ETV Bharat / entertainment

KIFF 2024: চলচ্চিত্র উৎসবে সম্বর্ধিত কিঞ্জল, সুদীপ্তারা! প্রতিযোগিতায় তাঁদের 'আপিস' - KIFF 2024

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ পরিচালিত বাংলা ছবি 'আপিস দ্য অফিস'।

Etv Bharat
প্রতিযোগিতায় তাঁদের 'আপিস' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 7, 2024, 1:01 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: জমে উঠেছে সিনেমার উৎসব ৷ দেশ-বিদেশের ছবি দেখার লোভে নন্দন, রবীন্দ্র সদন-সহ নির্বাচিত প্রেক্ষাগৃহগুলিতে ভিড় জমাচ্ছেন সিনেপ্রেমীরা ৷ শুক্রবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ পরিচালিত বাংলা ছবি 'আপিস দ্য অফিস'।

ছবিতে তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, সন্দীপ্তা সেন এবং কিঞ্জল নন্দ। অভিনেতাদের এদিনের সন্ধ্যায় সম্মান জানানো হয় রবীন্দ্রসদনের মঞ্চে। চলতি বছরের চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে কম্পিটিশন সেকশনে রয়েছে ছবিটি ৷

6 ডিসেম্বর দেখানোর পর এটি দেখানো হবে 10 ডিসেম্বর দুপুর 2টোয় নজরুল তীর্থতে। এই সিনেমা মূলত দুই নারীর জীবনের গল্প বলবে। সন্দীপ্তা অভিনীত চরিত্রের নাম জয়িতা সান্যাল। জয়িতা একজন চাকুরিরতা। সংসার এবং অফিস দুই-ই তাঁকে সামলাতে হয় একা হাতে।

জীবনের সঙ্গে মিলে যায় তাঁর বাড়ির পরিচারিকারও গল্প। এই চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। দু’টি চরিত্র আর্থ-সামাজিক দিক থেকে দু’প্রান্তের হলেও, কী ভাবে তাঁদের জীবন একই বিন্দুতে এসে মিলে যায়, তা নিয়েই এগিয়েছে এই সিনেমার গল্প। কলকাতার বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিং হয়েছে।

এইবছর প্রতিযোগিতায় মনোনীত হয়েছে 42টি পূর্ণ দৈর্ঘের ফিচার ছবি, 30টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। নন কম্পিটিশন বিভাগে রয়েছে 103 টি ছবি। অংশগ্রহণ করেছে 29টি দেশ। 20টি জায়গায় দেখানো হবে ছবিগুলি। দেখানো হবে মোট 175টি ছবি। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। তাই 21টি ফ্রেঞ্চ ছবি দেখানো হবে এবার। সব মিলিয়ে সিনেমুখর হয়ে উঠেছে নন্দন চত্বর ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.