কলকাতা, 29 অক্টোবর: দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে আনিজ বাজমি পরিচালিত ‘ভুলভুলাইয়া 3’ ৷ ছবির প্রোমোশনে কলকাতায় পা রাখেন অভিনেত্রী বিদ্যা বালান ও অভিনেতা কার্তিক আরিয়ান ৷ মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচ করার অভিজ্ঞতা থেকে বাংলার অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে কাটানো মুহূর্ত সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন পর্দার মঞ্জুলিকা ও রুহ বাবা ৷
ইউটিউবে বিদ্যা-মাধুরীর 'আমি যে তোমার 3.0' গান ছুঁয়ে ফেলেছে 26 মিলিয়নের বেশি ভিউয়ার সংখ্যা ৷ আইকনিক এই গানে মাধুরীর সঙ্গে নাচ প্রসঙ্গে বিদ্যা বলেন, "মাধুরী ম্যামের সঙ্গে নাচতে হবে জানার পর শুরু থেকেই বেশ ভয়ে ভয়ে ছিলাম। ওনার প্রতিটা মুভমেন্টে নাচ লুকিয়ে রয়েছে ৷ ওনার সঙ্গে আমি কীভাবে নাচ করব এই ভেবে নার্ভাস হয়ে পড়ছিলাম ৷ নিজের সেরাটা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি ৷"
2007-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুলভুলাইয়া’-তে বিদ্যা অভিনীত প্রেতের চরিত্র মঞ্জুলিকাকে ভোলেনি দর্শক। বিদ্যা বলেন, "আমি নিজেও অশরীরীদের বিশ্বাস করি। মোদ্দাকথা, ভূতে বিশ্বাস করি। তবে যতক্ষণ তাঁদের দেখতে পাচ্ছি না, আমি খুশি আছি। না দেখাই ভালো আমার জন্য।" এদিন কার্তিকের নিষ্ঠা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।
বিদ্যা, টাব্বু ও মাধুরীর মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মঞ্জুলিকা কে? এই প্রশ্নের উত্তরে কার্তিক বলেন, "প্রত্যেকেই ভীষণ ভয়ঙ্কর ৷ এইভাবে তুলনা করা সম্ভব নয় ৷ প্রত্যেকে এত ভালো কাজ করেছেন পর্দায় না দেখলে বুঝবেন না ৷" পাশাপাশি বাংলার অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে কাজ প্রসঙ্গে কার্তিক জানান, দারুণ মজা করে কাজ করেছেন ৷ বড় বড় দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন ৷ সংলাপ না থাকলেও শুধুমাত্র চোখ দিয়েই দারুণ কমেডি করেছেন ছবিতে ৷ ভীষণ জ্ঞানী একজন ব্যক্তি কাঞ্চন মল্লিক ৷
উল্লেখ্য কলকাতায় আসার আগে বিদ্যার কাছ থেকে বাংলা শিখেছেন বলে জানালেন কার্তিক। কার্তিক এবং বিদ্যা এদিন হাওড়া ব্রিজে হলুদ ট্যাক্সির মাথায় দাঁড়িয়ে উপভোগ করেন কলকাতাকে। হিন্দি সিনেমার 100 ভাগ দর্শকের 50 ভাগই যে বাংলার তা বলার অপেক্ষা রাখে না ৷ তাই ছবির প্রচারে কলকাতাকে বাদ দিতে পারেন না কোনও বলিউড তারকাই । 1 নভেম্বর মুক্তি পেতে চলেছে 'ভুলভুলাইয়া 3'।