটে দর্শক আগেও অনেক ছবি দেখেছেন ৷ তবে ফ্যামিলি স্টার ছবিতে একদিকে যেমন বিজয় দেবরেকোণ্ডার অ্যাকশন দেখতে পাবে তেমনই ম্রুণাল ঠাকুরের সঙ্গে মিষ্টি ভালোবাসার সম্পর্কেরও সাক্ষী থাকবে দর্শক ৷ ছবির ট্রেলারে বিশেষত্ব এখানেই ৷ ট্রেলারে দেখানো হয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলে বিজয় ৷ যে কি না, হিংসাত্মক হয়ে ওঠেন, পরিবারের উপরে কোনও আঘাত এলে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2 মিনিট 26 সেকেন্ডের ভিডিয়োয় পাশাপাশি উঠে এসেছে ভালোবাসার মানুষ ম্রুণালকে 'ইমপ্রেস' করার চেষ্টাও ৷ সব মিলিয়ে নতুন একটা জুটির ভালোবাসা ও তাঁদের নানা বাধার সম্মুখীন নিয়ে তৈরি এই ট্রেলার ভিউ বাড়িয়েছে সোশাল মিডিয়ায় ৷ এককথায় এই ছবিতে দর্শকরা যেমন অ্যাকশন-রোমান্স দেখতে চলেছেন তেমনই রয়েছে কমেডি-ড্রামা ৷

পরিচালক পরশুরামের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় ছবি ৷ এর আগে এই জুটিকে দেখা গিয়েছিল 2018 সালে 'গীতা গোবিন্দম' ছবিতে ৷ সেই ছবিতে বিজয়ের বিপরীতে দেখা গিয়েছিল রশ্মিকা মন্দানাকে ৷ অন্যদিকে, পরিচালকের শেষ ছবি ছিল 2022 সালে মুক্তি পাওয়া মহেশ বাবু অভিনীত 'সরকারু ভারি পাট্টা' ৷ বিজয়কে শেষবার দেখা গিয়েছে 'খুশি' ছবিতে এবং ম্রুণাল ঠাকুরকে শেষ দেখা গিয়েছে 'হাই নান্না' ছবিতে ৷ দু'টি ছবিই বক্সঅফিসে ভালো সাফল্য পায় ৷

আরও পড়ুন

1. শ্রেয়স তলপড়ে-বিজয় রাজের করতম ভুগতাম মুক্তি পাচ্ছে এই তারিখে

2. 'হীরামাণ্ডি'র অনুষ্ঠানে অনুপস্থিত অদিতি, অবশেষে বিয়ের খবরে সিলমোহর

3. অক্ষয়-টাইগারের দুরন্ত অ্যাকশন, ট্রেলারেই বাজিমাৎ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.