ETV Bharat / entertainment

ফের বিয়ে করলেন সানি লিওনি, সাক্ষী তিন সন্তান - SUNNY LEONE AND DANIEL WEBER

13 বছরের সুখের দাম্পত্য জীবনকে অন্যরকমভাবে সেলিব্রেশন করলেন অভিনেত্রী-মডেল সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবার ৷

sunny leone
ফের বিয়ে করলেন সানি লিওনি (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 4, 2024, 7:37 PM IST

হায়দরাবাদ, 4 নভেম্বর: ফের বিয়ে করলেন অভিনেত্রী-মডেল সানি লিওনি ৷ ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দীর্ঘ 13 বছরের দাম্পত্য জীবন তাঁদের ৷ তিন সন্তানের বাবা-মা তাঁরা ৷ সুখী দাম্পত্যের জীবনের নানা মুহূর্ত সানি তুলে ধরেন সোশাল মিডিয়ায় ৷ এবারও তাঁর বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে ৷

তবে পাত্র অন্য কেউ নন ৷ ড্যানিয়েলের সঙ্গেই আরও একবার বিয়ের প্রতিটা শপথ মনে করলেন সানি ৷ 31 অক্টোবর মলদ্বীপে ইন্টিমেট সেরেমনিতে দাম্পত্য জীবনের যেন এক নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা ৷ বাবা-মায়ের বিয়ের সাক্ষী থাকলেন তাঁদের মিষ্টি তিন সন্তান নিশা, নোয়া ও আশের ৷

এদিন সোশাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন সানি ৷ নীল সমুদ্রের পাড়ে সাদা রঙের গাউনে পরী লাগছিল সানিকে ৷ ড্যানিয়েল ও বাচ্চাদের পরনেও ছিল সাদা রঙের পোশাক ৷ ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "প্রথমবার আমরা বিয়ে করেছিলাম ভগবান, পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে ৷ এবার আমরা বিয়ে করলাম যেখানে শুধুমাত্র আমরা পাঁচজন ৷ তুমি আজও আমার জীবনের ভালোবাসা ৷ আর সারাজীবন আমারই থাকবে ৷"

এই পোস্ট সামনে আসার পর শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ মিডিয়া রিপোর্ট অনুসারে সানি ও ড্যানিয়েল পুনরায় নাকি বিয়ে করতে চাইছিলেন ৷ কিন্তু তাঁরা অপেক্ষা করছিলেন সন্তানের বড় হওয়ার জন্য ৷ যাতে তাঁরা এই বন্ধনের মাহাত্ম্য বুঝতে পারেন ৷ পাশাপাশি, তাঁরা চাইছিলেন বাইরে গিয়ে সকলে মিলে আনন্দ উদযাপন করতে তবে ৷ বাচ্চাদের স্কুল খোলা থাকলে সম্ভব হয় না ৷ সেই কারণেও তাঁরা অপেক্ষ করছিলেন ৷

সানি-ড্যানিয়েলের মতে, যখন প্রথমবার বিয়ে হয় তখন জীবনে আসা নানা বাধা-বিপত্তি বোঝা যায় না ৷ স্বামী-স্ত্রী হিসাবে সেই চ্যালেঞ্জ অতিক্রম করার পর বন্ধন আরও শক্ত হয় ৷ বিয়ের ডেস্টিনেশন মলদ্বীপ বাছার কারণ, এই জায়গা দুজনেরই পছন্দের ৷ খ্রীস্টান মতে বিয়েতে যে শপথ নিতে হয়, তা সানি-ড্যানিয়েল দু'জনে মিলে লিখেছেন আর তা পাঠ করেছে তাঁদের সন্তানরা ৷

জানা গিয়েছে, মাকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যায় মেয়ে নিশা ৷ বাবার সঙ্গে মণ্ডপে অপেক্ষা করে দুই ছেলে ৷ তারপর তাঁরা একে অপরের সঙ্গে আগামীর পথচলায় নতুন করে শপথ গ্রহণ করেন ৷ সানির কেরিয়ারের দিকে নজর দিলে দেখা যায়, 'জিসম 2', 'এক পহেলি লীলা', 'কুছ কুছ লোচা হ্যায়'-এর মতো ছবিতে কাজ করেছেন ৷ দক্ষিণী ছবি 'গিন্না', 'ওহ মাই ঘোস্ট', 'থি ইভান' ছবিতে দেখা গিয়েছে সানিকে ৷ রিয়েলিটি শো 'স্পিটসভিলা'-ও সঞ্চালনা করেছেন সানি লিওনি ৷

