ETV Bharat / entertainment

কপিলের শো'য়ে সুনীলের প্রত্যাবর্তন, কতটা পছন্দ করল দর্শক? - The Great Indian Kapil Show Review

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 7:09 PM IST

The Great Indian Kapil Show: নেটফ্লিক্সে শনিবার সম্প্রচারিত হল 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' ৷ প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, মা নীতু কাপুর ও বোন রীধিমা কাপুর ৷ কেমন হল প্রথমদিনের শো, মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় ৷

The Great Indian Kapil Show
কতটা জমল গ্রেট ইন্ডিয়ান কপিল শো?

হায়দরাবাদ, 31 মার্চ: 192টি দেশে একইদিনে, একই সময়ে সম্প্রচারিত হল 'দ্য গ্রেট ইন্ডিয়াল কপিল শো' ৷ টেলিভিশনের পর্দা থেকে জনপ্রিয়তার নিরিখে শো এল ওটিটি প্ল্যাটফর্মে ৷ যা এখন থেকে সম্প্রচার হবে প্রত্যেক শনিবার ৷ হাসির ফোয়ারা নিয়ে পারিবারিক এই শো ঝলকে যতটা মন কেড়েছিল, ততটা কী ছাপ ফেলতে পারল? নেটিজেনরা বলছে অন্য কথা ৷ তাঁদের দাবি, কপিলের শোয়ে যে কৌতূক তুলে ধরা হয়েছে তাতে ছিল না কোনও রসবোধ ৷ এমনকী, অতিধিদের সঙ্গেও মজাদার কোন বার্তালাপও মন কাড়েনি দর্শকদের ৷

প্রথম শো'য়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, মা নীতু কাপুর ও বোন রীধিমা কাপুর ৷ সোশাল মিডিয়ায় এই শো সামনে আসার পরেই শুরু হয়েছে সমালোচনা ৷ এক সমালোচক লিখেছেন, "কপিল শর্মা শো টেলিভিশন থেকে ওটিটি যাওয়া ব্যবসার দিক থেকে খারাপ সিদ্ধান্ত ৷ এই শো টেলিভিশনের ফরম্যাটেই তৈরি ৷ নতুন কিছু নেই ৷ নেটফ্লিক্সে কখনও কপিলের শো'য়ের দর্শক হবে না ৷ এটা টেলিভিশনের জন্যই ঠিক আছে ৷ এমনকী, সেলেব্রিটিদের ছবির প্রোমোশনের জন্য এই প্ল্যাটফর্ম তেমন সুবিধা দিতে পারবে না ৷"

আবার একজন লিখেছেন, "আশ্চর্যজনকভাবে, অন্যান্য ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান শো যেমন- বীরদাস কান্নান গিল, অমিত ট্যান্ডন, কেনি সেবাস্তিয়ান, অদিতি মিত্তল তাঁদের শোয়ে ক্রুড ডেশক্রিপশন যোগ করেনি ৷ এমনকী, রাসেল পিটার্স, হাসান মিনাজ এবং আজিজ আনসারির মতো কমেডিও এমন বিবরণ দেয়নি ৷"

এমনকী, শোয়ে সুনীল গ্রোভার দীর্ঘ সময় পর ফিরলেও তাঁকে সেইভাবে কাজে লাগাতে পারেনি বলে শো কর্তৃপক্ষ, দাবি অনুরাগীদের ৷ ডাফলি চরিত্রে তিনি যেভাবে এলেন তাতে প্রথমদিকে চমক মনে হলেও পরে সেই আশায় জল ঢেলেছে ৷ অন্যদিকে অর্চনা পূরণ সিং, কিকু সারদা ও ক্রুশ্না অভিষেকের অভিনয়ে তেমন তীক্ষ্ণতা ছিল না ৷ শোয়ে রণবীর-রীধিমার ছোটবেলা, রাহার পর রণবীরের পরিবর্তন, প্রয়াত ঋষি কাপুরের প্রসঙ্গ এলেও, সবমিলিয়ে এই শো'য়ের ফরম্যাটে নতুনত্ব কিছুই নেই ৷ আছে শুধু 192টি দেশে সম্প্রচারের অভিনবত্ব ৷

আরও পড়ুন:

