মুম্বই, 24 অক্টোবর: মুম্বইয়ের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুন হওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে ফের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলিউডের ভাইজান সলমনকে ৷ প্রায়ই তাঁকে হুমকি বার্তা পাঠানো হচ্ছে ৷ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে বলিউডের সুলতানকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এও অভিযোগ, লরেন্সের সঙ্গে সলমনের গোলমাল মেটাতে 5 কোটি টাকা অভিনেতাকে দিতে বলা হয়েছিল। বৃহস্পতিবার জামশেদপুর থেকে সেই যুকককে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
অভিযুক্তের নাম শেখ হুসেন শেখ মৌসিন (24), সে জামশেদপুরের সবজি বিক্রেতা। গত সপ্তাহে মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে অভিনেতার কাছ থেকে 5 কোটি টাকা দাবি করার একটি হুমকি বার্তা পাওয়া যায় ৷ পুলিশ মামলা নথিভুক্ত করে ও তদন্ত শুরু করে ৷ সূত্রের খবর, এর আগে মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেই নম্বর থেকেই গত মঙ্গলবার ফের একটি বার্তা পাঠিয়ে বলা হয়, ভুল করে হুমকি বার্তা পাঠানো হয়েছে। সেই নম্বরের সূত্র ধরেই তদন্তে নামে মুম্বই পুলিশ। পুলিশ নম্বরটি ট্র্যাক করে জানতে পারে তা ঝাড়খণ্ডের ৷ সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে মৌসিনের সন্ধান পান তদন্তকারীরা ৷
অভিযোগ উঠেছে প্রাক্তন কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণেই নাকি খুন হতে হয়েছে ৷ এরপরই বাবা সিদ্দিকীর খুনের ঘটনার পর সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয় ৷ এরা আগে চলতি বছর 14 এপ্রিল সকালে সলমন খানের বান্দ্রার বাড়ির সামনে গুলি চলার ঘটনা ঘটে ৷ তাতে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ ৷