ETV Bharat / entertainment

ক্যাটকে ছাড়তে মুম্বই বিমানবন্দরে ভিকি, সেলেব দম্পতির প্রেম দেখে আপ্লুত ভক্তরা - ক্যাটরিনা কাইফ

Vicky Kaushal Escorts Katrina Kaif : স্ত্রী ক্যাটরিনা কাইফকে নামিয়ে দিতে মুম্বই বিমনবন্দরে গিয়েছিলেন ভিকি কৌশল ৷ তাঁদের পারস্পরিক বন্ডিং দেখে আপ্লুত নেট নাগরিকরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 11:57 AM IST

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: বিয়ে হওয়ার পরও ভক্তদের চর্চা চলে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে ৷ এই সেলেব দম্পতির একে-অপরের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ সম্প্রতি ক্যাটরিনাকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে ৷ খবরটা সেটা নয় ৷ বিষয়টা হল, অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর অভিনেতা-স্বামী ভিকি কৌশলও । স্যাম বাহাদুর অভিনেতা স্ত্রীর প্রতি এত যত্ন নেন যে, তা জেথে মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের ৷ অনেকেই সেই কমেন্ট বক্সে বেস্ট হাসব্যান্ড, হাসব্যান্ড গোলসের মতো শব্দ ট্যাগ করেছেন ৷

ভিকি সম্প্রতি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন তাঁর আদরের স্ত্রী ক্যাটরিনা কাইফকে ৷ সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তা প্রভাব ফেলে তাঁদের অনুরাগীদের উপর ৷ অনলাইনে প্রচারিত একটি ভিডিয়োতে অভিনেত্রীকে তাঁর বিলাসবহুল গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে । গাড়ির দরজা বন্ধ করার আগে তাঁকে ভিতরে তাঁর হাবির সঙ্গে কথা বলতে দেখা যায় । তারপর ভিকিকে বিদায় জানান ক্যাটসুন্দরী ।

টাইগার 3 অভিনেত্রীকে শীতের পোশাকে মোহময়ী দেখাচ্ছিল ৷ তিনি বেইজ ট্রাউজার্স এবং একটি বেসিক সাদা হাই-নেক জাম্পার পরে এসেছিলেন । সঙ্গে একটি ট্রেঞ্চ কোট পরেছিলেন তিনি ৷ এছাড়াও কালো সানগ্লাস ও পনিটেইল তাঁর লুককে আরও ভাইব্র্যান্ট করে তুলেছিল ৷ বিমানবন্দরে প্রবেশের আগে তিনি পাপারাৎজিদের আবদার মেনে পোজও দেন ।

কর্মক্ষেত্রে ক্যাটরিনা কাইফ গত বছর স্ম্যাশ হিট টাইগার 3-এ সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন । এ বছর তিনি রহস্য থ্রিলার ফ্লিক মেরি ক্রিসমাসে বড় পর্দায় হাজির হয়েছেন । এই চলচ্চিত্রের মাধ্যমেই তামিল ভাষার ছবিতে অভিষেক হয় ক্যাটের ৷ এই ছবিতে ক্যাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি ৷

অন্যদিকে, ভিকি ডানকি ছবিতে অভিনয়ের জন্য 69তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) পুরস্কার পেয়েছেন । রাজকুমার হিরানি পরিচালিত ডানকিতে শাহরুখ খান, তাপসী পান্নু এবং বোমান ইরানি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৷ সমালোচক এবং অনুরাগীদের কাছে এই ছবি মিশ্র পর্যালোচনা পেয়েছে । তবে, কমেডি ড্রামায় তাঁর ছোট্ট ক্যামিয়োর জন্য ভিকি দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছে ।

পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতা লক্ষ্মণ উতেকারের পিরিয়ড ড্রামা ফিল্ম ছাভা, করণ জোহরের পরবর্তী শিরোনামহীন প্রযোজনা উদ্যোগে তৃপ্তি দিমরির বিপরীতে অভিনয় করবেন ভিকি ৷ আর পরিচালক সঞ্জয় লীলা বনসালির ছবিতে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গেও দেখা যাবে ভিকিকে ৷

