ETV Bharat / entertainment

'আশা করি ভগবান তোমাকে রক্ষা করছেন!' রাখি বন্ধনের দিন সুশান্তকে মিস করছেন দিদি শ্বেতা - Sushant Singh Rajput

Shweta Remembers Late Brother Sushant Singh Rajput: দেশজুড়ে যখন রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে তখন ভাইয়ের ছবির সামনে চোখে জল দিদির ৷ প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে বিশেষ দিনে ভীষণ মিস করছেন দিদি শ্বেতা ৷

Shweta Remembers Late Brother Sushant Singh Rajput
রাখির দিন ভাই সুশান্তকে মিস করছেন শ্বেতা (সোশাল মিডিয়া)
author img

By ANI

Published : Aug 19, 2024, 10:48 AM IST

মুম্বই, 19 অগস্ট: রাখি বন্ধনের দিনে প্রয়াত ভাইকে ভীষণভাবে মিস করছেন দিদি শ্বেতা ৷ সোশাল মিডিয়ায় মৃত ভাই সুশান্ত সিং রাজপুতকে বিশেষ দিনের শুভেচ্ছা জানালেন দিদি শ্বেতা সিং কীর্তি ৷ সোমবার ইন্সটা স্টোরিতে লিখলেন ভাইকে নিয়ে মনের কথা ৷

Shweta Remembers Late Brother Sushant Singh Rajput
শ্বেতা সিং কীর্তির পোস্ট (সোশাল মিডিয়া)

এদিন শ্বেতা প্রয়াত সুশান্তের একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ যে ভিডিয়োতে কোনও এক পুরস্কারের মঞ্চে সুশান্তকে বলতে শোনা যায়, "একজন ভালো শিল্পী হওয়া খুব কঠিন ৷ আর একজন ভালো মানুষ হওয়া আরও কঠিন ৷ আর আমি দু'টোই হতে চাই ৷" এই ভিডিয়ো শেয়ার করে শ্বেতা আরও একবার জানিয়েছেন মনের দিক থেকে তাঁর ভাই কতটা অসাধারণ ছিলেন ৷ এরপর শ্বেতা সেই ভিডিয়ো পোস্টে লেখেন, "রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা আমার প্রিয় ভাই ৷ আসা করছি তুমি সর্বদা হাসিখুশি রয়েছো ৷ ভগবান তোমাকে সবদিক থেকে রক্ষা করছেন ৷" দিদি শ্বেতার আবেগঘন এই পোস্টের ছবি ভাইরাল নেটপাড়ায় ৷

চারবছর আগে 2020 সালের 14 জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্তকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ তাঁর আচমকা মৃত্যুতে শোকস্তবদ্ধ হয়ে পড়ে গোটা দুনিয়া ৷ তাঁর চতুর্থতম মৃত্যুবার্ষিকীতেও সোশাল মিডিয়ায় ন্যায়বিচার চেয়ে পোস্ট করেন শ্বেতা ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত চালাচ্ছে সিবিআই ৷ তবে সুশান্ত আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা ৷ এমনকী, আত্মহত্যা করে থাকলে কেন করেছেন, সেই প্রশ্নের উত্তর এখনও পায়নি পরিবার ৷

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন তাঁর পূর্ণ আস্থা রয়েছে দেশের ন্যায় বিচার ব্যবস্থার উপরে ৷ তিনি বলেন, "ভাইয়ের মৃত্যুর ঘটনায় দেশের ন্যায় ব্যবস্থার কাছে বিচার চেয়েছি ৷ দেশের সরকার ও বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রয়েছে ৷ আমার মনে হয়, খুব তাড়াতাড়ি আমার ভাইয়ের সঙ্গে কেন এমন হল, এই সত্য সামনে আসবে ৷ আসলে, তাঁর মৃত্যুকে ঘিরে অনেক প্রশ্ন রয়েছে ৷ রহস্য রয়েছে ৷ 13 তারিখ পর্যন্ত সে একদম ঠিক ছিল ৷ কিন্তু একটু ভয় পাচ্ছিল ৷ কেন সেটাই জানতে হবে ৷"

তিনি আরও বলেন, "আমি জানি, এত মানুষের প্রার্থনা বৃথা যাবে না ৷ একদিন আমরা এই সব প্রশ্নের উত্তর নিশ্চই পাব ৷" মাত্র 34 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুশান্ত সিং রাজপুত ৷ অভিনেতার কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, ধারাবাহিক 'কিস দেশ মে হ্য মেরা দিল' দিয়ে অভিনয়ের জার্নি শুরু করেন সুশান্ত ৷ এরপর পরিচালক একতা কাপুরের 'পবিত্র রিস্তা' সুশান্তের ঝুলিতে এনে দেয় যশ-খ্যাতি ৷ সেখান থেকে তিনি বড় পর্দায় জার্নি শুরু করেন ৷ 'কাই পো চে', 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'শুদ্ধ দেশী রোমান্স', 'ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী', 'ছিঁছোড়ে', 'দিল বেচারা'-র মতো ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷

মুম্বই, 19 অগস্ট: রাখি বন্ধনের দিনে প্রয়াত ভাইকে ভীষণভাবে মিস করছেন দিদি শ্বেতা ৷ সোশাল মিডিয়ায় মৃত ভাই সুশান্ত সিং রাজপুতকে বিশেষ দিনের শুভেচ্ছা জানালেন দিদি শ্বেতা সিং কীর্তি ৷ সোমবার ইন্সটা স্টোরিতে লিখলেন ভাইকে নিয়ে মনের কথা ৷

Shweta Remembers Late Brother Sushant Singh Rajput
শ্বেতা সিং কীর্তির পোস্ট (সোশাল মিডিয়া)

এদিন শ্বেতা প্রয়াত সুশান্তের একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ যে ভিডিয়োতে কোনও এক পুরস্কারের মঞ্চে সুশান্তকে বলতে শোনা যায়, "একজন ভালো শিল্পী হওয়া খুব কঠিন ৷ আর একজন ভালো মানুষ হওয়া আরও কঠিন ৷ আর আমি দু'টোই হতে চাই ৷" এই ভিডিয়ো শেয়ার করে শ্বেতা আরও একবার জানিয়েছেন মনের দিক থেকে তাঁর ভাই কতটা অসাধারণ ছিলেন ৷ এরপর শ্বেতা সেই ভিডিয়ো পোস্টে লেখেন, "রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা আমার প্রিয় ভাই ৷ আসা করছি তুমি সর্বদা হাসিখুশি রয়েছো ৷ ভগবান তোমাকে সবদিক থেকে রক্ষা করছেন ৷" দিদি শ্বেতার আবেগঘন এই পোস্টের ছবি ভাইরাল নেটপাড়ায় ৷

চারবছর আগে 2020 সালের 14 জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্তকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ তাঁর আচমকা মৃত্যুতে শোকস্তবদ্ধ হয়ে পড়ে গোটা দুনিয়া ৷ তাঁর চতুর্থতম মৃত্যুবার্ষিকীতেও সোশাল মিডিয়ায় ন্যায়বিচার চেয়ে পোস্ট করেন শ্বেতা ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত চালাচ্ছে সিবিআই ৷ তবে সুশান্ত আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা ৷ এমনকী, আত্মহত্যা করে থাকলে কেন করেছেন, সেই প্রশ্নের উত্তর এখনও পায়নি পরিবার ৷

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন তাঁর পূর্ণ আস্থা রয়েছে দেশের ন্যায় বিচার ব্যবস্থার উপরে ৷ তিনি বলেন, "ভাইয়ের মৃত্যুর ঘটনায় দেশের ন্যায় ব্যবস্থার কাছে বিচার চেয়েছি ৷ দেশের সরকার ও বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রয়েছে ৷ আমার মনে হয়, খুব তাড়াতাড়ি আমার ভাইয়ের সঙ্গে কেন এমন হল, এই সত্য সামনে আসবে ৷ আসলে, তাঁর মৃত্যুকে ঘিরে অনেক প্রশ্ন রয়েছে ৷ রহস্য রয়েছে ৷ 13 তারিখ পর্যন্ত সে একদম ঠিক ছিল ৷ কিন্তু একটু ভয় পাচ্ছিল ৷ কেন সেটাই জানতে হবে ৷"

তিনি আরও বলেন, "আমি জানি, এত মানুষের প্রার্থনা বৃথা যাবে না ৷ একদিন আমরা এই সব প্রশ্নের উত্তর নিশ্চই পাব ৷" মাত্র 34 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুশান্ত সিং রাজপুত ৷ অভিনেতার কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, ধারাবাহিক 'কিস দেশ মে হ্য মেরা দিল' দিয়ে অভিনয়ের জার্নি শুরু করেন সুশান্ত ৷ এরপর পরিচালক একতা কাপুরের 'পবিত্র রিস্তা' সুশান্তের ঝুলিতে এনে দেয় যশ-খ্যাতি ৷ সেখান থেকে তিনি বড় পর্দায় জার্নি শুরু করেন ৷ 'কাই পো চে', 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'শুদ্ধ দেশী রোমান্স', 'ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী', 'ছিঁছোড়ে', 'দিল বেচারা'-র মতো ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.