ETV Bharat / entertainment

আল্লু অর্জুনকে গ্রেফতার, অভিনেতার পাশে বরুণ ধাওয়ান - VARUN DHAWAN ON ALLU ARJUN

'পুষ্পা 2' প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেফতারের ঘটনায় সরব বরুণ ধাওয়ান ৷ মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় ৷

Etv Bharat
আল্লু অর্জুনের পাশে বরুণ ধাওয়ান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 13, 2024, 5:13 PM IST

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: সুপারস্টার আল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনায় সরব হয়েছেন বরুণ ধাওয়ান ৷ 4 ডিসেম্বর হায়দরাবাদে 'পুষ্পা 2: দ্য রুল'-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার ৷ ঘটনায় পুলিশ অভিনেতা আল্লু অর্জুন ও সন্ধ্যা হল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ এরপরেই অভিনেতা ঘটনায় শোক প্রকাশ করেন ৷ পাশাপাশি পরিবারের পাশে থাকার বার্তা দেন ৷ তারপরেও শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেফতার করে তেলেঙ্গনা পুলিশ ৷

এই ঘটনায় জয়পুরে ছবির প্রোমোশনে গিয়ে সরব হন বরুণ ধাওয়ান ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ তিনি বলেন, "সেখানে নিরাপত্তা নিয়ে প্রোটোকল ছিল ৷ একজন অভিনেতার ওপর সব দোষ দিয়ে দেওয়া যায় না ৷" পাশাপাশি তিনি নিরাপত্তা টিম ও প্রেক্ষাগৃহের ম্যানেজমেন্টের বিষয় নিয়েও প্রশ্ন তোলেন ৷ বরুণ আরও বলেন, "আমি সন্ধ্যা হলের ঘটনায় শোকাহত ৷ সেই পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি ৷ পাশাপাশি এটাও ঠিক যে, আপনি একজনের উপর পুরো দোষারোপ চাপাতে পারেন না ৷"

অন্যদিকে, আল্লু অর্জুনের ঘনটায় মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় ৷ একাধিক নেটিজেন অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ৷ আবার অনেকে অভিনেতার বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন ৷ উল্লেখ্য, সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হন অভিনেতা আল্লু অর্জুন ৷ আল্লু অর্জুনকে চিক্করপল্লী পুলিশ স্টেশন থেকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে গান্ধি হাসপাতালে ৷

সেকেন্দ্রাবাদ গান্ধি হাসপাতালে ডেপুটি সুপারিনটেনডেন্ট সুনিল বলেন, "আমরা অভিনেতার ব্লাড প্রেশার টেস্ট করেছি ৷ পাশাপাশি কোভিড টেস্টও করা হয়েছে ৷ প্রতিটা পরীক্ষাতেই অভিনেতার রিপোর্ট নর্মাল এসেছে ৷ পাশাপাশি ইসিজি-ও করা হয়েছে ৷ নিরাপত্তার কারণে তাঁর শারীরিক পরীক্ষা সুপারিনটেনডেন্ট অফিসে করা হয়েছে চিকিৎসকদের উপস্থিতিতে ৷" এরপরেই বিকেলে জানা যায়, নামপল্লি আদালত অভিনেতাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: সুপারস্টার আল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনায় সরব হয়েছেন বরুণ ধাওয়ান ৷ 4 ডিসেম্বর হায়দরাবাদে 'পুষ্পা 2: দ্য রুল'-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার ৷ ঘটনায় পুলিশ অভিনেতা আল্লু অর্জুন ও সন্ধ্যা হল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ এরপরেই অভিনেতা ঘটনায় শোক প্রকাশ করেন ৷ পাশাপাশি পরিবারের পাশে থাকার বার্তা দেন ৷ তারপরেও শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেফতার করে তেলেঙ্গনা পুলিশ ৷

এই ঘটনায় জয়পুরে ছবির প্রোমোশনে গিয়ে সরব হন বরুণ ধাওয়ান ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ তিনি বলেন, "সেখানে নিরাপত্তা নিয়ে প্রোটোকল ছিল ৷ একজন অভিনেতার ওপর সব দোষ দিয়ে দেওয়া যায় না ৷" পাশাপাশি তিনি নিরাপত্তা টিম ও প্রেক্ষাগৃহের ম্যানেজমেন্টের বিষয় নিয়েও প্রশ্ন তোলেন ৷ বরুণ আরও বলেন, "আমি সন্ধ্যা হলের ঘটনায় শোকাহত ৷ সেই পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি ৷ পাশাপাশি এটাও ঠিক যে, আপনি একজনের উপর পুরো দোষারোপ চাপাতে পারেন না ৷"

অন্যদিকে, আল্লু অর্জুনের ঘনটায় মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় ৷ একাধিক নেটিজেন অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ৷ আবার অনেকে অভিনেতার বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন ৷ উল্লেখ্য, সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হন অভিনেতা আল্লু অর্জুন ৷ আল্লু অর্জুনকে চিক্করপল্লী পুলিশ স্টেশন থেকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে গান্ধি হাসপাতালে ৷

সেকেন্দ্রাবাদ গান্ধি হাসপাতালে ডেপুটি সুপারিনটেনডেন্ট সুনিল বলেন, "আমরা অভিনেতার ব্লাড প্রেশার টেস্ট করেছি ৷ পাশাপাশি কোভিড টেস্টও করা হয়েছে ৷ প্রতিটা পরীক্ষাতেই অভিনেতার রিপোর্ট নর্মাল এসেছে ৷ পাশাপাশি ইসিজি-ও করা হয়েছে ৷ নিরাপত্তার কারণে তাঁর শারীরিক পরীক্ষা সুপারিনটেনডেন্ট অফিসে করা হয়েছে চিকিৎসকদের উপস্থিতিতে ৷" এরপরেই বিকেলে জানা যায়, নামপল্লি আদালত অভিনেতাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.