  1. আরও পড়ুন:
  2. মৃ্ত্য়ুর খবর রটিয়ে 'পাবলিসিটি স্টান্ট', কটাক্ষের শিকার পুনমের পাশে রামগোপাল
  3. প্রিয়াঙ্কা-নিকের নতুন বাড়ি কেমন ? মেয়ে মালতিকে নিয়ে ছবি শেয়ার দেশি গার্লের
  4. বিয়ের পরপরই সুখবর দিলেন সন্দীপ্তা, শেয়ার করলেন ছবিও

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: বিয়ে হওয়ার পরও ভক্তদের চর্চা চলে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে ৷ এই সেলেব দম্পতির একে-অপরের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ সম্প্রতি ক্যাটরিনাকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে ৷ খবরটা সেটা নয় ৷ বিষয়টা হল, অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর অভিনেতা-স্বামী ভিকি কৌশলও । স্যাম বাহাদুর অভিনেতা স্ত্রীর প্রতি এত যত্ন নেন যে, তা জেথে মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের ৷ অনেকেই সেই কমেন্ট বক্সে বেস্ট হাসব্যান্ড, হাসব্যান্ড গোলসের মতো শব্দ ট্যাগ করেছেন ৷

ভিকি সম্প্রতি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন তাঁর আদরের স্ত্রী ক্যাটরিনা কাইফকে ৷ সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তা প্রভাব ফেলে তাঁদের অনুরাগীদের উপর ৷ অনলাইনে প্রচারিত একটি ভিডিয়োতে অভিনেত্রীকে তাঁর বিলাসবহুল গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে । গাড়ির দরজা বন্ধ করার আগে তাঁকে ভিতরে তাঁর হাবির সঙ্গে কথা বলতে দেখা যায় । তারপর ভিকিকে বিদায় জানান ক্যাটসুন্দরী ।

টাইগার 3 অভিনেত্রীকে শীতের পোশাকে মোহময়ী দেখাচ্ছিল ৷ তিনি বেইজ ট্রাউজার্স এবং একটি বেসিক সাদা হাই-নেক জাম্পার পরে এসেছিলেন । সঙ্গে একটি ট্রেঞ্চ কোট পরেছিলেন তিনি ৷ এছাড়াও কালো সানগ্লাস ও পনিটেইল তাঁর লুককে আরও ভাইব্র্যান্ট করে তুলেছিল ৷ বিমানবন্দরে প্রবেশের আগে তিনি পাপারাৎজিদের আবদার মেনে পোজও দেন ।

কর্মক্ষেত্রে ক্যাটরিনা কাইফ গত বছর স্ম্যাশ হিট টাইগার 3-এ সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন । এ বছর তিনি রহস্য থ্রিলার ফ্লিক মেরি ক্রিসমাসে বড় পর্দায় হাজির হয়েছেন । এই চলচ্চিত্রের মাধ্যমেই তামিল ভাষার ছবিতে অভিষেক হয় ক্যাটের ৷ এই ছবিতে ক্যাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি ৷

অন্যদিকে, ভিকি ডানকি ছবিতে অভিনয়ের জন্য 69তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) পুরস্কার পেয়েছেন । রাজকুমার হিরানি পরিচালিত ডানকিতে শাহরুখ খান, তাপসী পান্নু এবং বোমান ইরানি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৷ সমালোচক এবং অনুরাগীদের কাছে এই ছবি মিশ্র পর্যালোচনা পেয়েছে । তবে, কমেডি ড্রামায় তাঁর ছোট্ট ক্যামিয়োর জন্য ভিকি দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছে ।

পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতা লক্ষ্মণ উতেকারের পিরিয়ড ড্রামা ফিল্ম ছাভা, করণ জোহরের পরবর্তী শিরোনামহীন প্রযোজনা উদ্যোগে তৃপ্তি দিমরির বিপরীতে অভিনয় করবেন ভিকি ৷ আর পরিচালক সঞ্জয় লীলা বনসালির ছবিতে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গেও দেখা যাবে ভিকিকে ৷

  1. আরও পড়ুন:
  2. মৃ্ত্য়ুর খবর রটিয়ে 'পাবলিসিটি স্টান্ট', কটাক্ষের শিকার পুনমের পাশে রামগোপাল
  3. প্রিয়াঙ্কা-নিকের নতুন বাড়ি কেমন ? মেয়ে মালতিকে নিয়ে ছবি শেয়ার দেশি গার্লের
  4. বিয়ের পরপরই সুখবর দিলেন সন্দীপ্তা, শেয়ার করলেন ছবিও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.