হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: সুদীপ্তা চক্রবর্তী 'বন্ধু' কাঞ্চনকে সোমবার সকালেই 'ত্যাগ' করেছেন ৷ 'চটি চাটা মল্লিক' বলে মন্তব্য করেছেন ঋত্বিক চক্রবর্তী ৷ এবার নাট্যকার তথা অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়ের রোষের মুখে পড়লেন উত্তর পাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ জনপ্রিয় নাটক 'মাগন রাজার পালা' শো বাতিলের ঘোষণা সুজনের ৷ মঞ্চে মাগন আর রাজা অর্থাৎ কাঞ্চন-সুজনকে আর জুটে বেঁধে দেখা যাবে না মঞ্চে ৷
এদিন সুজন সোশাল মিডিয়ায় লেখেন, "মাগন আর রাজা জুটি বেঁধে মঞ্চে নামবে না...বেশ কষ্ট হচ্ছে ৷ কিন্তু বাস্তব বা মানুষের নিদান আসল। সেটা গ্ৰহণ করতে হয়। উলটো দিকে এটাও সত্যি, কাঞ্চন মল্লিকের এই নাটকে যে অবদান, তা চিরকাল মনে গেঁথে থাকবে... ৷ অভিনেতা হিসেবে ওর লড়াই, ওর নিষ্ঠা, ওর দক্ষতাকে আজীবন শ্রদ্ধা করব। বাকিগুলো ভুলে যাবারই নামান্তর।"
তিনি আরও লেখেন, "আমরা একসঙ্গে পশ্চিমবঙ্গ-সহ সারা ভারতবর্ষ জুড়ে 55টি মতো অভিনয় করেছি। সে অভিজ্ঞতা ভোলার নয়। শিখেছি অনেক কিছু। কাঞ্চন ছাড়া মাগন হয় না ৷ ওর অতুলনীয় অভিনয় এই নাটকের প্রাণ ছিল। আমার কৃতজ্ঞতা স্বীকার করি। এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুহূর্তে এই নাটক স্তব্ধ হল। অথচ এই নাটকে দুই চোর মানবিক দৃষ্টিকোণ থেকে এই শিক্ষা দেয় যে,আসল চোরেরা সমাজে কোথায় বাসা বেঁধে লুকিয়ে আছে? এই সময়ের এক সংক্রামক বয়ান। আলবিদা, বন্ধু মাগন...আবার যদি নতুন কোনও ভোরে দেখা হয়ে যায়, আবার চুরি করবো! যেমন মঞ্চে করেছি...এতো বছর ৷ কি ? কি আবার, মানুষের মন। ইতি,রাজা ৷"
অন্যদিকে, অভিনেতা জয়জিৎ সোশাল মিডিয়ায় কাঞ্চনকে এমএলএ সাহেব বলে উল্লেখ করে প্রশ্ন ছোঁড়েন ৷ তিনি লেখেন, "এমএলএ সাহেব কি নিজের পকেট থেকে সরকারি কর্মচারীদের মাইনে ও ডিএ দেন নাকি ? আপনার মাইনেটাও যেমন সাধারণের ট্যাক্সের টাকায় হয় তাদেরটাও তাই হয়।"
আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচায় চেয়ে প্রতিবাদে উত্তাল শহর ৷ সাধারণ মানুষ, তারকা থেকে জুনিয়র চিকিৎসকরাও সামিল গণপ্রতিবাদে ৷ তারমধ্যেই সরকারি কর্মচারীদের বেতন ও বোনাস নেবেন কি না প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দেন কাঞ্চন মল্লিক ৷