কলকাতা, 1 জুন: চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফা নির্বাচন। আজ বাংলার নয়টি লোকসভা কেন্দ্রে চলছে নির্বাচন। বেলা গড়িয়ে দুপুর গড়াতেই বুথ কেন্দ্রে ভিড় জমালেন একঝাঁক টলিউড তারকারা ৷ নিজ নিজ বুথে এদিন ভোটাধিকার প্রয়োগ করলেন নুসরত জাহান থেকে মিমি চক্রবর্তী ৷ বাবা ও মায়ের সঙ্গে ভোটদান করেন কোয়েল মল্লিক ৷ স্ত্রী শুভশ্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন রাজ চক্রবর্তী ৷ গণতান্ত্রিক উৎসবে মাতেন অঞ্জনা বসু, অপর্ণা সেন থেকে লাভলি মৈত্র, ভাস্বর চট্টোপাধ্যায়-সহ অন্যান্য তারকারা ৷
রাজনীতি থেকে বর্তমানে এখন দূরে থাকলেও বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরত জাহান ভোট দিয়ে বলেন, "দয়া করে সকলে ভোট দিন। এটা আমাদের অধিকার। সকলের ভোট গুরুত্বপূর্ণ।" বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে দক্ষিণ কলকাতার বাঙুর স্কুলে ভোট দেন কোয়েল মল্লিক। তবে সাদা নয়, ভোটফ্যাশনে তাঁর কাছে বরং প্রাধান্য পেল সি-গ্রিন রং ৷ এই রংয়ের শালোয়ারে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ৷ বালিগঞ্জের মডার্ন হাইস্কুলে ভোটাধিকার প্রয়োগ করেন বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরত জাহান ৷ অঞ্জনা বসু ভোট দেন জুবিলি পার্কের একটি স্কুলে। মিমি চক্রবর্তী মায়ের সঙ্গে কসবার সারদা অ্যাকাডেমিতে যান ভোট দিতে ৷
ভোট দিয়ে বাড়ি ফিরে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন টলি সেলেব ভাস্বর চট্টোপাধ্যায় ৷ তিনি ইটিভি ভারতকে বলেন, "আমি সকাল সাতটায় পৌঁছে গিয়েছিলাম ভোটগ্রহণ কেন্দ্রে। নিউ আলিপুরে আমার বাড়ি ৷ সমস্যা হয়নি কখনওই ভোট দিতে। পুলিশ ও জওয়ানে ছয়লাপ চারদিক। সুতরাং ঝামেলা হওয়ার কথাই না।" তাঁকে এবছর তৃণমূলের হয়ে প্রচারে দেখা গিয়েছে। জানতে চাওয়া হয়, বাংলা বিনোদন দুনিয়ার মানুষেরা আজ অনেকেই সরাসরি রাজনীতিতে। তাঁর কাছে প্রার্থী হওয়ার সুযোগ আসলে কী করবেন? তিনি বলেন, "প্রার্থী হওয়ার অফার আগেও পেয়েছি। কিন্তু আমি যাইনি। এবারে প্রচারে গিয়েছিলাম। ওই পর্যন্তই ঠিক আছে। যেটা বেশি বুঝি না-সেটাতে ঝাঁপ না-দেওয়াই ভালো। "