কলকাতা, 20 জুন: সিনেমাওয়ালাদের জন্য সুখবর ৷ এক লাফে বাংলা ছবির ডিজিটাল প্রোডাকশন চার্জ কমাল 'ইম্পা' (ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)। বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইম্পার তরফে জানানো হয়েছে, বাংলা ছবির ডিজিটাল প্রোজেকশন চার্জ এক ধাক্কায় প্রায় এক-তৃতীয়াংশ কমিয়েছে ইউফো। উল্লেখ্য, হিন্দি-সহ অন্যান্য ভাষার ছবি এই রাজ্যে 7 দিন সিমেনা হলে দেখানোর জন্য খরচ পড়ত সাড়ে 5 হাজার টাকা ৷ বাংলা ছবির ক্ষেত্রে দিতে হয় 7 হাজার টাকা। অর্থাৎ, দিনপিছু এক হাজার টাকা। এবার চার্জ কমানো হয়েছে এক তৃতীয়াংশ ৷
ইম্পার পক্ষ থেকে প্রেসিডেন্ট পিয়া চক্রবর্তী বলেন, "দীর্ঘ বৈঠকের পর ইউফো বাংলা ছবির ডিজিটাল প্রোজেকশন চার্জ কমাতে রাজি হয়েছে । তাই বাংলা ছবি দেখানোর জন্য সপ্তাহে 7 হাজার টাকা নয়, দিতে হবে দু'হাজার একশো টাকা । তবে, এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। তাতেও প্রতি দিনের খরচ দাঁড়াবে 300 থেকে 500 টাকার মধ্যে। ডিজিটাল প্রোজেকশনের এই খরচ কমায় খুশি সিনেমাওয়ালারাও ৷"
পাশাপাশি, ধাগা প্রযোজনা সংস্থার তরফে শুভঙ্কর মিত্র বলেন, "অর্থের অভাবে ইচ্ছে থাকলেও অনেক সময়ে পরিবেশকদের ছবি দেখানোর সুযোগ দিতে পারিনি। অবশেষে সেই সমস্যার সমাধান হল আজ। সত্যিই এটার খুব দরকার ছিল।" তাঁর কথার রেশ ধরেই ব্যস্ত পরিচালক তথা প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "সত্যিই খুশির খবর। ইউফোর এই পদক্ষেপ প্রশংসনীয়। বাকি সংস্থাও একই পথে হাঁটলে আরও খুশি হব।"
তবে, এই প্রসঙ্গেই বেহালার অশোকা সিনেমা হলের মালিক ইটিভি ভারতকে বলেন, "কলকাতার অধিকাংশ হলে টু কে মেশিন চলে। এর জন্য কোনও ব্যয় কমানো হয়নি। নন টু কে মেশিন মফস্বলে চলে। ফলে, আমাদের এক্ষেত্রে কোনও সুরাহা হয়নি। যেটুকু সুবিধা হয়েছে মফস্বলের সিনেমা হলের ক্ষেত্রে ৷"
এদিকে বাংলা ছবির ডিজিটাল প্রোডাকশন চার্জ কমার খবর প্রাকশ্যে আসতেই প্রযোজক রানা সরকার এস ভি এফ কর্তাদের উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে খোলা চিঠিতে জানিয়েছেন, ইউফো ইম্পার উদ্যোগে বাংলা সিনেমার জন্য ডিজিটাল প্রোহেকশন চার্জ এক লাফে এক তৃতীয়াংশ কমিয়ে দিয়েছে। এতদিন ডিজিটাল প্রোজেকশন-এ সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলা সিনেমার প্রযোজকদের সবচেয়ে বেশি টাকা দিতে হত, হিন্দি সিনেমা বা অন্যান্য রিজিওনাল সিনেমার থেকে যা অনেকটাই বেশি। আমরাও অনেক চেষ্টা করেছি যাতে এই চার্জ কমানো হয়, কিন্তু এতদিন হয়নি। এখন ইউফো প্রতি সপ্তাহে 7 হাজার টাকা থেকে কমিয়ে মাত্র 2 হাজার 100 টাকা বাংলা সিনেমার জন্য বরাদ্দ করতে রাজি হয়েছে। রানা সরকার আরও লেখেন, শ্রীকান্তদা/মণিদা, তোমরা তো জানো, ইউফো'র কাছে বেশি সিনেমা হল নেই। অধিকাংশ সিনেমা হলে এস ভি এফ কিউব প্রোজেকশন সিস্টেম চলে। এটা বলতে কোনো দ্বিধা নেই একা এস ভি এফ দীর্ঘদিন ধরে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছে।"