ETV Bharat / entertainment

পদ্ম পুরস্কারে সম্মানিত বৈজন্তীমালা-ঊষা, আবেগতাড়িত হেমা মালিনী - Hema malini

Padma Awards 2024: অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাশাপাশি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন পপ সম্রাজ্ঞী ঊষা উত্থুপ ৷ সঙ্গীত জগতে অবদানের জন্য এই সম্মান পেয়ে আপ্লুত সঙ্গীত শিল্পী ঊষা ৷ অন্যদিকে, প্রবাদপ্রতীম অভিনেত্রী বৈজন্তীমালার বাড়িতে গেলেন হেমা মালিনী ৷

Etv Bharat
পদ্ম অ্যাওয়ার্ডে সম্মানিত বৈজন্তামালা-ঊষা উত্থুপ
author img

By ANI

Published : Jan 27, 2024, 6:15 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ আবেগতাড়িত পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়ে ৷ সংবাদ সংস্থা এএনআইকে জানান নিজের প্রতিক্রিয়া ৷

তিনি বলেন, "আমি এই খবর পেয়ে উচ্ছ্বসিত ৷ খুব ভালো লাগছে ৷ আমি এখনও বিশ্বাস করতে পারছি না এটা সত্যি ৷ আমি ভগবানের কাছে কৃতজ্ঞ ৷ আমি কৃতজ্ঞ কেন্দ্রীয় সরকার ও দেশের প্রতি ৷ 54 বছর ধরে গান করে চলেছি ৷ ভালো লাগে যখন সেই কাজ, পরিশ্রম স্বীকৃতি পায় ৷ আমি আমার পরিবার, বন্ধু, মিউজিশিয়ান, টেকনিশিয়ান ও সংবাদ মাধ্যমের সকল বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই ৷"

পাঁচ দশকের সঙ্গীত জীবনে একাধিক হিট গান উপহার দিয়েছেন ঊষা উত্থুপ ৷ 'রাম্বা হো হো', 'হরি ওম হরি', 'কই ইহা আহা', 'ওয়ান টু চা চা' ও 'ডার্লিং'-এর মতো জনপ্রিয় গান আজও দর্শক দরবারে প্রশংসিত ৷ শ্রোতারা এই গান শুনতে আজও ভালোবাসেন ৷ তাঁর অন্যরকম কন্ঠস্বর আজও সঙ্গীতপ্রেমীদের নাড়িয়ে দেয় ৷ অন্যদিকে, সিনেমা জগতের প্রবাদপ্রতীম শিল্পী বৈজন্তীমালা সম্মানিত হয়েছেন পদ্মবিভূষণ সম্মানে ৷ অভিনেত্রী তথা রাজনীতিবিদ হেমা মালিনী দেখা করেন বর্ষীয়ান জুয়েলথিফ তারকার সঙ্গে ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করেন একাধিক ছবি ৷

হেমা মালিনীকে এদিন দেখা যায় সবু সালোয়ার শুটে ৷ অন্যদিকে, বৈজন্তীমালার পরনে ছিল হলুদ রঙের শাড়ি ৷ সোশাল মিডিয়ায় হেমা লেখেন, "জীবনের অন্যতম স্মরণীয় দিন ৷ আমার রোল মডেল ও আইকন বৈজন্তীমালার সঙ্গে দেখা করার সুযোগ হল ৷ চেন্নাইয়ে তাঁর বাড়িতে দেখা হল পরিবারের সঙ্গেও ৷ তিনি এখনও প্রাণচ্ছ্বোল ৷ এখনও নাচ ভালোবাসেন ৷ নানা বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা হল ৷ তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে ৷ তিনি বাইরে যেমন সুন্দর, ভিতর থেকেও ততটাই সুন্দর ৷" 1949 সালে মাত্র 16 বছর বয়সে তামিল ছবি দিয়ে সিনেপর্দায় পা রাখেন বৈজন্তীমালা ৷ 'দেবদাস', 'সঙ্গম', 'মধুমতী', 'নয়াদৌড়'-এর মতো আইকনিক ছবি সিনে উপহার দিয়েছেন রূপোলি জগতে ৷

আরও পড়ুন:

1. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

2. 'আমি কৃতজ্ঞ', পদ্মবিভূষণে সম্মানিত হওয়ার পর সোশাল বার্তা মেগাস্টার চিরঞ্জীবীর

3. 'ময়দান' ছবিতে অজয় দেবগণের সঙ্গে কাজ, কেমন অভিজ্ঞতা বাংলার তন্ময়ের; শুনল ইটিভি ভারত

কলকাতা, 27 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ আবেগতাড়িত পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়ে ৷ সংবাদ সংস্থা এএনআইকে জানান নিজের প্রতিক্রিয়া ৷

তিনি বলেন, "আমি এই খবর পেয়ে উচ্ছ্বসিত ৷ খুব ভালো লাগছে ৷ আমি এখনও বিশ্বাস করতে পারছি না এটা সত্যি ৷ আমি ভগবানের কাছে কৃতজ্ঞ ৷ আমি কৃতজ্ঞ কেন্দ্রীয় সরকার ও দেশের প্রতি ৷ 54 বছর ধরে গান করে চলেছি ৷ ভালো লাগে যখন সেই কাজ, পরিশ্রম স্বীকৃতি পায় ৷ আমি আমার পরিবার, বন্ধু, মিউজিশিয়ান, টেকনিশিয়ান ও সংবাদ মাধ্যমের সকল বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই ৷"

পাঁচ দশকের সঙ্গীত জীবনে একাধিক হিট গান উপহার দিয়েছেন ঊষা উত্থুপ ৷ 'রাম্বা হো হো', 'হরি ওম হরি', 'কই ইহা আহা', 'ওয়ান টু চা চা' ও 'ডার্লিং'-এর মতো জনপ্রিয় গান আজও দর্শক দরবারে প্রশংসিত ৷ শ্রোতারা এই গান শুনতে আজও ভালোবাসেন ৷ তাঁর অন্যরকম কন্ঠস্বর আজও সঙ্গীতপ্রেমীদের নাড়িয়ে দেয় ৷ অন্যদিকে, সিনেমা জগতের প্রবাদপ্রতীম শিল্পী বৈজন্তীমালা সম্মানিত হয়েছেন পদ্মবিভূষণ সম্মানে ৷ অভিনেত্রী তথা রাজনীতিবিদ হেমা মালিনী দেখা করেন বর্ষীয়ান জুয়েলথিফ তারকার সঙ্গে ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করেন একাধিক ছবি ৷

হেমা মালিনীকে এদিন দেখা যায় সবু সালোয়ার শুটে ৷ অন্যদিকে, বৈজন্তীমালার পরনে ছিল হলুদ রঙের শাড়ি ৷ সোশাল মিডিয়ায় হেমা লেখেন, "জীবনের অন্যতম স্মরণীয় দিন ৷ আমার রোল মডেল ও আইকন বৈজন্তীমালার সঙ্গে দেখা করার সুযোগ হল ৷ চেন্নাইয়ে তাঁর বাড়িতে দেখা হল পরিবারের সঙ্গেও ৷ তিনি এখনও প্রাণচ্ছ্বোল ৷ এখনও নাচ ভালোবাসেন ৷ নানা বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা হল ৷ তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে ৷ তিনি বাইরে যেমন সুন্দর, ভিতর থেকেও ততটাই সুন্দর ৷" 1949 সালে মাত্র 16 বছর বয়সে তামিল ছবি দিয়ে সিনেপর্দায় পা রাখেন বৈজন্তীমালা ৷ 'দেবদাস', 'সঙ্গম', 'মধুমতী', 'নয়াদৌড়'-এর মতো আইকনিক ছবি সিনে উপহার দিয়েছেন রূপোলি জগতে ৷

আরও পড়ুন:

1. পদ্মভূষণ সম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী-ঊষা উত্থুপ, পদ্মশ্রী তালিকায় আট বাঙালি

2. 'আমি কৃতজ্ঞ', পদ্মবিভূষণে সম্মানিত হওয়ার পর সোশাল বার্তা মেগাস্টার চিরঞ্জীবীর

3. 'ময়দান' ছবিতে অজয় দেবগণের সঙ্গে কাজ, কেমন অভিজ্ঞতা বাংলার তন্ময়ের; শুনল ইটিভি ভারত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.