ETV Bharat / entertainment

KIFF 2024: চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন কুমার সাহানিকে - KIFF 2024

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জানানো হল পরিচালক তথা চিত্রনাট্যকার কুমার সাহানিকে। পুরনো দিনের কথা শোনান সঞ্জয় মুখোপাধ্যায় ৷

KIFF 2024
চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন কুমার সাহানিকে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 10, 2024, 3:51 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জানানো হল চলচ্চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার কুমার সাহানিকে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর নির্মিত কিছু ছবির ঝলক দেখানো হয় 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ স্বনামধন্য পরিচালককের কাজ নিয়ে বক্তব্য রাখেন সঞ্জয় মুখোপাধ্যায়, সন্দীপ চট্টোপাধ্যায়, রিমলি ভট্টাচার্য। সঞ্চালনায় রত্নোত্তমা সেনগুপ্ত।

সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, "কুমার দা এমন মানুষ ছিলেন যে একবার কুমার দা একবার আড্ডা মার‍তে পারছিলেন না কারণ তাঁর পিছনে দুজন পুলিস সবসময় ঘুরছিল। নিজেকে স্বাধীন মনে হচ্ছিল না তাঁর। এরপর পুলিশদের সরিয়ে দিলে তিনি জমিয়ে আড্ডা দেন।" সঞ্জয় মুখোপাধ্যায় আরও বলেন, "ঋত্বিক ঘটক একবার বলেছিলেন, কুমার শাহানি পাঞ্জাব-কাশ্মীরের ছেলে। একটু পায়ে পোলিও আছে। কিন্তু সম্ভাবনাময়।"

অবিভক্ত ভারতে সিন্ধু লারকানায় জন্ম কুমার শাহানির। বম্বে ইউনিভার্সিটি থেকে পড়াশুনা করে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এ চলচ্চিত্র নির্মাণের শিক্ষা নিতে যান। সেখানেই সাক্ষাৎ কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের সঙ্গে। তাঁর সংস্পর্শে এসে সিনেমা মাধ্যম, বাস্তববাদ, সিনেমায় সঙ্গীত ব্যবহার নিয়ে পাঠ নেন। তিনি রবার্ট ব্রেসঁ'র সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন বহুদিন।

ভারতীয় সিনেমার সম্পূর্ণ নতুন একটি ধারার প্রসার ঘটান কুমার সাহানি। বাংলায় 'মায়া দর্পণ', 'তরঙ্গ', 'খেয়াল গাঁথা', 'কসবা', 'চার অধ্যায়' ছবিগুলি তাঁরই পরিচালিত। এদিন তাঁর সঙ্গে কাটানো নানান সময়ের স্মৃতিচারণা করেন সঞ্জয় মুখোপাধ্যায়। প্রতিদিনই নন্দন চত্বরে ভারতীয় সিনেমার প্রখ্যাত পরিচালকদের নিয়ে আড্ডা বসছে ৷ আলোচনায় হয়ে উঠছে ভারতীয় সিনেমার ইতিহাসের কথা ৷ সেই ইতিহাসে বড় বড় অক্ষরে লেখা রয়েছে চলচ্চিত্র পরিচালক কুমার সাহানির নামও ৷

কলকাতা, 10 ডিসেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জানানো হল চলচ্চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার কুমার সাহানিকে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর নির্মিত কিছু ছবির ঝলক দেখানো হয় 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ স্বনামধন্য পরিচালককের কাজ নিয়ে বক্তব্য রাখেন সঞ্জয় মুখোপাধ্যায়, সন্দীপ চট্টোপাধ্যায়, রিমলি ভট্টাচার্য। সঞ্চালনায় রত্নোত্তমা সেনগুপ্ত।

সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, "কুমার দা এমন মানুষ ছিলেন যে একবার কুমার দা একবার আড্ডা মার‍তে পারছিলেন না কারণ তাঁর পিছনে দুজন পুলিস সবসময় ঘুরছিল। নিজেকে স্বাধীন মনে হচ্ছিল না তাঁর। এরপর পুলিশদের সরিয়ে দিলে তিনি জমিয়ে আড্ডা দেন।" সঞ্জয় মুখোপাধ্যায় আরও বলেন, "ঋত্বিক ঘটক একবার বলেছিলেন, কুমার শাহানি পাঞ্জাব-কাশ্মীরের ছেলে। একটু পায়ে পোলিও আছে। কিন্তু সম্ভাবনাময়।"

অবিভক্ত ভারতে সিন্ধু লারকানায় জন্ম কুমার শাহানির। বম্বে ইউনিভার্সিটি থেকে পড়াশুনা করে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এ চলচ্চিত্র নির্মাণের শিক্ষা নিতে যান। সেখানেই সাক্ষাৎ কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের সঙ্গে। তাঁর সংস্পর্শে এসে সিনেমা মাধ্যম, বাস্তববাদ, সিনেমায় সঙ্গীত ব্যবহার নিয়ে পাঠ নেন। তিনি রবার্ট ব্রেসঁ'র সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন বহুদিন।

ভারতীয় সিনেমার সম্পূর্ণ নতুন একটি ধারার প্রসার ঘটান কুমার সাহানি। বাংলায় 'মায়া দর্পণ', 'তরঙ্গ', 'খেয়াল গাঁথা', 'কসবা', 'চার অধ্যায়' ছবিগুলি তাঁরই পরিচালিত। এদিন তাঁর সঙ্গে কাটানো নানান সময়ের স্মৃতিচারণা করেন সঞ্জয় মুখোপাধ্যায়। প্রতিদিনই নন্দন চত্বরে ভারতীয় সিনেমার প্রখ্যাত পরিচালকদের নিয়ে আড্ডা বসছে ৷ আলোচনায় হয়ে উঠছে ভারতীয় সিনেমার ইতিহাসের কথা ৷ সেই ইতিহাসে বড় বড় অক্ষরে লেখা রয়েছে চলচ্চিত্র পরিচালক কুমার সাহানির নামও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.