ETV Bharat / entertainment

'সারাজীবন ভালোবাসব...' সুশান্তের জন্মদিনো পোস্ট দিদি শ্বেতার, ছবি শেয়ার রিয়ারও - Sushant Singh birth anniversary

Sushant Singh Rajput: তাঁর হাস্যময় ছবি অনুরাগীদের কখনও ভুলতে দেয় না তাঁর উপস্থিতি ৷ সুশান্ত সিং রাজপুতের 38তম জন্মদিনে সোশাল মিডিয়ায় পোস্ট দিদির ৷ পুরনো স্মৃতি ঘাঁটলেন বান্ধবী রিয়া চক্রবর্তীও ৷

Etv Bharat
সুশান্ত সিং রাজপুতের জন্মদিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2024, 5:56 PM IST

হায়দরাবাদ, 21 জানুয়ারি: 2020 সালের জুন মাসে আচমকাই বিটাউনে নেমেছিল শোকের ছায়া ৷ সামনে আসে 'কাই পো চে' অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ৷ আত্মহত্যা না খুন, তা নিয়ে বিতর্ক এখনও চলছে ৷ তবে 21 জানুয়ারি তাঁর জন্মদিন ৷ ভাইয়ের স্মৃতিতে ডুব দিলেন দিদি শ্বেতা সিং কীর্তি ৷ ভাইয়ের হাসি-খুশি মুহূর্তের নানা ভিডিয়ো কোলাজ হিসাবে শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ৷

ভাই সুশান্ত চলে গেলেও তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে পরিবার ৷ নানা সময় সোশাল মিডিয়ায় সুশান্তের ছবি বা ভিডিয়ো শেয়ার করেন শ্বেতা ৷ ভাইয়ের জন্মদিনে মিষ্টি একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ সুশান্তের 'গুড়িয়া দি' পোস্টে লেখেন, "শুভ জন্মদিন আমার সোনা ভাই ৷ আমি তোমাকে সারাজীবন ভালোবাসব ৷ আমি আশা করি তুমি মানুষের মনে বেঁচে রয়েছ ৷ এভাবেই তুমি বেঁচে থাকো সকলের মনে ৷ আমাদের গাইডিং স্টার, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ৷ এভাবে তুমি আমাদের আলো দেখাতে থাকো, পথ দেখাতে থাকো ৷"

এই পোস্টে অনেক অনুরাগীরাও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ৷ শ্বেতা থাকেন আমেরিকায় ৷ ভাইয়ের মৃত্যুর পর তাঁকে নিয়ে একটি বই প্রকাশ করেন ৷ যার নাম 'পেইন: আ পোর্টাল টু এনলাইটমেন্ট' ৷ সেই বইয়ে তিনি জানিয়েছিলেন, সুশান্ত ছিলেন বাড়ির আদুরে ছেলে ৷ তিনি লেখেন, "আমার জন্মের পর বাবা-মা একটি পুত্র সন্তান চেয়েছিলেন ৷ কারণ আমার মা তাঁর প্রথম পুত্র সন্তানকে হারিয়েছিলেন ৷ তাই সুশান্ত ছিল আমাদের চোখের মণি ৷"

সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে অভিনেতাকে স্মরণ করেছেন বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীও ৷ ইন্সটাগ্রামে সুশান্তের ছবি শেয়ার করেন রিয়া ৷ সৌভিক, সুশান্তের একটি পুরনো ছবি শেয়ার করেন ৷ সোশাল মিডিয়ায় অনেক বলিউড তারকাও সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করেছেন ৷ উল্লেখ্য, একাধিক ভালো ছবি উপহার দিয়েছেন ৷ তার মধ্যে উল্লেখযোগ্য 'কেদারনাথ', 'এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি', 'ছিঁছোড়ে', 'দিল বেচারা'-সহ একাধিক ছবি ৷

আরও পড়ুন:

1. 'শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করা কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ', স্বীকারোক্তি ক্যাটরিনার

2. নতুন ছবির ঘোষণা অজয়ের, মুক্তি মার্চেই

3. 'সিক্রেটস' প্রকাশ্যে আনতে চলেছেন নীরজ পাণ্ডে, সঙ্গত মনোজ বাজপেয়ীর

হায়দরাবাদ, 21 জানুয়ারি: 2020 সালের জুন মাসে আচমকাই বিটাউনে নেমেছিল শোকের ছায়া ৷ সামনে আসে 'কাই পো চে' অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ৷ আত্মহত্যা না খুন, তা নিয়ে বিতর্ক এখনও চলছে ৷ তবে 21 জানুয়ারি তাঁর জন্মদিন ৷ ভাইয়ের স্মৃতিতে ডুব দিলেন দিদি শ্বেতা সিং কীর্তি ৷ ভাইয়ের হাসি-খুশি মুহূর্তের নানা ভিডিয়ো কোলাজ হিসাবে শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ৷

ভাই সুশান্ত চলে গেলেও তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে পরিবার ৷ নানা সময় সোশাল মিডিয়ায় সুশান্তের ছবি বা ভিডিয়ো শেয়ার করেন শ্বেতা ৷ ভাইয়ের জন্মদিনে মিষ্টি একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ সুশান্তের 'গুড়িয়া দি' পোস্টে লেখেন, "শুভ জন্মদিন আমার সোনা ভাই ৷ আমি তোমাকে সারাজীবন ভালোবাসব ৷ আমি আশা করি তুমি মানুষের মনে বেঁচে রয়েছ ৷ এভাবেই তুমি বেঁচে থাকো সকলের মনে ৷ আমাদের গাইডিং স্টার, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ৷ এভাবে তুমি আমাদের আলো দেখাতে থাকো, পথ দেখাতে থাকো ৷"

এই পোস্টে অনেক অনুরাগীরাও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ৷ শ্বেতা থাকেন আমেরিকায় ৷ ভাইয়ের মৃত্যুর পর তাঁকে নিয়ে একটি বই প্রকাশ করেন ৷ যার নাম 'পেইন: আ পোর্টাল টু এনলাইটমেন্ট' ৷ সেই বইয়ে তিনি জানিয়েছিলেন, সুশান্ত ছিলেন বাড়ির আদুরে ছেলে ৷ তিনি লেখেন, "আমার জন্মের পর বাবা-মা একটি পুত্র সন্তান চেয়েছিলেন ৷ কারণ আমার মা তাঁর প্রথম পুত্র সন্তানকে হারিয়েছিলেন ৷ তাই সুশান্ত ছিল আমাদের চোখের মণি ৷"

সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে অভিনেতাকে স্মরণ করেছেন বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীও ৷ ইন্সটাগ্রামে সুশান্তের ছবি শেয়ার করেন রিয়া ৷ সৌভিক, সুশান্তের একটি পুরনো ছবি শেয়ার করেন ৷ সোশাল মিডিয়ায় অনেক বলিউড তারকাও সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করেছেন ৷ উল্লেখ্য, একাধিক ভালো ছবি উপহার দিয়েছেন ৷ তার মধ্যে উল্লেখযোগ্য 'কেদারনাথ', 'এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি', 'ছিঁছোড়ে', 'দিল বেচারা'-সহ একাধিক ছবি ৷

আরও পড়ুন:

1. 'শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করা কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ', স্বীকারোক্তি ক্যাটরিনার

2. নতুন ছবির ঘোষণা অজয়ের, মুক্তি মার্চেই

3. 'সিক্রেটস' প্রকাশ্যে আনতে চলেছেন নীরজ পাণ্ডে, সঙ্গত মনোজ বাজপেয়ীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.