কলকাতা, 14 অগস্ট: আরজি কর কাণ্ডে যখন তোলপাড় দেশ, সমাজ, সোশাল মিডিয়া তখন শহরের বুকে বসে চুপ রাজনীতির প্রথম সারির মহিলা নেত্রীরা ৷ সোশাল মিডিয়ায় যাঁদেরকে 'লাপাতা লেডিস' বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা ৷ তালিকায় নাম জুড়েছে শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ৷ এঁরা প্রত্যেকেই ভোটে জিতে সমাজের-মানুষের সেবায় নিয়োজিত ৷ কিন্তু বাংলার মেয়ের উপর যে পাশবিক ঘটনা ঘটে গিয়েছে তা নিয়ে একটি বাক্যও খরচ করতে দেখা যায়নি এখনও ৷ এমতাবস্থায় সোশাল মিডিয়ায় কটাক্ষের তালিকায় ছিলেন জুন মালিয়া ও সায়নী ঘোষও ৷ তবে তাঁদেরও প্রতিবাদী পোস্ট আসে সোশাল মিডিয়ায় ৷
টুইটে প্রতিবাদ জানান সাংসদ জুন মালিয়া। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। তিনি বলেন, "অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। অপরাধীকে ধরার জন্য সিবিআই তদন্তের কথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন। সিবিআই তদন্ত চলবে ৷ প্রকৃত অপরাধীর শাস্তি হোক কঠিন থেকে কঠিনতম। এটাই চাই।"
बंगाल से निर्वाचित TMC की 11 महिला सांसदों में से किसी एक भी महिला सांसद में क्या इतना सामर्थ्य नहीं बचा कि वह #rgkarmedicalcollege में हुई विभत्स घटना की पीड़िता के लिए न्याय की आवाज बन सके।
— Locket Chatterjee (@me_locket) August 14, 2024
1/2 pic.twitter.com/VQjLI9hUQl
তিনি আরও বলেন, "রাতের প্রতিবাদে যেন কোনও রাজনৈতিক রং না থাকে ৷ তাহলেই এটাকে মুভমেন্ট বলব। নচেৎ নয়। গতবছর স্বপ্নদীপকে নিয়েও এভাবে গর্জে উঠেছিল বাংলা। আবার ভুলেও গিয়েছে মানুষ তাঁকে। আমার মনে হয় আপনারা সংবাদ মাধ্যমও ভুলে গিয়েছেন স্বপ্নদীপকে। আরজি করের এই মেয়েটিকে যেন দু'দিন পরে কেউ ভুলে না যায়। ভুলে না গেলে এটাকে আন্দোলন বলব।"
For once let us all rise beyond politics and work towards bringing justice to the victim and her family of #RGKarMedicalCollegeHospital The punishment for the accused in this ghastly crime should be severe and fast tracked .
— June Maliah (@MaliahJune) August 12, 2024
এই প্রসঙ্গে জুন মালিয়া বিলকিস বানোর প্রসঙ্গ টেনে বলেন, "সুপ্রিম কোর্ট 11 জন দোষীকে 2 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। পরবর্তীতে, তিন দোষী আত্মসমর্পণের সময়সীমা বাড়ানোর আবেদন জানায়, যা খারিজ করে শীর্ষ আদালত।"
The RG Kar tragedy is shocking. No matter who investigates, the culprits behind this horrific act should face the highest degree of punishment. I hope that the CBI’s dismal conviction rate & the staggering pace of the court doesn’t end up defeating justice one deserves.
— Saayoni Ghosh (@sayani06) August 13, 2024
মঙ্গলবার রাতে এই ঘটনার তীব্র নিন্দা করে টুইটে প্রতিবাদ জানিয়েছেন সাংসদ সায়নী ঘোষ। তাঁর কথায়, "আরজি কর ট্র্যাজেডি মর্মান্তিক। যেই তদন্ত করুক না কেন, এই জঘন্য কাজের পিছনে দোষীদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।" এই ব্যাপারে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি। তৃণমূল নেত্রী হিসাবে রচনা, সায়ন্তিকা, শতাব্দীর পোস্ট এখনও পর্যন্ত নজরে আসেনি ৷ যদিও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পল প্রতিবাদে সামিল হয়েছেন ৷
Either take to the streets, or join us with the sound of the conch!
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) August 14, 2024
Tonight at 11:55 PM, let the city resonate with the sound of conch shells.
Rise up against the atrocities committed against women. The whole of West Bengal will take to the streets in protest against this… pic.twitter.com/xbramQIwxk