ETV Bharat / entertainment

'তুমি দেখো ক্লান্ত চোখ...' জন্মদিনে ভালো থাকার মন্ত্রোচ্চারণ স্বস্তিকার - SWASTIKA MUKHERJEE

'তুমি বলিরেখা দেখো, আমি একজন সত্যিকারের নারীকে খুঁজে পাই ৷'- জন্মদিনে নিজেকে ভালোবাসার মন্ত্র শেখালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 13, 2024, 11:58 AM IST

Updated : Dec 13, 2024, 12:07 PM IST

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: স্পষ্টবাদী, নিজের শর্তে জীবন যাপন করতে ভালোবাসেন ৷ কটাক্ষকে উড়িয়ে দেন তুড়ি মেরে ৷ তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ 44তম জন্মদিনে আরও একবার নিজেকে ভালোবাসার মন্ত্র শেখালেন অভিনেত্রী ৷

অভিনেত্রী নিজের জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ৷ তবে তিনি সোশাল মিডিয়ায় রাতেই একটা পোস্ট করেন ৷ সেখানে নিজেকেই নিজে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী ৷ অনেকেই বলেন, অন্যকে ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হয় ৷ নিজের খুঁত-দোষ, ভালো-খারাপ নিয়ে নিজেকেই সমালোচনা করতে হয় ৷

আসলে সারাদিনের ব্যস্ততা শেষে নিজেকে ভালো রাখা একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে ৷ এদিন নিজের বেশ কিছু সেলফি সোশাল মিডিয়ায় পোস্ট করেন স্বস্তিকা ৷ অভিনেত্রী লেখেন, "হে লাভ, হ্যাপি 44 বার্থডে ৷ একসময়ে চুলের পাক ভয় ধরাতো, এখন তা রূপোর মতো জ্বল জ্বল করে ৷ তুমি দেখো ক্লান্ত চোখ, আমি দেখি অভিজ্ঞতা ৷"

এরপর অভিনেত্রী লেখেন, "তুমি চোখের নীচে পড়া ডার্ক সার্কেল দেখো, আমি অ্যাচিভমেন্ট দেখতে পাই ৷ তুমি বলিরেখা দেখো, আমি একজন সত্যিকারের নারীকে খুঁজে পাই ৷ আমি দেখতে পাই একজন শিল্পী, মা ও বন্ধুকে ৷ তুমি যেমন তেমনই থাকো ৷ মনে রেখো, আমি তোমার পিছনে সবসময় রয়েছি ৷ কিপ গ্রোয়িং গ্রেসফুলি... ৷"

অভিনেত্রীর জন্মদিনে তাঁকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে বন্ধুরাও ৷ আসলে ভালো থাকতে পারাটাও একটা বড় শিল্প, যা অনেকেই পারেন না ৷ সেখানে স্বস্তিকার মতো কিছু মানুষ নিজেকে অদম্যভাবে ভালোবাসতে শেখায়, ভালো ভাবে বাঁচতে শেখায় ৷ অভিনেত্রীর জন্মদিন ভালো কাটুট, রইল শুভেচ্ছা ৷

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: স্পষ্টবাদী, নিজের শর্তে জীবন যাপন করতে ভালোবাসেন ৷ কটাক্ষকে উড়িয়ে দেন তুড়ি মেরে ৷ তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ 44তম জন্মদিনে আরও একবার নিজেকে ভালোবাসার মন্ত্র শেখালেন অভিনেত্রী ৷

অভিনেত্রী নিজের জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ৷ তবে তিনি সোশাল মিডিয়ায় রাতেই একটা পোস্ট করেন ৷ সেখানে নিজেকেই নিজে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী ৷ অনেকেই বলেন, অন্যকে ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হয় ৷ নিজের খুঁত-দোষ, ভালো-খারাপ নিয়ে নিজেকেই সমালোচনা করতে হয় ৷

আসলে সারাদিনের ব্যস্ততা শেষে নিজেকে ভালো রাখা একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে ৷ এদিন নিজের বেশ কিছু সেলফি সোশাল মিডিয়ায় পোস্ট করেন স্বস্তিকা ৷ অভিনেত্রী লেখেন, "হে লাভ, হ্যাপি 44 বার্থডে ৷ একসময়ে চুলের পাক ভয় ধরাতো, এখন তা রূপোর মতো জ্বল জ্বল করে ৷ তুমি দেখো ক্লান্ত চোখ, আমি দেখি অভিজ্ঞতা ৷"

এরপর অভিনেত্রী লেখেন, "তুমি চোখের নীচে পড়া ডার্ক সার্কেল দেখো, আমি অ্যাচিভমেন্ট দেখতে পাই ৷ তুমি বলিরেখা দেখো, আমি একজন সত্যিকারের নারীকে খুঁজে পাই ৷ আমি দেখতে পাই একজন শিল্পী, মা ও বন্ধুকে ৷ তুমি যেমন তেমনই থাকো ৷ মনে রেখো, আমি তোমার পিছনে সবসময় রয়েছি ৷ কিপ গ্রোয়িং গ্রেসফুলি... ৷"

অভিনেত্রীর জন্মদিনে তাঁকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে বন্ধুরাও ৷ আসলে ভালো থাকতে পারাটাও একটা বড় শিল্প, যা অনেকেই পারেন না ৷ সেখানে স্বস্তিকার মতো কিছু মানুষ নিজেকে অদম্যভাবে ভালোবাসতে শেখায়, ভালো ভাবে বাঁচতে শেখায় ৷ অভিনেত্রীর জন্মদিন ভালো কাটুট, রইল শুভেচ্ছা ৷

Last Updated : Dec 13, 2024, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.