1. 'নো এন্ট্রি'র সিক্যুয়েলে এন্ট্রি কাদের, সামনে এল তারকাদের নাম

2. 20 কোটিতে খাতা খুলল 'ক্রিউ', ইতিহাসে টাবু-করিনার ছবি

3. সিক্যুয়েল মুক্তির আগেই চমক, মাদাম তুসোয় পুষ্পার পোজে আল্লু অর্জুন

হায়দরাবাদ, 31 মার্চ: 192টি দেশে একইদিনে, একই সময়ে সম্প্রচারিত হল 'দ্য গ্রেট ইন্ডিয়াল কপিল শো' ৷ টেলিভিশনের পর্দা থেকে জনপ্রিয়তার নিরিখে শো এল ওটিটি প্ল্যাটফর্মে ৷ যা এখন থেকে সম্প্রচার হবে প্রত্যেক শনিবার ৷ হাসির ফোয়ারা নিয়ে পারিবারিক এই শো ঝলকে যতটা মন কেড়েছিল, ততটা কী ছাপ ফেলতে পারল? নেটিজেনরা বলছে অন্য কথা ৷ তাঁদের দাবি, কপিলের শোয়ে যে কৌতূক তুলে ধরা হয়েছে তাতে ছিল না কোনও রসবোধ ৷ এমনকী, অতিধিদের সঙ্গেও মজাদার কোন বার্তালাপও মন কাড়েনি দর্শকদের ৷

প্রথম শো'য়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, মা নীতু কাপুর ও বোন রীধিমা কাপুর ৷ সোশাল মিডিয়ায় এই শো সামনে আসার পরেই শুরু হয়েছে সমালোচনা ৷ এক সমালোচক লিখেছেন, "কপিল শর্মা শো টেলিভিশন থেকে ওটিটি যাওয়া ব্যবসার দিক থেকে খারাপ সিদ্ধান্ত ৷ এই শো টেলিভিশনের ফরম্যাটেই তৈরি ৷ নতুন কিছু নেই ৷ নেটফ্লিক্সে কখনও কপিলের শো'য়ের দর্শক হবে না ৷ এটা টেলিভিশনের জন্যই ঠিক আছে ৷ এমনকী, সেলেব্রিটিদের ছবির প্রোমোশনের জন্য এই প্ল্যাটফর্ম তেমন সুবিধা দিতে পারবে না ৷"

আবার একজন লিখেছেন, "আশ্চর্যজনকভাবে, অন্যান্য ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান শো যেমন- বীরদাস কান্নান গিল, অমিত ট্যান্ডন, কেনি সেবাস্তিয়ান, অদিতি মিত্তল তাঁদের শোয়ে ক্রুড ডেশক্রিপশন যোগ করেনি ৷ এমনকী, রাসেল পিটার্স, হাসান মিনাজ এবং আজিজ আনসারির মতো কমেডিও এমন বিবরণ দেয়নি ৷"

এমনকী, শোয়ে সুনীল গ্রোভার দীর্ঘ সময় পর ফিরলেও তাঁকে সেইভাবে কাজে লাগাতে পারেনি বলে শো কর্তৃপক্ষ, দাবি অনুরাগীদের ৷ ডাফলি চরিত্রে তিনি যেভাবে এলেন তাতে প্রথমদিকে চমক মনে হলেও পরে সেই আশায় জল ঢেলেছে ৷ অন্যদিকে অর্চনা পূরণ সিং, কিকু সারদা ও ক্রুশ্না অভিষেকের অভিনয়ে তেমন তীক্ষ্ণতা ছিল না ৷ শোয়ে রণবীর-রীধিমার ছোটবেলা, রাহার পর রণবীরের পরিবর্তন, প্রয়াত ঋষি কাপুরের প্রসঙ্গ এলেও, সবমিলিয়ে এই শো'য়ের ফরম্যাটে নতুনত্ব কিছুই নেই ৷ আছে শুধু 192টি দেশে সম্প্রচারের অভিনবত্ব ৷

আরও পড়ুন:

1. 'নো এন্ট্রি'র সিক্যুয়েলে এন্ট্রি কাদের, সামনে এল তারকাদের নাম

2. 20 কোটিতে খাতা খুলল 'ক্রিউ', ইতিহাসে টাবু-করিনার ছবি

3. সিক্যুয়েল মুক্তির আগেই চমক, মাদাম তুসোয় পুষ্পার পোজে আল্লু অর্জুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.