হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: চলতি সপ্তাহেই সরস্বতী পুজো ৷ আবার ওই দিন ভ্যালেন্টাইনস ডে-ও বটে ৷ উপহার, ফুল, চকলেট দেওয়া-নেওয়ার পাশাপাশি ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন, সবকিছুই মোটামুটি প্ল্যান হয়ে গিয়েছে প্রিয়জনের জন্য ৷ তবে এই দিনে দেখতে পারেন সিনেমাও ৷ খরচের কথা চিন্তা একদম করবেন না ৷ কারণ কাপলদের জন্য বিশেষ অফার দিচ্ছে 'তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া' নির্মাতারা ৷ এক টিকিটেই সিনেমা দেখার সুযোগ পাবেন দু'জন ৷ ভালোবাসার দিনে, ভালোবাসার মানুষের জন্য এমন অফার ছেড়ে দেওয়া যায়?
9 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অমিত জোশি ও আরাধনা শাহ পরিচালিত প্রথম ছবি 'তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া' ৷ রম-কমের সঙ্গে সায়েন্স ফিকশন মিলিয়ে এই ছবি বিনোদনের জন্য পারফেক্ট ৷ শাহিদ কাপুর, কৃতি শ্যানন, ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র অভিনীত এই ছবি আপনাকে হাসাবে আবার কাঁদাবেও ৷ সম্প্রতি ছবির নির্মাতারা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে বিশেষ অফার দিয়েছেন ৷ প্রেক্ষাগৃহে একটা টিকিটেই এই সিনেমা দেখতে পাবেন দু'জন ৷
ছবির গল্পের দিকে নজর দিলে দেখা যায়, আরিয়ান একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়র ৷ যিনি রোবট তৈরি ও পরীক্ষার কাজের সঙ্গে যুক্ত ৷ যে চরিত্রে দেখা গিয়েছে শাহিদ কাপুরকে ৷তাঁর অনুপ্রেরণা আবার মাসি, যে চরিত্রে দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়াকে ৷ তিনি একজন রোবট বিজ্ঞানী ৷ মানুষের একাকিত্ব দূর করার জন্য তিনি এমন এক রোবট বানান, অজান্তে তাঁর প্রেমেই পড়ে যান শাহিদ ৷ তাঁকেই বিয়ে করার পরিকল্পনা করেন ৷ তারপর কী হয়, কীভাবে এগোয় ছবির গল্প, তার পরিণতিই বা কী হয়, তা জানা যাবে ছবি দেখলে ৷ মজার বিষয় হল, এই ছবি শেষ হয়েও শেষ হবে না ৷ কারণ ছবির দ্বিতীয় ভাগ যে আসবে তা, শেষে নিশ্চিত করেছেন নির্মাতারা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
বক্সঅফিসে ছবির ব্যবসা বেশ ভালোই ৷ তিনদিনে ছবির আয় হয়েছে 26 কোটি টাকা ৷ প্রথম দিন ছবির ঘরে ঢুকেছে 6.7 কোটি টাকা ও দ্বিতীয় দিনে এসেছে 9.65 কোটি টাকা ৷ তৃতীয় দিনে এই ছবি আয় করেছে 10.50 কোটি টাকা ৷ অর্থাৎ ভারতে মোট আয় হয়েছে 26.85 কোটি টাকা ৷ ভালোবাসার দিনে এই অফার যে বক্সঅফিসে ভালো ব্যবসা করবে, তা আন্দাজ করা যায় ৷
আরও পড়ুন:
1. 179 বার বদলেছে চিত্রনাট্য, 'টুয়েলভথ ফেল' ছবির সংলাপ মনে রাখাই চ্যালেঞ্জ ছিল বিক্রান্তের
2. কবে থেকে শুরু 'মেট্রো ইন দিনো'র শুটিং ? সামনে এল বড় খবর
3. ভ্যালেন্টাইন সপ্তাহে প্রিয়জনের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া'