ETV Bharat / entertainment

একটি অক্ষিপক্ষেই লড়াইয়ের উৎস খুঁজছেন ক্যানসারে আক্রান্ত হিনা - HINA KHAN

স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন অভিনেত্রী ৷ চলছে কেমোথেরাপি ৷ মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ের মাঝে এবার নায়িকা প্রকাশ্যে আনলেন আরও একটি ছবি।

HINA KHAN
হিনা খান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 14, 2024, 10:00 PM IST

মুম্বই, 14 অক্টোবর: রিলের তারকার কঠিন বাস্তবের কাহিনি ৷ মারণ রোগ ক্যানসার তাঁর শরীরে বাসা বাঁধলেও প্রথম থেকেই লড়াইয়ের বার্তা দিয়ে চলেছেন আইকনিক স্টার হিনা খান ৷

কষ্টের মাঝে যেমন মুখ থেকে হাসি অমিল হতে দেননি তেমনই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন সমানে ৷ আর মাঝে মাঝে শারীরিক পরিস্থিতির কথা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ এবার নায়িকা পোস্ট করলেন এক হৃদয় বিদারক ছবি ৷ আর তা দেখে নেটিজেনরাও আবেগপ্রবণ ৷ তবে সেখানেও দিলেন লড়াইয়ের আরও এক উৎস ৷

কী পোস্ট করলেন অভিনেত্রী হিনা-

হিনা তাঁর ইনস্টাগ্রামে দু'টি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রীর চোখে মাত্র একটা পলক অবশিষ্ট। পোস্টের ক্যাপশনে হিনা লেখেন, "আমার শক্তির একটি উৎস রয়েছে, জানেন কী সেটা? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল ওরা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একগুচ্ছ লম্বা ও সুন্দর চোখের পলক। বর্তমানে এই একটি পলকই একা হয়ে দাঁড়িয়ে রয়েছে। শক্তিশালী যোদ্ধার মতো একা লড়াই করে চলেছে আমার সঙ্গে থেকে। এটাই আমার অনুপ্রেরণা।" এভাবেই তিনি একের পর এক বার্তা দিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগাচ্ছেন।

অভিনেত্রী ছবি পোস্ট করতেই ইন্ডাস্ট্রির সহকর্মীরা ভালোবাসায় ভরিয়ে দেন তাঁকে। শুধু ইন্ডাস্ট্রির বন্ধুরাই নন, তাঁর পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রসঙ্গত, জুন মাসের শুরুতে হিনা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর ক্যানসার কথা প্রকাশ করেছিলেন। সেখানেই তিনি জানান, স্টেজ থ্রি স্তন ক্যানসার আক্রান্ত ৷ বলি তারকা হিন্দি ধারাবাহিক 'ইয়ে রিস্তা ক্যায়া কেহেলাতা হ্যায়'-এর 'অক্ষরা' চরিত্রে নজর কেড়েছিলেন ৷ পরবর্তীতে 'ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি 8', 'বিগ বস 11'-সহ বেশ কয়েকটি রিয়েলিটি শোয়ে অংশ নেন ৷

মুম্বই, 14 অক্টোবর: রিলের তারকার কঠিন বাস্তবের কাহিনি ৷ মারণ রোগ ক্যানসার তাঁর শরীরে বাসা বাঁধলেও প্রথম থেকেই লড়াইয়ের বার্তা দিয়ে চলেছেন আইকনিক স্টার হিনা খান ৷

কষ্টের মাঝে যেমন মুখ থেকে হাসি অমিল হতে দেননি তেমনই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন সমানে ৷ আর মাঝে মাঝে শারীরিক পরিস্থিতির কথা শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ এবার নায়িকা পোস্ট করলেন এক হৃদয় বিদারক ছবি ৷ আর তা দেখে নেটিজেনরাও আবেগপ্রবণ ৷ তবে সেখানেও দিলেন লড়াইয়ের আরও এক উৎস ৷

কী পোস্ট করলেন অভিনেত্রী হিনা-

হিনা তাঁর ইনস্টাগ্রামে দু'টি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রীর চোখে মাত্র একটা পলক অবশিষ্ট। পোস্টের ক্যাপশনে হিনা লেখেন, "আমার শক্তির একটি উৎস রয়েছে, জানেন কী সেটা? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল ওরা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একগুচ্ছ লম্বা ও সুন্দর চোখের পলক। বর্তমানে এই একটি পলকই একা হয়ে দাঁড়িয়ে রয়েছে। শক্তিশালী যোদ্ধার মতো একা লড়াই করে চলেছে আমার সঙ্গে থেকে। এটাই আমার অনুপ্রেরণা।" এভাবেই তিনি একের পর এক বার্তা দিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগাচ্ছেন।

অভিনেত্রী ছবি পোস্ট করতেই ইন্ডাস্ট্রির সহকর্মীরা ভালোবাসায় ভরিয়ে দেন তাঁকে। শুধু ইন্ডাস্ট্রির বন্ধুরাই নন, তাঁর পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রসঙ্গত, জুন মাসের শুরুতে হিনা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর ক্যানসার কথা প্রকাশ করেছিলেন। সেখানেই তিনি জানান, স্টেজ থ্রি স্তন ক্যানসার আক্রান্ত ৷ বলি তারকা হিন্দি ধারাবাহিক 'ইয়ে রিস্তা ক্যায়া কেহেলাতা হ্যায়'-এর 'অক্ষরা' চরিত্রে নজর কেড়েছিলেন ৷ পরবর্তীতে 'ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি 8', 'বিগ বস 11'-সহ বেশ কয়েকটি রিয়েলিটি শোয়ে অংশ নেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.