নয়াদিল্লি, 3 অক্টোবর: সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর বিচ্ছেদ মিউচুয়ালি হয়নি ৷ তার পিছনে রয়েছে অন্য কারণ ৷ সম্প্রতি তেলেঙ্গনার মন্ত্রী কোন্ডা সুরেখার মন্তব্যে ঝড় উঠেছে নেটপাড়ায় ৷ ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে তৃতীয় ব্যক্তির কাটাছেঁড়া নিয়ে কড়া প্রতিক্রিয়া সমান্থা-নাগার ৷ প্রতিবাদে প্রাক্তন দম্পতির পাশে দাঁড়ালেন জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন ৷
সম্প্রতি তেলেঙ্গনার কংগ্রেস নেত্রী কোন্ডা সুরেখা জানান, 'ও আন্তাভা' খ্যাত অভিনেত্রী সামান্থা ও নাগা চৈতন্যর বিচ্ছেদ হয়েছে বিআরএস নেতা কেটি রামারাওয়ের কারণে ৷ এই মন্তব্য সামনে আসার পরেই নেটপাড়ায় আলোড়ন ওঠে ৷ কংগ্রেস নেত্রীর এই দাবিকে মিথ্যা বলেন সামান্থা ও নাগা ৷ পাশাপাশি জানান, তাঁদের বিচ্ছেদের পিছনে কোনও রকম রাজনৈতিক কারণ ছিল না ৷
— chaitanya akkineni (@chay_akkineni) October 2, 2024
সামান্থা এদিন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, "বিবাহ বিচ্ছেদের ঘটনা আমার ব্যক্তিগত বিষয় ৷ আমি অনুরোধ করব এই ধরনের ভুল মন্তব্য ছড়াবেন না ৷ আমরা ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি ৷ দয়া করে এই বিষয়ে কোনও ভুল চিত্র তুলে ধরবেন না ৷" সামান্থা আরও লেখেন, "সকলকে অবগত করতে চাই যে, আমার বিবাহ বিচ্ছেদ মিউচুয়ালি হয়েছে ৷ দয়া করে রাজনৈতিক লড়াই থেকে আমার নাম দূরে রাখুন ৷ আমি বরাবরই অরাজনৈতিক মানুষ আর সেইরকমই থাকতে চাই ৷"
Disgusting to see politicians thinking that they can get away talking any kind of nonsense. When your words can be so irresponsible it’s stupid of us to expect that you will have any responsibility for your people. It’s not just about actors or cinema. This is not abt any…
— Nani (@NameisNani) October 2, 2024
কংগ্রেসের পরিবেশ ও বনমন্ত্রী সুরেখা অভিযোগ করেন যে কেটিআর (Rama Rao)-এর কারণে সামান্থা-নাগার সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে ৷ এই অভিযোগ সামনে আনার পরেই সুরেখার কাছে প্রকাশ্যে ক্ষমার দাবি করে আইনি নোটিস পাঠিয়েছেন কেটিআর ৷
Konda Surekha garu, dragging personal lives into politics is a new low. Public figures, especially those in responsible positions like you, must maintain dignity and respect for privacy. It’s disheartening to see baseless statements thrown around carelessly, especially about the…
— Jr NTR (@tarak9999) October 2, 2024
অভিনেতা নাগা চৈতন্য এক্স হ্যান্ডেলে লেখেন, "আমাদের এই সিদ্ধান্ত শান্তি সহকারে নেওয়া হয়েছে ৷ দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের ইচ্ছায় সম্মানের সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্ত নেয় ৷ এই নিয়ে গসিপ তৈরি করা উচিত নয় ৷ মন্ত্রী কোন্ডা সুরেখা যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ৷ মিডিয়া হেডলাইনে থাকার জন্য কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা অত্যন্ত লজ্জার ৷" উল্লেখ্য কিছুদিন আগেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য ৷
নাগার্জুনাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি বলেন, "বিরোধী দলের সমালোচনা করার জন্য সিনেমা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার নিন্দা জানাই ৷ " এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তেলুগু তারকা আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, চিন্ময়ী শ্রীপদা ও নানি ৷
I am extremely pained to see the disgraceful remarks made by an honourable woman minister.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) October 3, 2024
It is a shame that celebs and members of film fraternity become soft targets as they provide instant reach and attention. We as Film Industry stand united in opposing such vicious verbal…