কলকাতা, 28 অক্টোবর: ছবির প্রচারে এসে আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান ৷ মা কালীর শহরে এমন ঘটনা ঘটছে দেখে বাকরুদ্ধ অভিনেত্রী ৷
মুক্তির পেতে চলেছে ভুল ভুলাইয়া 3 ৷ ছবির প্রচারে শহরে পা রাখেন অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী বিদ্যা বালান ৷ সাংবাদিক সম্মেলনে বিদ্যাকে আরজি কর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যে কালীমায়ের শহরে আমার কাজ শুরু, সেখানে আরজি কর হয় কী করে?"
তিনি আরও, "আরজি করের ঘটনা শুনে দুঃখ পেয়েছিলাম। শক হয়ে গিয়েছিলাম ৷ আমার কেরিয়ারের শুরু থেকে এই শহর জড়িয়ে রয়েছে। কলকাতা প্রতিবাদের শহর।বাংলায় কলকাতা এমন একটা জায়গা যেখানে নারীদের সম্মান করা হয় ৷ সেই শহরে যখন এমন ঘটনা ঘটে তখন এখানকার মানুষের মতো আমিও হতবাক হয়েছিলাম ৷ আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে এখানে এমন ঘটনা ঘটতে পারে ৷ এটা তো মায়ের শহর ৷ এখানে এমন ঘটনা ঘটেছে ভাবতে পারছিলাম না ৷"
2003 সালে গৌতম হালদারের ‘ভাল থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা। বাংলায় ভালোই সড়গড় তিনি।
সোমবার দুপুর 2টোয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন কার্তিক ও বিদ্যা ৷ এদিন বিদ্যার পরনে ছিল কালো চুড়িদার-কামিজ়। কানে ঝুমকা। বিদ্যা শুরুতেই বলেন, "চলুন শুরু করি।" তাতে বেজায় খুশি কলকাতার সাংবাদিকরা। কলকাতা বিদ্যার ভালোবাসার শহর। আর এই কলকাতাতেই আরজি করে নারকীয় যে ঘটনা ঘটে গিয়েছে তার খবর রাখেন বিদ্যা। সেই ঘটনায় আহত হয়েছেন তিনি। কলকাতার বুকে বসে সেই কথাই জানালেন বিদ্যা বালান ৷