হায়দরাবাদ, 5 মে: লাইভ গানের অনুষ্ঠান হোক বা নাচ মঞ্চে থাকা নানা শিল্পীরা যেমন অনুরাগীদের ভালোবাসা পান তেমনই অনেক সময় হন হেনস্তার শিকার ৷ সম্প্রতি, দেহরাদুনে অনুষ্ঠান করতে গিয়ে তেমনই হেনস্তার শিকার হলেন সুনীধি চৌহান ৷ গান করার সময় আচমকাই মঞ্চে বোতল ছুড়লেন এক দর্শক ৷ বিষয়টি বুদ্ধিমত্তার সঙ্গে সামলালেন সুনীধি ৷ জানিয়ে দিলেন 'বোতল ছুড়লে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হবে' ৷ ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
দেহরাদুনের এসজিআরআর বিশ্ববিদ্যালয়ে গানের কনসার্ট ছিল সুনীধির ৷ সেখানে একের পর এক জমাটি গানে মেতে ওঠেন দর্শকরা ৷ ঋষভ ভাণ্ডারি ও উত্তরাখণ্ড অফিসিয়াল নামে দুটি ইউজার থেকে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ যেখানে দেখা যায়, সুনীধির গান শুরু করার সময় মঞ্চে একটি জলের বোতল উড়ে আসে দর্শকাসন থেকে ৷ আচমকা এই ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন গায়িকা ৷ তারপরেই সামলে নেন বিষয়টা ৷ বুকে হাত রেখে মাইকে প্রশ্ন করেন, "এটা কী হচ্ছে? বোতল ছুঁড়ে কী হবে? বলুন, কী হবে? শো বন্ধ হয়ে যাবে ৷ আপনারা কী সেটা চান?" এরপরেই দর্শকরা সমস্বরে চিৎকার করে বলেন 'শো বন্ধ করবেন না' ৷
এরপরেই সেই ভিডিয়োর কমেন্ট বাক্সেও অনেক অনুরাগী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ এক অনুরাগী লিখেছেন, "পুরো উত্তরাখণ্ডের তরফ থেকে আমি ক্ষমা চাইছি ৷" আবার কেউ লিখেছেন, "এই বিষয়ে কোনও সন্দেহ নেই, কেন শোয়ে বোতল নিয়ে যেতে নিষেধ করা হয় ৷" আবার কেউ লিখেছেন, "মানুষজন সত্যিই খারাপ ৷ গায়িকা ভদ্র বলে কোনও খারাপ প্রতিক্রিয়া দেননি ৷" আবার এক নেটিজেন লিখেছেন, "এই ধরনের নোংরা কাজ করে সেখানকার পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের অপমান করেছে ৷"
উল্লেখ্য, কিছুদিন আগেই সুনীধি একটি সেলফি শেয়ার করেছিলেন ৷ যেখানে দেখা গিয়েছে, বিমানে শ্রেয়া ঘোষালের সঙ্গে দেখা হয়েছে তাঁর ৷ ক্যাপশনে লেখেন, "এসসি (সুনীধি চৌহান) ও এসজি (শ্রেয়া ঘোষাল) ইন্টারনেটে ঝড় তুলেছে ৷" প্রসঙ্গত, রুকি রুকি গান থেকে শুরু করে কামলি, দেশী গার্ল, ধুম মচালে, পুষ্পা-র মতো একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন
1. অকায়ের জন্মের পর প্রথম গ্যালারিতে, অনুষ্কার প্রতিক্রিয়া ফের 'টক অফ দ্য টাউন'
2. শুরু 'সানি সংস্কারি কি তুলসী কুমারি'র শুটিং, দেখুন ভিডিয়ো
3. হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার 'লার্জার দ্যান লাইফ'-এর মতো, উচ্ছ্বসিত তারাকারা