কলকাতা, 19 ফেব্রুয়ারি: ভাইরাল গায়িকা রানু মণ্ডলের জীবনী সিনেপর্দায় তুলে ধরা হবে তা সকলেরই জানা ৷ এবার সেই গানের জন্য কণ্ঠ দিলেন পপ শিল্পী ঊষা উত্থুপ ৷ 'ক্যাকটাস'-এর সিধুর সুরে ও কথায় গান গাইলেন তিনি । ছবির নাম 'এক পেয়ার কা নগমা হ্যায়'। 'পদ্মভূষণ' পাওয়ার পর এটিই হতে চলেছে ঊষা উত্থুপের প্রথম হিন্দি ছবির প্লে-ব্যাক।
সঙ্গীত পরিচালনা দায়িত্বে সিধু ৷ তাঁর কথা ও সুরে, শিল্পী ঊষা উত্থুপ ভীষণ ভাবে আপ্লুত। সমস্ত ব্যস্ততার মধ্যেই সদ্য এই গানের রেকর্ডিং সম্পন্ন করলেন শিল্পী ঊষা উত্থুপ। সঙ্গীতায়োজনে শুভজিৎ রায় (টুবাই)। সম্প্রতি দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাছের মানুষ' ছবিতে 'চুম্বক মন' গানটি 'পদ্মভূষণ' সম্মান সম্মানিত ঊষা উত্থুপের কণ্ঠে সাড়া ফেলেছে টলিউডে। এ ছাড়াও 'কলকাতার হ্যারি', 'কাহানি', 'দৃশ্যম টু', 'কভি খুশি কভি গম'-এর মতো অসংখ্য ছবিতে গান গেয়েছেন তিনি। তা ছাড়াও রয়েছে অগণিত পপ সঙ্গীত।
পরিচালক হৃষিকেশ মণ্ডল জানিয়েছেন, গানের ভাবনা প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরকে উৎসর্গ করেই তৈরি হয়েছে ৷ ছবির কাহিনি- চিত্রনাট্য, ভাইরাল সিঙ্গার রানু মণ্ডলের জীবনযুদ্ধের আদলে তৈরি হয়েছে। সত্যি ঘটনায় অনুপ্রাণিত এই হিন্দি ছবি। তবে, কোনওভাবেই এটিকে বায়োপিক বা ডকুমেন্টারি ফিল্ম বলতে নারাজ পরিচালক। মিউজিক্যাল এই হিন্দি ছবিতে রয়েছে মোট 11টি গান। ছবির সঙ্গীত পরিচালক সিধু, সুরজিৎ চট্টোপাধ্যায়, নীলাকাশ রায়, সন্দীপ কর। ঊষা উত্থুপ ছাড়াও গান গেয়েছেন শ্রীরাধা বন্দোপাধ্যায়, সিধু, সুরজিৎ চচট্টোপাধ্যায়, অঙ্কিতা ভট্টাচার্য, প্রশমিতা পাল, শুভশ্রী দেবনাথ, সায়ন্তনী ঘোষ, মৌমিতা রায়, শুভদীপ দাস চৌধুরী, সন্দীপ কর এবং রানু মণ্ডল স্বয়ং।
প্রসঙ্গত, এই ছবির প্রধান চরিত্রে 'সেক্রেট গেম' খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। চলতি বছর মুক্তি পাবে এই হিন্দি ছবি। শ্যুটিং হয়েছে কলকাতা ও মুম্বইতে। সিনেমাটোগ্রাফার রফিকুল ইসলাম এবং সম্পাদনা পবিত্র জানা। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় হৃষিকেশ মণ্ডল। তবে রানু মণ্ডলের জীবনী অবলম্বনে তৈরি 'এক পেয়ার কা নগমা হ্যায়' কবে মুক্তি পাবে, তা এখনও প্রকাশ্যে আসেনি ৷
আরও পড়ুন:
1. আইনি বিয়ে সারলেন কাঞ্চন-শ্রীময়ী, লালরঙা পোশাকে কাছাকাছি মল্লিক দম্পতি
2. নতুন পেশা বেছে নিলেন বনি? হাল ধরতে সঙ্গী প্রিয়াঙ্কা
3. 'সেলেব ভাবার অবকাশই নেই', বলিউডে আত্মপ্রকাশের পরেও মাটিতে পা ঝিলমের