ETV Bharat / entertainment

প্রকাশ্যে 'চালচিত্র' ছবির গান, নাচের তালে তুফান টোটা-শান্তনুর - TOTA SHANTANU DANCE SONG

আগে ছিল রণবীর সিং এবার শান্তনু মহেশ্বরী ৷ ফের একবার নাচের চালে ঝড় তুললেন অভিনেতা টোটা রায়চৌধুরী ৷

Etv Bharat
নাচের তালে তুফান টোটা-শান্তনুর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 5, 2024, 6:59 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: অপেক্ষার পালা শেষ! প্রকাশ্যে এল পরিচালক প্রতিম ডি.গুপ্তর বহু প্রত্যাশিত ছবি 'চালচিত্র'র একটি গান ‘জানি না মানে’। এই প্রথমবার বাংলার অভিনেতা টোটা রায় চৌধুরী এবং মুম্বইয়ের শান্তনু মহেশ্বরীকে দেখা গিয়েছে নাচের যুগলবন্দীতে। স্বভাবতই দর্শকের কাছে এ এক বড় প্রাপ্তি হতে চলেছে।

দেবজ্যোতি মিশ্রর সুরে, ঋতম সেন, পরিচালক প্রতিম ডি.গুপ্তের লেখা এবং কিংবদন্তি উষা উত্থুপের গাওয়া ‘জানি না মানে’ শীর্ষক গানের ভিডিয়োয় তাঁদের সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন, "এই সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার গানে হয় পুরনো গানের নকল ৷ নাহলে বলিউডের বা দক্ষিণী ছবির অন্ধ প্রভাব দেখা যাচ্ছে। আমাদের ছবির গান 'জানি না মানে' একটি নতুন, অনবদ্য ডান্স নম্বর। উষা উত্থুপ মানে আমাদের সবার প্রিয় উষা দি'র গান আর শান্তনু, টোটার নাচ দর্শকদের খুবই পছন্দ হবে বলে আমি আশাবাদী।"

ফ্রেন্ডস কমিউনিকেশনের এমডি ফিরদৌসুল হাসান জানালেন, "আমি আর টোটা এক কলেজে এক ক্লাসে পড়েছি। কলেজের দিন থেকেই টোটা তাঁর ব্রেক ডান্সের জন্য খুব জনপ্রিয় ছিল। শান্তনুর কথা আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এইবার দর্শকরা জানাবেন তাঁদের কেমন লাগল আমাদের ছবির গান।"

টোটা এবং শান্তনু ছাড়াও, 'চালচিত্র' ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, মহম্মদ জিয়াউল ফারুক অপূর্ব, রাইমা সেন, প্রিয়া বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, অনিন্দিতা বসু এবং ইন্দ্রজিৎ বসু। চালচিত্র বড়পর্দায় মুক্তি পাচ্ছে চলতি বছর 20 ডিসেম্বর।

কলকাতা, 5 ডিসেম্বর: অপেক্ষার পালা শেষ! প্রকাশ্যে এল পরিচালক প্রতিম ডি.গুপ্তর বহু প্রত্যাশিত ছবি 'চালচিত্র'র একটি গান ‘জানি না মানে’। এই প্রথমবার বাংলার অভিনেতা টোটা রায় চৌধুরী এবং মুম্বইয়ের শান্তনু মহেশ্বরীকে দেখা গিয়েছে নাচের যুগলবন্দীতে। স্বভাবতই দর্শকের কাছে এ এক বড় প্রাপ্তি হতে চলেছে।

দেবজ্যোতি মিশ্রর সুরে, ঋতম সেন, পরিচালক প্রতিম ডি.গুপ্তের লেখা এবং কিংবদন্তি উষা উত্থুপের গাওয়া ‘জানি না মানে’ শীর্ষক গানের ভিডিয়োয় তাঁদের সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন, "এই সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার গানে হয় পুরনো গানের নকল ৷ নাহলে বলিউডের বা দক্ষিণী ছবির অন্ধ প্রভাব দেখা যাচ্ছে। আমাদের ছবির গান 'জানি না মানে' একটি নতুন, অনবদ্য ডান্স নম্বর। উষা উত্থুপ মানে আমাদের সবার প্রিয় উষা দি'র গান আর শান্তনু, টোটার নাচ দর্শকদের খুবই পছন্দ হবে বলে আমি আশাবাদী।"

ফ্রেন্ডস কমিউনিকেশনের এমডি ফিরদৌসুল হাসান জানালেন, "আমি আর টোটা এক কলেজে এক ক্লাসে পড়েছি। কলেজের দিন থেকেই টোটা তাঁর ব্রেক ডান্সের জন্য খুব জনপ্রিয় ছিল। শান্তনুর কথা আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এইবার দর্শকরা জানাবেন তাঁদের কেমন লাগল আমাদের ছবির গান।"

টোটা এবং শান্তনু ছাড়াও, 'চালচিত্র' ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, মহম্মদ জিয়াউল ফারুক অপূর্ব, রাইমা সেন, প্রিয়া বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, অনিন্দিতা বসু এবং ইন্দ্রজিৎ বসু। চালচিত্র বড়পর্দায় মুক্তি পাচ্ছে চলতি বছর 20 ডিসেম্বর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.