কলকাতা, 2 এপ্রিল: 1931 সালের 6 এপ্রিল বাংলাদেশের পাবনায় জন্ম মহানায়িকা সুচিত্রা সেনের । তখন তিনি রমা দাশগুপ্ত । 1947 সালে মাত্র 16 বছর বয়সে রমা দাশগুপ্তর বিয়ে হয় দিবানাথ সেনের সঙ্গে । বিভিন্ন সময়ে বিভিন্ন সাংবাদিকের লেখা থেকে জানা যায়, স্ত্রীকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে দেখতে চেয়েছিলেন দিবানাথ সেন । কিন্তু রমার গলা পছন্দ হয়নি রেকর্ডিং স্টেশনের কর্তাব্যক্তিদের । কারণ তাঁর উচ্চারণে রয়েছে পূর্ববঙ্গীয় টান । দিবানাথ হাল ছাড়েননি সে দিন । রমাকে অভিনয় জগতে নিয়ে আসেন দিবানাথই । অভিনয়ে এসে রমা সেন হয়ে যান সুচিত্রা সেন । তবে জীবনে একবারই গান রেকর্ড করেছিলেন সুচিত্রা সেন । তার হদিশ মিলবে তাঁর চলতি বছরের জন্মবার্ষিকীতে ।
আগামী 6 এপ্রিল তাঁর জন্মদিনে শহর কলকাতার আইসিসিআর-এ অবনীন্দ্রনাথ গ্যালারিতে হতে চলেছে এক বিশেষ প্রদর্শনী 'সুচিত্রা'। চলবে 6 এপ্রিল থেকে 12 এপ্রিল, 2024 । একটি ঘর জুড়ে থাকবে সুচিত্রা সেন অভিনীত ছবির অরিজিনাল পোস্টার । আয়োজনে সুদীপ্ত চন্দ । উদ্বোধন করবেন সুচিত্রা-কন্যা তথা বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেন । উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্টজনেরা । পোস্টারের পাশাপাশি থাকছে বিভিন্ন ছবির বুকলেট, তাঁর অভিনীত গানের বই । জীবনে একবারই গান রেকর্ড করেছিলেন সুচিত্রা সেন । থাকবে সেই রেকর্ডটিও । এছাড়াও বিজ্ঞাপন, ম্যাগাজিন কভার, ফিল্ম স্টিলস্- সব মিলিয়ে একঘর ভরা শুধুই সুচিত্রার স্মৃতি ঘেঁটে দেখার পালা এ বার । এই উদ্যোগের সহযোগিতায় সুরজিৎ কালা । প্রদর্শনীর জন্য বিশেষ পোস্টার ডিজাইন করেছেন দিল্লি নিবাসী বিশিষ্ট ইলাস্ট্রেটর সিদ ঘোষ ।
তিনি মহানায়িকা । তাঁর জীবন তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন । পর্দা এবং তার বাইরের জগৎ তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন । ছবির চিত্রনাট্য নিয়ে খুবই খুঁতখুঁতে ছিলেন । বিপরীতে উত্তম কুমারই হোন বা সঞ্জীব কুমার, অশোক কুমার হোন বা দেব আনন্দ বা দিলীপ কুমার, তিনি নিপুণ দক্ষতায় তাঁর চরিত্রগুলোকে আরও বেশি করে গ্রহণযোগ্য করে তুলেছিলেন । অসামান্য ব্যক্তিত্ব, ফিরিয়েছিলেন সত্যজিৎ রায়ের 'দেবী চৌধুরানী'র অফার । নিজের নীতিতে কোনও আপস না-করে কাজ করে গিয়েছেন । আবার নিজের ইচ্ছেতেই এক সময়ে আড়ালে চলে গিয়েছেন । আমৃত্যু সকলের থেকে আড়ালেই ছিলেন তিনি ।
সুদীপ্ত চন্দ দীর্ঘদিন ধরে তাঁর ছবির পোস্টার সংগ্রহ করে চলেছেন । তিনি বলেন, "আমি তখন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়ি । তখন পূর্ণ সিনেমায় অমিতাভের 'দ্য গ্রেট গ্যাম্বলার' ছবির পোস্টার দেখে আকৃষ্ট হই । সেটাই ছিল আমার প্রথম সংগ্রহ । সেই থেকেই পুরনো দিনের হাতে আঁকা ডিজাইনের পোস্টার সংগ্রহ শুরু । এগুলোর যথাযথ সংরক্ষণ হওয়া প্রয়োজন । সুচিত্রা সেনকে নিয়ে এমন কাজ আশা করি সবার ভালো লাগবে ।"
সুদীপ্ত চন্দ আরও জানিয়েছেন, সুরজিৎ কালার উদ্যোগে প্রকাশ পাবে সুচিত্রা সেন অভিনীত ছবির পোস্টার সম্বলিত বাংলা নববর্ষের ক্যালেন্ডারও ।
আরও পড়ুন: