ETV Bharat / entertainment

বহাল বম্বে হাইকোর্টের নির্দেশ, সুশান্ত-মামলায় স্বস্তিতে রিয়া

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় বড় রেহাই পেলেন রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবার ৷ সুপ্রিম কোর্টে মুখ পুড়ল সিবিআইয়ের ৷

Etv Bharat
সুশান্ত মৃত্যু মামলায় স্বস্তিতে রিয়া (এএনআই)
author img

By PTI

Published : 3 hours ago

নয়াদিল্লি, 25 অক্টোবর: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সুপ্রিম স্বস্তি পেলেন রিয়া চক্রবর্তী ৷ অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে জারি করা লুক আউট সার্কুলার (এলওসি) বাতিল করে বম্বে হাইকোর্ট ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই ৷ শুক্রবার সেই আবেদনকে 'অর্থহীন' বলে জানায় দেশের শীর্ষ আদালত ৷ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় সিবিআইয়ের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ তদন্ত সংস্থা সিবিআইকে এই বিষয়ে সতর্কও করেছে ৷ তাদের পর্যবেক্ষণ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় অভিযুক্ত রিয়া একজন হাই-প্রোফাইল ব্যক্তি বলেই সিবিআই লুকআউট নোটিস জারি করতে পারে না ! আদালতে বিচারপতিরা এই ধরনের আবেদনকে 'অর্থহীন' বলে অভিহিত করেছেন ৷ বেঞ্চ সতর্ক করে আরও জানিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের আবেদন করার জন্য তদন্ত সংস্থাকে সমস্যায় পড়তে হতে পারে ৷ শুধু তাই নয়, রিয়া ও তাঁর পরিবার চাইলে সিবিআইয়ের কাছ থেকে মামলার খরচ আদায় করতে পারেন বলেও আদালত জানিয়েছে ৷

বম্বে হাইকোর্ট 22 ফেব্রুয়ারি রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিক এবং তাঁদের বাবা-মা - ইন্দ্রজিৎ এবং সন্ধ্যার বিরুদ্ধে জারি করা এলওসি বাতিল করেছিল ৷ সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিকের নাম জড়ায় ৷ এরপর বারবার সিবিআইয়ের তদন্তের মুখে পড়ে চক্রবর্তী পরিবার ৷ অন্য একটি অভিযোগে রিয়া ও শৌভিককেও গ্রেফতারও হতে হয়।

জানা গিয়েছে, তদন্তে প্রথম থেকেই সহযোগিতা করে আসছেন রিয়া এবং তাঁর পরিবারের সদস্যরা ৷ ফলে হাইকোর্টের তরফে সিবিআইয়ের লুকআউট নোটিস বাতিল করা হয় ৷ হাইকোর্টের তরফে জানানো হয়, LOC হল ব্যক্তিকে আত্মসমর্পণ করার জন্য একটি জোরপূর্বক ব্যবস্থা ৷ একইভাবে ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা এবং অবাধ চলাফেরার অধিকারে হস্তক্ষেপ করে এবং সংবিধানের 21 অনুচ্ছেদের অধীনে ব্যক্তির ভ্রমণের মৌলিক অধিকারকেও হ্রাস করে। এরপরেই সিবিআইয়ের আবেদন খারিজ করা হয় ৷

প্রসঙ্গত, 2020 সালের 14 জুন বান্দ্রার একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কাই পো চে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ ৷ মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ৷ এরপর প্রয়াত সুশান্তের বাবা কেকে সিং, রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তোলেন ৷ বিহারের একটি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি ৷ তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ৷ সেই বছরই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়া-শৌভিককে গ্রেফতার করে ৷ পরবর্তী সময়ে তাঁরা জামিন পান ৷

নয়াদিল্লি, 25 অক্টোবর: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সুপ্রিম স্বস্তি পেলেন রিয়া চক্রবর্তী ৷ অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে জারি করা লুক আউট সার্কুলার (এলওসি) বাতিল করে বম্বে হাইকোর্ট ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই ৷ শুক্রবার সেই আবেদনকে 'অর্থহীন' বলে জানায় দেশের শীর্ষ আদালত ৷ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় সিবিআইয়ের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ তদন্ত সংস্থা সিবিআইকে এই বিষয়ে সতর্কও করেছে ৷ তাদের পর্যবেক্ষণ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় অভিযুক্ত রিয়া একজন হাই-প্রোফাইল ব্যক্তি বলেই সিবিআই লুকআউট নোটিস জারি করতে পারে না ! আদালতে বিচারপতিরা এই ধরনের আবেদনকে 'অর্থহীন' বলে অভিহিত করেছেন ৷ বেঞ্চ সতর্ক করে আরও জানিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের আবেদন করার জন্য তদন্ত সংস্থাকে সমস্যায় পড়তে হতে পারে ৷ শুধু তাই নয়, রিয়া ও তাঁর পরিবার চাইলে সিবিআইয়ের কাছ থেকে মামলার খরচ আদায় করতে পারেন বলেও আদালত জানিয়েছে ৷

বম্বে হাইকোর্ট 22 ফেব্রুয়ারি রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিক এবং তাঁদের বাবা-মা - ইন্দ্রজিৎ এবং সন্ধ্যার বিরুদ্ধে জারি করা এলওসি বাতিল করেছিল ৷ সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিকের নাম জড়ায় ৷ এরপর বারবার সিবিআইয়ের তদন্তের মুখে পড়ে চক্রবর্তী পরিবার ৷ অন্য একটি অভিযোগে রিয়া ও শৌভিককেও গ্রেফতারও হতে হয়।

জানা গিয়েছে, তদন্তে প্রথম থেকেই সহযোগিতা করে আসছেন রিয়া এবং তাঁর পরিবারের সদস্যরা ৷ ফলে হাইকোর্টের তরফে সিবিআইয়ের লুকআউট নোটিস বাতিল করা হয় ৷ হাইকোর্টের তরফে জানানো হয়, LOC হল ব্যক্তিকে আত্মসমর্পণ করার জন্য একটি জোরপূর্বক ব্যবস্থা ৷ একইভাবে ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা এবং অবাধ চলাফেরার অধিকারে হস্তক্ষেপ করে এবং সংবিধানের 21 অনুচ্ছেদের অধীনে ব্যক্তির ভ্রমণের মৌলিক অধিকারকেও হ্রাস করে। এরপরেই সিবিআইয়ের আবেদন খারিজ করা হয় ৷

প্রসঙ্গত, 2020 সালের 14 জুন বান্দ্রার একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কাই পো চে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ ৷ মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ৷ এরপর প্রয়াত সুশান্তের বাবা কেকে সিং, রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তোলেন ৷ বিহারের একটি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি ৷ তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ৷ সেই বছরই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়া-শৌভিককে গ্রেফতার করে ৷ পরবর্তী সময়ে তাঁরা জামিন পান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.