হায়দরাবাদ, 4 নভেম্বর: ফের বিয়ে করলেন অভিনেত্রী-মডেল সানি লিওনি ৷ ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দীর্ঘ 13 বছরের দাম্পত্য জীবন তাঁদের ৷ তিন সন্তানের বাবা-মা তাঁরা ৷ সুখী দাম্পত্যের জীবনের নানা মুহূর্ত সানি তুলে ধরেন সোশাল মিডিয়ায় ৷ এবারও তাঁর বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে ৷

তবে পাত্র অন্য কেউ নন ৷ ড্যানিয়েলের সঙ্গেই আরও একবার বিয়ের প্রতিটা শপথ মনে করলেন সানি ৷ 31 অক্টোবর মলদ্বীপে ইন্টিমেট সেরেমনিতে দাম্পত্য জীবনের যেন এক নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা ৷ বাবা-মায়ের বিয়ের সাক্ষী থাকলেন তাঁদের মিষ্টি তিন সন্তান নিশা, নোয়া ও আশের ৷

এদিন সোশাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন সানি ৷ নীল সমুদ্রের পাড়ে সাদা রঙের গাউনে পরী লাগছিল সানিকে ৷ ড্যানিয়েল ও বাচ্চাদের পরনেও ছিল সাদা রঙের পোশাক ৷ ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "প্রথমবার আমরা বিয়ে করেছিলাম ভগবান, পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে ৷ এবার আমরা বিয়ে করলাম যেখানে শুধুমাত্র আমরা পাঁচজন ৷ তুমি আজও আমার জীবনের ভালোবাসা ৷ আর সারাজীবন আমারই থাকবে ৷"

এই পোস্ট সামনে আসার পর শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ মিডিয়া রিপোর্ট অনুসারে সানি ও ড্যানিয়েল পুনরায় নাকি বিয়ে করতে চাইছিলেন ৷ কিন্তু তাঁরা অপেক্ষা করছিলেন সন্তানের বড় হওয়ার জন্য ৷ যাতে তাঁরা এই বন্ধনের মাহাত্ম্য বুঝতে পারেন ৷ পাশাপাশি, তাঁরা চাইছিলেন বাইরে গিয়ে সকলে মিলে আনন্দ উদযাপন করতে তবে ৷ বাচ্চাদের স্কুল খোলা থাকলে সম্ভব হয় না ৷ সেই কারণেও তাঁরা অপেক্ষ করছিলেন ৷

সানি-ড্যানিয়েলের মতে, যখন প্রথমবার বিয়ে হয় তখন জীবনে আসা নানা বাধা-বিপত্তি বোঝা যায় না ৷ স্বামী-স্ত্রী হিসাবে সেই চ্যালেঞ্জ অতিক্রম করার পর বন্ধন আরও শক্ত হয় ৷ বিয়ের ডেস্টিনেশন মলদ্বীপ বাছার কারণ, এই জায়গা দুজনেরই পছন্দের ৷ খ্রীস্টান মতে বিয়েতে যে শপথ নিতে হয়, তা সানি-ড্যানিয়েল দু'জনে মিলে লিখেছেন আর তা পাঠ করেছে তাঁদের সন্তানরা ৷

জানা গিয়েছে, মাকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যায় মেয়ে নিশা ৷ বাবার সঙ্গে মণ্ডপে অপেক্ষা করে দুই ছেলে ৷ তারপর তাঁরা একে অপরের সঙ্গে আগামীর পথচলায় নতুন করে শপথ গ্রহণ করেন ৷ সানির কেরিয়ারের দিকে নজর দিলে দেখা যায়, 'জিসম 2', 'এক পহেলি লীলা', 'কুছ কুছ লোচা হ্যায়'-এর মতো ছবিতে কাজ করেছেন ৷ দক্ষিণী ছবি 'গিন্না', 'ওহ মাই ঘোস্ট', 'থি ইভান' ছবিতে দেখা গিয়েছে সানিকে ৷ রিয়েলিটি শো 'স্পিটসভিলা'-ও সঞ্চালনা করেছেন সানি লিওনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.