হায়দরাবাদ, 1 ডিসেম্বর: 1999 সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের 'বাদশাহ' ছবির আইকনিক গান 'ওহ লড়কি জো...' ৷ এই গানের সঙ্গে জনপ্রিয় 'লেভিটেটিং'-এর ম্যাশআপ করলেন ডুয়া লিপা ৷ তাও আবার ভারতের মাটিতে দাঁড়িয়ে ৷
যা শুনে মুগ্ধ হলেন মায়ানগরীর দর্শকরা ৷ তার থেকে বাদ গেলেন না বাদশার কন্যাও ৷ সুহানা খান ইনস্টাগ্রামে নিজের খুশি জাহির করেছেন ৷
শনিবার মুম্বইতে লাইভ পারফর্ম করেন বিখ্যাত ব্রিটিশ ও আলবেনিয়ান গায়িকা ডুয়া লিপা ৷ রাত যত গভীর হয় একের পর এক তাঁর জনপ্রিয় গানে মঞ্চ মাতান তিনি ৷ সেখানেই দর্শককে চমকে দিতে দেখা গেল তাঁকে ৷ কিং খানের জনপ্রিয় 'ওহ লড়কি জো...' গানের সঙ্গে ম্যাশআপে গলা মেলালেন ডুয়া লিপা ৷ কানায় কানায় ভর্তি ওই কনসার্টের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ বেশ কিছু নেটিজন ও শাহরুখ অনুরাগীরা নিজের প্রোফাইল পেজে 'লেভিটেটিং' এক্স 'ওহ লড়কি জো' দিয়ে গানের ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যা ইতিমধ্যে লাখো লোকের মন জয় করে নিয়েছে ৷
Dua Lipa did not miss the meme
— Nishchay (@bankerraver) November 30, 2024
Levitating x Woh Ladki pic.twitter.com/ynyxOxyl2D
ডুয়া লিপার ম্যাশআপে মুগ্ধ শাহরুখ কন্যা
বাবা শাহরুখ খানের গানে ডুয়া লিপার বিশেষ পারফরম্যান্সটি নজর এড়ায়নি মেয়ে সুহানা খানের । এক নেটিজেনের ভিডিয়ো নিজের স্টোরিতে পোস্ট করেন শাহরুখ কন্যা ৷ সঙ্গে হৃদয় ও নৃত্যরত মহিলার ইমোজি এঁকে দেন তিনি ৷ আর এর থেকেই অনুরাগীরা মনে করছেন, ডুয়া লিপার 'লেভিটেটিং' এক্স 'ওহ লড়কি জো' পারফরম্যান্স বেশ মন কেড়েছে সুহানার ।
so Dua Lipa did the Levitating X Woh Ladki Jo mashup in her own style 😭🤌 wish SRK was there too pic.twitter.com/84Ffpox92i
— sohom (@AwaaraHoon) November 30, 2024
ডুয়া লিপার ভাইরাল ম্যাশআপ ক্লিপ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে । সোশাল মিডিয়ায় কমেন্টের বন্যা বইছে ৷ একজন অনুরাগী লিখেছেন, "ডুয়া লিপা নিজের মতো করে 'লেভিটেটিং' এক্স 'ওহ লড়কি জো' গান দুটির ম্যাশঅ্যাপ করেছেন ৷ যদি শাহরুখ খান এখানে থাকতেন তাহলে ভালো হত ৷"
Levitating X Woh Ladki Jo mashup finally reached it's destination. Notice how much Dua Lipa is vibing to Haan Yahan part, some iconic queen move. Just imagine if Shah Rukh Khan made an entrance during this moment dayumn!! @DUALIPA @iamsrk pic.twitter.com/T5pVutfOPF
— sohom (@AwaaraHoon) November 30, 2024
অন্য একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী তাঁর আনন্দ প্রকাশ করে মন্তব্য করেছেন, 'লেভিটেটিং' এক্স 'ওহ লড়কি জো' ম্যাশঅ্যাপ অবশেষে তার গন্তব্যে পৌঁছেছে । লক্ষ্য করুন যে, ডুয়া লিপা এই গানে কতটা মজা করে নেচেছেন ৷ আইকনিক কুইন মুভ । কল্পনা করুন, যদি শাহরুখ খান এই মুহূর্তে স্টেজে প্রবেশ করতেন তাহলে দৃশ্যটা কেমন হত !"
দুয়া লিপার অনুষ্ঠানে হাজির বহু সেলিব্রিটি
ডুয়া লিপার মুম্বই পারফরম্যান্স শুধু সঙ্গীতপ্রেমীদের জন্যই নয়, বলিউড তারকাদের জন্যও একটি বড় অনুষ্ঠান ছিল । তাঁর অনুষ্ঠান দেখতে ও গান উপভোগ করতে হাজির হয়েছিলেন অম্বানি পরিবার থেকে বউমা রাধিকা মার্চেন্ট, জামাই আনন্দ পিরামল, রণভীর শোরে, নম্রতা শিরোদকার, সিতারা ঘট্টামানেনি, নেহা শর্মা এবং আয়েশা শর্মার মতো অভিনেত্রীরা । শনিবার রাতে তারকার ঢল কনসার্টে আরও রং যোগ করেছিল ৷
ডুয়া লিপা সপ্তাহের শুরুতে মুম্বই আসেন ৷ তাঁকে প্রেমিক অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে রেস্তরাঁয় খাবার খেতে দেখা গিয়েছিল । এমনকি নিরাপত্তা বেষ্টনীতে দম্পতিকে হাত ধরে তাঁদের গাড়ির দিকেও যেতে দেখা যায় ৷
ডুয়া লিপা ও শাহরুখ খানের সাক্ষাৎ
ডুয়া লিপার বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রতি অনুরাগ কারুর কাছে আজানা নয় ৷ এর আগে যখন 2019 ভারত সফরে আসেন তিনি, সেসময় কিং খানের সঙ্গে দেখা করার সুযোগ পান ডুয়া লিপা ৷ দু'জনে একটি স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন । ডুয়া শাহরুখের পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন ৷ পরে তিনি তাঁর ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছিলেন । কিং খানকেও সেই ছবি পোস্ট করতে দেখা যায় ৷
পোস্টটির ক্যাপশনে শাহরুখ লিখেছিলেন, "আমি নতুন নিয়ম মেনে বাঁচার সিদ্ধান্ত নিয়েছি ৷ সেই নিয়মগুলি ডুয়া লিপা ছাড়া আর কার কাছে এর থেকে ভালো শিখতে পারি ? কী মোহনীয় এবং সুন্দর তরুণী ৷ কী ভালো তাঁর কণ্ঠ । আমি তাঁকে আমার ভালোবাসা দিয়েছি । ডুয়া আমি আপনাকে মঞ্চে যে নাচের স্টেপগুলি শিখিয়েছি পরে তা করার চেষ্টা করতে পারেন ।"
2019 সালে তাঁর পারফরম্যান্সের পর এই বছরের শুরুতে রাজস্থানে ছুটির কাটাতে এসেছিলেন ডুয়া লিপা ৷ এ নিয়ে তৃতীয়বার মুম্বইয়ে অনুষ্ঠান করতে ভারতে এলেন তিনি ৷