ETV Bharat / entertainment

'ক্রিউ' ছবির শুটিং শেষ করলেন টাবু, সোশাল মিডিয়ায় দিলেন মন ভালো করা ছবি - Kareena Kapoor Khan

Crew Movie: প্রকাশ্যে 'ক্রিউ' ছবির টিজার ৷ টাবু-করিনা ও কৃতিকে দেখতে অপেক্ষায় দর্শকরা ৷ তার আগে ছবি নিয়ে বিশেষ বার্তা দিলেন 'খুফিয়া' অভিনেত্রী ৷

Etv Bharat
'ক্রিউ' ছবির শুটিং শেষ করলেন টাবু
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 3:27 PM IST

মুম্বই, 26 ফেব্রুয়ারি: শুটিং শেষ করলেন অভিনেত্রী টাবু ৷ 'ক্রিউ' ছবির শুটিং শেষ হতেই সোশাল মিডিয়ায় সেই খবর শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ইতিমধ্যেই এই ছবিতে প্রকাশ্যে এসেছে টাবুর লুক ৷ যা দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও ৷ এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছে খুফিয়া সিরিজে ৷ সেই ছবির পরেই তিনি ব্যস্ত হয়ে পড়েন 'ক্রিউ'-র শুটিংয় নিয়ে ৷

সোশাল মিডিয়ায় অভিনেত্রী একটি কেকের ছবি শেয়ার করে লেখেন, "শেষ হল শুটিং ৷ কেক টাইম ৷" সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রিউ ছবির টিজার, যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ টাবু, করিনা কাপুর খান কৃতি শ্যাননকে দেখে মুগ্ধ সকলেই ৷ বিমান সেবিকার চরিত্রে এই তিন তারকাকে পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ টিজারের ঝলক শুরু হয় টাবুর ভয়েস দিয়ে ৷ যেখানে তাঁকে বলতে শোনা যায়, "প্রত্যেকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছেন ৷ এখানকার তাপমাত্রা আপনাদের জন্য বেশ গরম হতে চলেছে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তারপরেই শোনা যায় করিনা কাপুর বলেন, "কথায় আছে হাতিকে জব্দ করার জন্য একটা পিঁপড়েই যথেষ্ট ৷ এখানে তো তিনজন রয়েছে ৷" বলা বাহুল্য, করিনা-টাবু-কৃতিকেই পিঁপড়ে বলে উল্লেখ করা হয়েছে ৷ এরপর বিমান সেবিকা হিসাবে তাঁদের কাজ, অবসাদ, প্রেম ও তার মধ্যে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, সব মিলিয়ে মজাদার এই টিজার ছবির আগাম পূর্বাভাস দেয় ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জ ও কপিল শর্মাকেও ৷ তবে তাঁদের চরিত্রের কী নাম তা এখনও জানা যায়নি ৷

টিজার সোশাল হ্যান্ডেলে করিনা শেয়ার করে লেখেন, "কুর্সি কি পেটি বাঁধ লে ৷ কিঁউকি ইয়াহ কা তাপমান আপকে লিয়ে বহত গরম হোলে ওয়ালা হ্যায় ৷ ছবির মুক্তি 29 মার্চ ৷ বিশেষ চরিত্রে সামনে আসবেন দিলজিৎ ও কপিল ৷" ছবিটি প্রযোজনা করেছে বালাজি টেলিফিল্মস, অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্ক ৷ এর আগে ঠিক ছিল 'ক্রিউ' মুক্তি পাবে 22 মার্চ ৷ তবে ছবির নির্মাতারা পরবর্তী সময়ে মুক্তির তারিখ পিছিয়ে 29 মার্চ করেন ৷

আরও পড়ুন

1. প্রযোজকের ভূমিকায় প্রিয়াঙ্কা, অস্কার মনোনীত তথ্যচিত্রের ঘোষণা করে জানালেন 'দেশি গার্ল'

2. জন সিনার কণ্ঠে 'ভোলি সি সুরত', শুনে ডব্লুডব্লুই সুপারস্টারকে কী বললেন শাহরুখ?

3. এসএজি অ্যাওয়ার্ডসেও 'ওপেনহাইমারে'র জয়জয়কার, একনজরে দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

মুম্বই, 26 ফেব্রুয়ারি: শুটিং শেষ করলেন অভিনেত্রী টাবু ৷ 'ক্রিউ' ছবির শুটিং শেষ হতেই সোশাল মিডিয়ায় সেই খবর শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ইতিমধ্যেই এই ছবিতে প্রকাশ্যে এসেছে টাবুর লুক ৷ যা দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও ৷ এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছে খুফিয়া সিরিজে ৷ সেই ছবির পরেই তিনি ব্যস্ত হয়ে পড়েন 'ক্রিউ'-র শুটিংয় নিয়ে ৷

সোশাল মিডিয়ায় অভিনেত্রী একটি কেকের ছবি শেয়ার করে লেখেন, "শেষ হল শুটিং ৷ কেক টাইম ৷" সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রিউ ছবির টিজার, যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ টাবু, করিনা কাপুর খান কৃতি শ্যাননকে দেখে মুগ্ধ সকলেই ৷ বিমান সেবিকার চরিত্রে এই তিন তারকাকে পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ টিজারের ঝলক শুরু হয় টাবুর ভয়েস দিয়ে ৷ যেখানে তাঁকে বলতে শোনা যায়, "প্রত্যেকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছেন ৷ এখানকার তাপমাত্রা আপনাদের জন্য বেশ গরম হতে চলেছে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তারপরেই শোনা যায় করিনা কাপুর বলেন, "কথায় আছে হাতিকে জব্দ করার জন্য একটা পিঁপড়েই যথেষ্ট ৷ এখানে তো তিনজন রয়েছে ৷" বলা বাহুল্য, করিনা-টাবু-কৃতিকেই পিঁপড়ে বলে উল্লেখ করা হয়েছে ৷ এরপর বিমান সেবিকা হিসাবে তাঁদের কাজ, অবসাদ, প্রেম ও তার মধ্যে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, সব মিলিয়ে মজাদার এই টিজার ছবির আগাম পূর্বাভাস দেয় ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জ ও কপিল শর্মাকেও ৷ তবে তাঁদের চরিত্রের কী নাম তা এখনও জানা যায়নি ৷

টিজার সোশাল হ্যান্ডেলে করিনা শেয়ার করে লেখেন, "কুর্সি কি পেটি বাঁধ লে ৷ কিঁউকি ইয়াহ কা তাপমান আপকে লিয়ে বহত গরম হোলে ওয়ালা হ্যায় ৷ ছবির মুক্তি 29 মার্চ ৷ বিশেষ চরিত্রে সামনে আসবেন দিলজিৎ ও কপিল ৷" ছবিটি প্রযোজনা করেছে বালাজি টেলিফিল্মস, অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্ক ৷ এর আগে ঠিক ছিল 'ক্রিউ' মুক্তি পাবে 22 মার্চ ৷ তবে ছবির নির্মাতারা পরবর্তী সময়ে মুক্তির তারিখ পিছিয়ে 29 মার্চ করেন ৷

আরও পড়ুন

1. প্রযোজকের ভূমিকায় প্রিয়াঙ্কা, অস্কার মনোনীত তথ্যচিত্রের ঘোষণা করে জানালেন 'দেশি গার্ল'

2. জন সিনার কণ্ঠে 'ভোলি সি সুরত', শুনে ডব্লুডব্লুই সুপারস্টারকে কী বললেন শাহরুখ?

3. এসএজি অ্যাওয়ার্ডসেও 'ওপেনহাইমারে'র জয়জয়কার, একনজরে দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.