হায়দরাবাদ, 13 নভেম্বর: 'টুয়েলভথ ফেল' (12th Fail), স্বপ্ন দেখার সাহস দেখায় ৷ 'টুয়েলভথ ফেল' পড়ে গেলেও উঠে দাঁড়াতে শেখায় ৷ বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি শিখিয়েছে জীবনে রি-স্টার্ট কীভাবে করতে হয় ৷ ফের একবার সেই ম্যাজিক ফিরিয়ে আনছেন তিনি ৷ শুরু করছেন 'জিরো সে রি-স্টার্ট' ৷ প্রকাশ্যে এল প্রথম টিজার ৷
বিক্রান্ত ম্যাসি ও মেধা শংকর অভিনীত এই ছবি বাস্তবের কঠিন সত্যের সামনে দাঁড় করিয়েছে দর্শকদের ৷ দেশের বিভিন্ন জায়গায় লাখো লাখো পড়ুয়াদের অনুপ্রেরণা জুগিয়েছে সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি ৷ এবার অন্যরকম এক কাহিনী, যা গল্প হলেও সত্যি ৷
22 সেকেন্ডের টিজারে ব্যাকগ্রাউন্ডে ভেসে এসেছে বিধু বিনোদ চোপড়ার স্বর ৷ যেখানে তিনি মানুষের প্রথম স্বপ্ন নিয়ে আলোচনা করছেন ৷ যেখানে তিনি বলছেন, "ফিরে যাওয়া যাক সেই শূন্যে এবং দেখা হোক আমাদের হারিয়ে যাওয়া অন্তরআত্মার সঙ্গে ৷" আসলে এখানে তুলে ধরা হবে 'টুয়েলভথ ফেল' ছবির মেকিং বা পূর্ব প্রস্তুতি কেমন ছিল ৷ অর্থাৎ 'টুয়েলভথ ফেল' ছবির প্রিক্যুয়েল 'জিরো সে রিস্টার্ট' ৷
তিনি বলেন, "আপনি কান্নাকাটি করুন বা হাসতে থাকুন, জীবন ঠিক কেটে যাবে। আপনি যদি মিথ্যা জীবনযাপনের জন্য জেদ করেন, ভাগ্যের অনেক আগে, আপনি মারা যাবেন। আমরা ভয়ে ভয়ে কেন বাঁচব? এসো, আবার আমরা আনন্দের সঙ্গে দেখা করি, আবার আমাদের হারানো আত্মার সঙ্গে দেখা করি, আবার আমরা শূন্যে ফিরে যাই ৷"
2023 সালের 23 অক্টোবর মুক্তি পায় 'টুয়েলভথ ফেল' ৷ অনুরাগ পাঠকের বই থেকে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য ৷ যেখানে মনোজ কুমার শর্মা (বিক্রান্ত ম্যাসি)র জীবন তুলে ধরা হয়েছে ৷ দারিদ্রতাকে হারিয়ে যিনি আইপিএস অফিসার হয়েছেন ৷ ছবিতে সমান ভাবে জায়গা পায় মনোজের স্ত্রী তথা আইআরএস অফিসার শ্রদ্ধা জোশি (মেধা শঙ্কর)র জীবনও ৷ 13 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসবে 'জিরো সে রি-স্টার্ট' ৷